নিজস্ব প্রতিবেদক, ঢাকা
চমকে ভরা দলের ফুটবলারদের নাম বেশ যত্নের সঙ্গে লুকানোর চেষ্টা করেছেন কাবরেরা। তবে গোপনীয়তার ফাঁক গলেও নেপালের বিপক্ষে বাংলাদেশ দলে থাকবে চমক—নিজ থেকেই কদিন আগে তথ্যটা জানিয়েছিলেন হাভিয়ের কাবরেরা। বাংলাদেশের স্প্যানিশ কোচ দল ঘোষণা করবেন আজ।
প্রাথমিক দলে এমন কয়েকজন ফুটবলারদের নাম আছে যা আসলেই চমকজাগানিয়া! আগামী মাসের ফিফা উইন্ডোতে ২২ সেপ্টেম্বর কম্বোডিয়া ও ২৭ সেপ্টেম্বর নেপালে গিয়ে খেলবে বাংলাদেশ। দুই ম্যাচের ২৭ সদস্যের প্রাথমিক দল গতকাল ঘোষণা হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত দল দেওয়া হবে আজ। জাতীয় দলের ক্যাম্প শুরু হবে আগামীকাল থেকে। ক্যাম্প শুরু হওয়ার মাত্র এক দিন আগে দল ঘোষণা কেন, সেটি নিয়েও হচ্ছে আলোচনা।
গত মে মাসে এশিয়ান কাপের বাছাইপর্বের ক্যাম্পে দেরিতে যোগ দেওয়ায় আবাহনী ফরোয়ার্ড নাবীব নেওয়াজ জীবনকে বাদ দিয়েছিলেন কাবরেরা। কোচ ও বাফুফের কাছে ক্ষমা চেয়েও পরে এশিয়ান কাপের দলে জায়গা হয়নি জীবনের। ৩২ বছর বয়সী স্ট্রাইকারকে এবারও দলে জায়গা দেননি কাবরেরা। গুঞ্জন আছে, এশিয়ান কাপের বাছাইপর্ব থেকে বাদ পড়ায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিনের কাছে একাধিক অভিযোগ তুলেছিলেন জীবন, যেটি পছন্দ হয়নি জাতীয় দলের স্প্যানিশ কোচের। জীবনকে বাদ দেওয়ার পাশাপাশি আবাহনী গোলরক্ষক শহীদুল আলম সোহেলকেও ছেঁটে ফেলেছেন কাবরেরা।
সোহেলকে বাদ দিলেও আবাহনীর আরেক গোলরক্ষক মাহফুজ হাসান প্রীতম ডাক পেয়েছেন জাতীয় দলের ক্যাম্পে। বিকল্প গোলরক্ষক হিসেবে স্বাধীনতা কাপে আবাহনীর পোস্টে ছিলেন প্রীতম। তবে লিগে বেশির ভাগ ম্যাচে আকাশি-নীলদের গোলরক্ষকের ভূমিকায় ছিলেন সোহেল। তাঁকে বাদ দিয়ে লিগে তিন ম্যাচ খেলা প্রীতমের অন্তর্ভুক্তি জন্ম দিচ্ছে কৌতূহলেরও। আবাহনী থেকে সুযোগ পেতে যাওয়া আরেক ফুটবলার উইঙ্গার রাকিব হোসেন। কাবরেরার দলে এখন পর্যন্ত নতুন মুখ মোহামেডান উইঙ্গার শাহরিয়ার ইমন। ২১ বছর বয়সী ইমন সাদা-কালোদের হয়ে গত মৌসুমে ম্যাচ খেলেছেন ১৭টি। করেছেন ২ গোল, করিয়েছেন ৩টি।
এশিয়ান কাপের মতো এবারও দলে সুযোগ পেতে যাচ্ছেন শেখ রাসেলের অ্যাটাকিং মিডফিল্ডার হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস। সেবার প্রাথমিক দলে এলেও চোটে পড়ায় মূল দলে জায়গা হয়নি হেমন্তের। অনূর্ধ্ব-২০ দল থেকে দুই ফুটবলারের দলে ডাক পাওয়ার কথা শোনা গেলেও জাতীয় দলে হয়তো এবার এই তরুণদের অপেক্ষাতেই রাখছেন কাবরেরা।
চমকে ভরা দলের ফুটবলারদের নাম বেশ যত্নের সঙ্গে লুকানোর চেষ্টা করেছেন কাবরেরা। তবে গোপনীয়তার ফাঁক গলেও নেপালের বিপক্ষে বাংলাদেশ দলে থাকবে চমক—নিজ থেকেই কদিন আগে তথ্যটা জানিয়েছিলেন হাভিয়ের কাবরেরা। বাংলাদেশের স্প্যানিশ কোচ দল ঘোষণা করবেন আজ।
প্রাথমিক দলে এমন কয়েকজন ফুটবলারদের নাম আছে যা আসলেই চমকজাগানিয়া! আগামী মাসের ফিফা উইন্ডোতে ২২ সেপ্টেম্বর কম্বোডিয়া ও ২৭ সেপ্টেম্বর নেপালে গিয়ে খেলবে বাংলাদেশ। দুই ম্যাচের ২৭ সদস্যের প্রাথমিক দল গতকাল ঘোষণা হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত দল দেওয়া হবে আজ। জাতীয় দলের ক্যাম্প শুরু হবে আগামীকাল থেকে। ক্যাম্প শুরু হওয়ার মাত্র এক দিন আগে দল ঘোষণা কেন, সেটি নিয়েও হচ্ছে আলোচনা।
গত মে মাসে এশিয়ান কাপের বাছাইপর্বের ক্যাম্পে দেরিতে যোগ দেওয়ায় আবাহনী ফরোয়ার্ড নাবীব নেওয়াজ জীবনকে বাদ দিয়েছিলেন কাবরেরা। কোচ ও বাফুফের কাছে ক্ষমা চেয়েও পরে এশিয়ান কাপের দলে জায়গা হয়নি জীবনের। ৩২ বছর বয়সী স্ট্রাইকারকে এবারও দলে জায়গা দেননি কাবরেরা। গুঞ্জন আছে, এশিয়ান কাপের বাছাইপর্ব থেকে বাদ পড়ায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিনের কাছে একাধিক অভিযোগ তুলেছিলেন জীবন, যেটি পছন্দ হয়নি জাতীয় দলের স্প্যানিশ কোচের। জীবনকে বাদ দেওয়ার পাশাপাশি আবাহনী গোলরক্ষক শহীদুল আলম সোহেলকেও ছেঁটে ফেলেছেন কাবরেরা।
সোহেলকে বাদ দিলেও আবাহনীর আরেক গোলরক্ষক মাহফুজ হাসান প্রীতম ডাক পেয়েছেন জাতীয় দলের ক্যাম্পে। বিকল্প গোলরক্ষক হিসেবে স্বাধীনতা কাপে আবাহনীর পোস্টে ছিলেন প্রীতম। তবে লিগে বেশির ভাগ ম্যাচে আকাশি-নীলদের গোলরক্ষকের ভূমিকায় ছিলেন সোহেল। তাঁকে বাদ দিয়ে লিগে তিন ম্যাচ খেলা প্রীতমের অন্তর্ভুক্তি জন্ম দিচ্ছে কৌতূহলেরও। আবাহনী থেকে সুযোগ পেতে যাওয়া আরেক ফুটবলার উইঙ্গার রাকিব হোসেন। কাবরেরার দলে এখন পর্যন্ত নতুন মুখ মোহামেডান উইঙ্গার শাহরিয়ার ইমন। ২১ বছর বয়সী ইমন সাদা-কালোদের হয়ে গত মৌসুমে ম্যাচ খেলেছেন ১৭টি। করেছেন ২ গোল, করিয়েছেন ৩টি।
এশিয়ান কাপের মতো এবারও দলে সুযোগ পেতে যাচ্ছেন শেখ রাসেলের অ্যাটাকিং মিডফিল্ডার হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস। সেবার প্রাথমিক দলে এলেও চোটে পড়ায় মূল দলে জায়গা হয়নি হেমন্তের। অনূর্ধ্ব-২০ দল থেকে দুই ফুটবলারের দলে ডাক পাওয়ার কথা শোনা গেলেও জাতীয় দলে হয়তো এবার এই তরুণদের অপেক্ষাতেই রাখছেন কাবরেরা।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
৪ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