ফারিয়া রহমান খান
চুল সাজাতে ফুলের ব্যবহার সেই প্রাচীনকাল থেকে হয়ে আসছে। ফুল পবিত্রতার প্রতীক এবং এটি পাওয়া যায় সহজে। তাই হয়তো এটি নারীদের পুরোনো অলংকারগুলোর একটি। শুধু খোঁপায় তো নয়, ফুল দিয়ে সাজানো যায় ঝুঁটি বা বেণি। এমনকি খোলা চুলের সাজেও ব্যবহার করা হচ্ছে ফুল। আবার শুধু গোলাপ, বেলি বা গাঁদা নয়, এখন নানা রকমের ফুল দিয়েই চুল সাজানো হয়ে থাকে। পূজার উৎসবে স্নিগ্ধতা ধরে রাখতে ফুলেই সাজুক চুল।
খোঁপায় ফুল
প্রথমত, সব চুল একত্র করে টাইট খোঁপা করে ফেলুন। তারপর খোঁপায় গুঁজে দিতে পারেন দুই থেকে তিনটি গোলাপ ফুল। গাঁদা ফুল দিয়ে পেঁচিয়েও দিতে পারেন পুরো খোঁপা।
আবার একপাশে সিঁথি করেও খোঁপা করতে পারেন। মাথার ডান বা বাম পাশে সিঁথি করে আরেক পাশে চুলকে টুইস্ট করে পেঁচিয়ে তারপর সব চুল একত্রে নিয়ে খোঁপা করুন। তারপর খোঁপায় নিজের পছন্দমতো ফুল গুঁজে দিন।
বেণিতে ফুল
বর্তমানে বেণিতে ফুলের ব্যবহার একটি ট্রেন্ডি বিষয়। একটি বা দুটি বেণি সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে ফেলা যায়। একটি বেণি করে পুরো বেণি গাঁদা ফুলের মালা দিয়ে পেঁচিয়ে ফেললে দেখতে সুন্দর লাগে। আবার পুরো চুলে ফুল দিতে না চাইলে শুধু বেণির গোড়ায় গোলাপ বা অন্য যেকোনো ফুল ব্যবহার করতে পারেন।
আবার মাঝখানে সিঁথি করে দুই পাশে দুটি বেণি করেও ফুল দিয়ে সাজানো যায়। এ ক্ষেত্রে বেণি করার পর সিঁথিতে গাঁদা ফুলের মালা দিতে পারেন। দুই পাশে কান পর্যন্ত সিঁথির মালাটির সঙ্গে যুক্ত করে আরেকটি গাঁদা ফুলের মালা দিতে পারেন। দেখতে সুন্দর লাগবে।
ঝুঁটিতে ফুল
এখন অনেকেই চুলে ঝুঁটি করে তাতে ফুল দিয়ে থাকেন। সব চুল একসঙ্গে নিয়ে ঝুঁটি করুন। তারপর ব্যান্ড ঘিরে ফুল দিন। আবার পুরোটা জুড়ে দিতে না চাইলে শুধু দুটি ফুল ব্যবহার করতে পারেন। অর্ধেক চুল খোলা রেখে, ওপরের দিকের চুলটুকুতে ঝুঁটি বেঁধেও ফুল লাগিয়ে দিতে পারেন। দেখতে অনেক ট্রেন্ডি লাগবে।
খোলা চুলে ফুল
এখন খোলা চুলে ফুল দেওয়া ট্রেন্ড হয়ে গেছে। যেকোনো পোশাকের সঙ্গে এই লুক মানিয়ে যায়। চুল খোলা রেখে মাঝে সিঁথি করে তাতে দিয়ে দিতে পারেন বেলি বা গাঁদা বা গোলাপের মালা। আবার একপাশে সিঁথি করে সিঁথির যে পাশে চুল কম, সেদিকে কানের সঙ্গে ফুল গুঁজে দিতে পারেন। যেকোনো পোশাকের সঙ্গে এ সাজ মানাবে।
সূত্র: ওয়েডিং ওয়্যার
ছবি: আজকের পত্রিকা
চুল সাজাতে ফুলের ব্যবহার সেই প্রাচীনকাল থেকে হয়ে আসছে। ফুল পবিত্রতার প্রতীক এবং এটি পাওয়া যায় সহজে। তাই হয়তো এটি নারীদের পুরোনো অলংকারগুলোর একটি। শুধু খোঁপায় তো নয়, ফুল দিয়ে সাজানো যায় ঝুঁটি বা বেণি। এমনকি খোলা চুলের সাজেও ব্যবহার করা হচ্ছে ফুল। আবার শুধু গোলাপ, বেলি বা গাঁদা নয়, এখন নানা রকমের ফুল দিয়েই চুল সাজানো হয়ে থাকে। পূজার উৎসবে স্নিগ্ধতা ধরে রাখতে ফুলেই সাজুক চুল।
খোঁপায় ফুল
প্রথমত, সব চুল একত্র করে টাইট খোঁপা করে ফেলুন। তারপর খোঁপায় গুঁজে দিতে পারেন দুই থেকে তিনটি গোলাপ ফুল। গাঁদা ফুল দিয়ে পেঁচিয়েও দিতে পারেন পুরো খোঁপা।
