Ajker Patrika

ষাট গম্বুজ মসজিদে দর্শনার্থীদের ভিড়

বাগেরহাট প্রতিনিধি
আপডেট : ২৫ ডিসেম্বর ২০২১, ১৫: ৫৩
ষাট গম্বুজ মসজিদে দর্শনার্থীদের ভিড়

শীত মৌসুমে পর্যটকদের আনাগোনা বেড়েছে বিশ্ব ঐতিহ্য ষাট গম্বুজ মসজিদে। মুসলিম স্থাপত্যের এই অনন্য নিদর্শন দেখতে প্রতিদিনই অসংখ্য দেশি বিদেশি দর্শনার্থীরা আসছেন বাগেরহাটে। অন্যান্য দিনের থেকে ছুটির দিনে দর্শনার্থীদের পরিমাণ অনেক বেশি থাকে। গতকাল শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত এই স্থাপনায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড় ছিল। কেউ এসেছেন বন্ধু-বান্ধবের সঙ্গে, কেউ পরিবার পরিজন নিয়ে, কেউ বা একা এসেছেন।

প্রায় ৬৫০ বছর আগে নির্মিত মসজিদ, মসজিদ চত্বরে থাকা জাদুঘর, বিভিন্ন রাইডস, প্রশস্ত সড়ক, নানা জাতের ফুল এবং মসজিদের পশ্চিম পাশের বিশালাকৃতির ঘোড়াদিঘি দেখে মুগ্ধ সবাই।

প্রত্নতত্ত্ব অধিদপ্তর সূত্রে জানা যায়, শীত আসার আগ মুহূর্ত থেকেই ষাট গম্বুজ মসজিদে দর্শনার্থীর সংখ্যা বাড়তে থাকে। এ বছর ১৯ আগস্ট থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত ৮০ জন বিদেশিসহ ১ লাখ ১০ হাজার ৫৩০ জন দর্শনার্থী ষাট গম্বুজ পরিদর্শন করেছেন। এর মাধ্যমে ১৯ লাখ ৫২ হাজার ৬০৫ টাকা রাজস্ব আয় করেছে সরকার।

ইডেন মহিলা কলেজের শিক্ষার্থী কারিশা নাদিয়া পুনম বলেন, ষাট গম্বুজ মসজিদ কমপ্লেক্সের মধ্যেই রয়েছে বাগেরহাট জাদুঘর। ফলে এখানে আসলে প্রত্নতাত্ত্বিক নিদর্শন দেখার পাশাপাশি বাগেরহাটের ইতিহাস-ঐতিহ্য সম্পর্কেও জানা যায়।

টুরিস্ট পুলিশের বাগেরহাট জোনের উপপরিদর্শক ওয়ালিউর রহমান বলেন, বাগেরহাটের দর্শনীয় স্থানগুলোতে দর্শনার্থীরা যাতে নিরাপদে ভ্রমণ করতে পারে সে জন্য তাঁরা কাজ করছেন।

বাগেরহাট জাদুঘরে কাস্টোডিয়ান মো. যায়েদ বলেন, প্রয়োজনের তুলনায় জনবল অনেক কম থাকায় দর্শনার্থীদের চাপ সামলাতে তাঁদের কিছুটা হিমশিম খেতে হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত