নকলা (শেরপুর) প্রতিনিধি
আবহাওয়া পরিবর্তনে শেরপুরের নকলায় হঠাৎ বেড়েছে জ্বর, বমিসহ পেটব্যথার রোগীর সংখ্যা। আক্রান্তদের মধ্যে শিশু, কিশোর ও বয়োজ্যেষ্ঠরা বেশি। ইতিমধ্যে এসব রোগে গত ২০ দিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই শতাধিক রোগী ভর্তি হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত ২০ দিনে জ্বর, বমি, পেটব্যথার সঙ্গে অরুচির মতো সমস্যা নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই শতাধিক রোগী ভর্তি হয়েছে। এ ছাড়া জরুরি বিভাগ ও স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের সরকারি চেম্বারে প্রাথমিক চিকিৎসা নিয়েছে সহস্রাধিক রোগী। এসব রোগীর মধ্যে বেশির ভাগ ছিল শিশু, কিশোর ও বয়োজ্যেষ্ঠ। তবে যাদের অবস্থা জটিল তাদের স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
গণপদ্দী উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী গণপদ্দী ইউনিয়নের গণপদ্দী গ্রামের শাওন মিয়া জানায়, এক সপ্তাহ ধরে বমি ও পেটব্যথায় আক্রান্ত হয়ে চিকিৎসকের পরামর্শে ওষুধ খায়। এরপরও উন্নতি না হওয়ায় সে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। চন্দ্রকোনা ইউনিয়নের বালিয়াদী গ্রামের সপ্তম শ্রেণির শিক্ষার্থী সানজিদা ইয়াসমিন বলে, ‘জ্বর, অরুচি, শরীর দুর্বল, বমি ও পেটব্যথা নিয়ে কমপ্লেক্সে ভর্তি হয়েছি।’
নকলা ইউনিয়নের সিংগুয়া গ্রামের ইছাহাক আলী (৭০) গত ২৫ সেপ্টেম্বর প্রচণ্ড পেটব্যথা ও বমি নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। তিনি জানান, এখনো তাঁর অবস্থার পরিবর্তন হয়নি। গণপদ্দী ইউনিয়নের গজারিয়া গ্রামের নুরজাহান বেগম (৫৫) বলেন, ‘জ্বর, শরীর ব্যথা, অরুচি, বমি ও পেটব্যথা নিয়ে গত ২৫ সেপ্টেম্বর থেকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছি। পেটের ব্যথাসহ অন্যান্য উপসর্গ কিছুটা কমলেও খেতে না পারার কারণে শারীরিক দুর্বলতা কমছে না।’
সিনিয়র স্টাফ নার্স বিলকিছ বেগম বলেন, বমি ও পেটব্যথার রোগীদের ব্যথা না কমা পর্যন্ত মুখে খাবার দেওয়া হচ্ছে না।
তাদের সম্পূর্ণ বিশ্রামে রেখে শিরায় স্যালাইন দেওয়া হচ্ছে। তবে চার থেকে পাঁচ দিনেও যাদের সমস্যা কমছে না, তাদের আলট্রাসনোগ্রাম এবং নানা পরীক্ষা-নিরীক্ষা দেওয়া হচ্ছে। স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক মাহমুদুল হাসান বলেন, ঘাবড়ানোর কিছু নেই। সুচিকিৎসায় রোগীরা দ্রুত সুস্থ হয়ে উঠবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, আবহাওয়ার পরিবর্তন, খাদ্যে ভেজাল, হোটেল-রেস্তোরাঁয় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, বাসি ও পচা খাবার এর জন্য দায়ী। সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দেন তিনি।
আবহাওয়া পরিবর্তনে শেরপুরের নকলায় হঠাৎ বেড়েছে জ্বর, বমিসহ পেটব্যথার রোগীর সংখ্যা। আক্রান্তদের মধ্যে শিশু, কিশোর ও বয়োজ্যেষ্ঠরা বেশি। ইতিমধ্যে এসব রোগে গত ২০ দিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই শতাধিক রোগী ভর্তি হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত ২০ দিনে জ্বর, বমি, পেটব্যথার সঙ্গে অরুচির মতো সমস্যা নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই শতাধিক রোগী ভর্তি হয়েছে। এ ছাড়া জরুরি বিভাগ ও স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের সরকারি চেম্বারে প্রাথমিক চিকিৎসা নিয়েছে সহস্রাধিক রোগী। এসব রোগীর মধ্যে বেশির ভাগ ছিল শিশু, কিশোর ও বয়োজ্যেষ্ঠ। তবে যাদের অবস্থা জটিল তাদের স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
গণপদ্দী উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী গণপদ্দী ইউনিয়নের গণপদ্দী গ্রামের শাওন মিয়া জানায়, এক সপ্তাহ ধরে বমি ও পেটব্যথায় আক্রান্ত হয়ে চিকিৎসকের পরামর্শে ওষুধ খায়। এরপরও উন্নতি না হওয়ায় সে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। চন্দ্রকোনা ইউনিয়নের বালিয়াদী গ্রামের সপ্তম শ্রেণির শিক্ষার্থী সানজিদা ইয়াসমিন বলে, ‘জ্বর, অরুচি, শরীর দুর্বল, বমি ও পেটব্যথা নিয়ে কমপ্লেক্সে ভর্তি হয়েছি।’
নকলা ইউনিয়নের সিংগুয়া গ্রামের ইছাহাক আলী (৭০) গত ২৫ সেপ্টেম্বর প্রচণ্ড পেটব্যথা ও বমি নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। তিনি জানান, এখনো তাঁর অবস্থার পরিবর্তন হয়নি। গণপদ্দী ইউনিয়নের গজারিয়া গ্রামের নুরজাহান বেগম (৫৫) বলেন, ‘জ্বর, শরীর ব্যথা, অরুচি, বমি ও পেটব্যথা নিয়ে গত ২৫ সেপ্টেম্বর থেকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছি। পেটের ব্যথাসহ অন্যান্য উপসর্গ কিছুটা কমলেও খেতে না পারার কারণে শারীরিক দুর্বলতা কমছে না।’
সিনিয়র স্টাফ নার্স বিলকিছ বেগম বলেন, বমি ও পেটব্যথার রোগীদের ব্যথা না কমা পর্যন্ত মুখে খাবার দেওয়া হচ্ছে না।
তাদের সম্পূর্ণ বিশ্রামে রেখে শিরায় স্যালাইন দেওয়া হচ্ছে। তবে চার থেকে পাঁচ দিনেও যাদের সমস্যা কমছে না, তাদের আলট্রাসনোগ্রাম এবং নানা পরীক্ষা-নিরীক্ষা দেওয়া হচ্ছে। স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক মাহমুদুল হাসান বলেন, ঘাবড়ানোর কিছু নেই। সুচিকিৎসায় রোগীরা দ্রুত সুস্থ হয়ে উঠবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, আবহাওয়ার পরিবর্তন, খাদ্যে ভেজাল, হোটেল-রেস্তোরাঁয় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, বাসি ও পচা খাবার এর জন্য দায়ী। সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দেন তিনি।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
২ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
২ দিন আগে