আবার একপাশে সিঁথি করেও খোঁপা করতে পারেন। মাথার ডান বা বাম পাশে সিঁথি করে আরেক পাশে চুলকে টুইস্ট করে পেঁচিয়ে তারপর সব চুল একত্রে নিয়ে খোঁপা করুন। তারপর খোঁপায় নিজের পছন্দমতো ফুল গুঁজে দিন।
বেণিতে ফুল
বর্তমানে বেণিতে ফুলের ব্যবহার একটি ট্রেন্ডি বিষয়। একটি বা দুটি বেণি সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে ফেলা যায়। একটি বেণি করে পুরো বেণি গাঁদা ফুলের মালা দিয়ে পেঁচিয়ে ফেললে দেখতে সুন্দর লাগে। আবার পুরো চুলে ফুল দিতে না চাইলে শুধু বেণির গোড়ায় গোলাপ বা অন্য যেকোনো ফুল ব্যবহার করতে পারেন।
আবার মাঝখানে সিঁথি করে দুই পাশে দুটি বেণি করেও ফুল দিয়ে সাজানো যায়। এ ক্ষেত্রে বেণি করার পর সিঁথিতে গাঁদা ফুলের মালা দিতে পারেন। দুই পাশে কান পর্যন্ত সিঁথির মালাটির সঙ্গে যুক্ত করে আরেকটি গাঁদা ফুলের মালা দিতে পারেন। দেখতে সুন্দর লাগবে।
ঝুঁটিতে ফুল
এখন অনেকেই চুলে ঝুঁটি করে তাতে ফুল দিয়ে থাকেন। সব চুল একসঙ্গে নিয়ে ঝুঁটি করুন। তারপর ব্যান্ড ঘিরে ফুল দিন। আবার পুরোটা জুড়ে দিতে না চাইলে শুধু দুটি ফুল ব্যবহার করতে পারেন। অর্ধেক চুল খোলা রেখে, ওপরের দিকের চুলটুকুতে ঝুঁটি বেঁধেও ফুল লাগিয়ে দিতে পারেন। দেখতে অনেক ট্রেন্ডি লাগবে।
খোলা চুলে ফুল
এখন খোলা চুলে ফুল দেওয়া ট্রেন্ড হয়ে গেছে। যেকোনো পোশাকের সঙ্গে এই লুক মানিয়ে যায়। চুল খোলা রেখে মাঝে সিঁথি করে তাতে দিয়ে দিতে পারেন বেলি বা গাঁদা বা গোলাপের মালা। আবার একপাশে সিঁথি করে সিঁথির যে পাশে চুল কম, সেদিকে কানের সঙ্গে ফুল গুঁজে দিতে পারেন। যেকোনো পোশাকের সঙ্গে এ সাজ মানাবে।
সূত্র: ওয়েডিং ওয়্যার
ছবি: আজকের পত্রিকা
পর্দার নায়িকারা নিজেদের বয়স আড়ালে রাখা পছন্দ করেন। এ ক্ষেত্রে ব্যতিক্রম আজমেরী হক বাঁধন। প্রতিবছর নিজের জন্মদিনে জানান দেন তাঁর বয়স। গতকাল ছিল বাঁধনের ৪১তম জন্মদিন। সোশ্যাল মিডিয়ায় নিজেই জানালেন এই তথ্য।
২ দিন আগে১০ বছরের বেশি সময় ধরে শোবিজে কাজ করছেন অভিনেত্রী শবনম ফারিয়া। নাটকের পাশাপাশি ওটিটিতে দেখা গেছে তাঁকে। সরকারি অনুদানের ‘দেবী’ নামের একটি সিনেমায়ও অভিনয় করেছেন। প্রশংসিত হলেও সিনেমায় আর দেখা মেলেনি তাঁর। ছোট পর্দাতেও অনেক দিন ধরে অনিয়মিত তিনি। এবার শবনম ফারিয়া হাজির হচ্ছেন নতুন পরিচয়ে। কমেডি রিয়েলিটি
২ দিন আগেআমাদের লোকসংস্কৃতির অন্যতম ঐতিহ্য যাত্রাপালা। গণমানুষের সংস্কৃতি হিসেবে বিবেচিত এই যাত্রাপালা নিয়ে শিল্পকলা একাডেমি আয়োজন করছে ‘যাত্রা উৎসব-২০২৪’। আগামী ১ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চে শুরু হবে ৭ দিনব্যাপী এই উৎসব।
২ দিন আগে‘বঙ্গবন্ধু’ পদবি বিলীন হবে না। হতে পারে না। যেমনটি ‘দেশবন্ধু’ চিত্তরঞ্জন দাশের পদবি বিলীন হয়নি। ইতিহাসে এসব পদবি অম্লান ও অক্ষয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যক্তিত্ব ছিল অনন্যসাধারণ। আপনজনকে তো অবশ্যই, শত্রুপক্ষের লোকেরাও ব্যক্তিগত পর্যায়ে তাঁর প্রতি আকৃষ্ট হতেন। পাকিস্তানি সেনাবাহিনীর উচ্চপদের
২ দিন আগে