হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
উঠতি বয়সেই পা হারাতে হয়েছে। অভাবের সংসারে খাবার জোটানোই যেখানে দায়, সেখানে জরাজীর্ণ কুঁড়েঘরেই শান্তি খোঁজেন তিনি। তবে সেখানেই শান্তি নেই যখন আকাশে দেখেন মেঘের ঘনঘটা। কারণ, ঝড় কিংবা বৃষ্টিতে সেই ঘরে থাকা দায়। তখন বাধ্য হয়েই অন্যের ঘরে আশ্রয় নেন পরিবার নিয়ে।
বলা হচ্ছে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার কাশেমের কথা। উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের দক্ষিণ মাধখলা গ্রামের বাসিন্দা তিনি। তিন শতকের ভিটেমাটি ছাড়া সহায়-সম্বল বলতে কিছুই নেই পঙ্গু কাশেমের।
ছোটবেলা থেকেই কাঠমিস্ত্রির কাজ করছিলেন কাশেম। যুবক বয়সে ক্যানসারে আক্রান্ত হয়ে বাম পায়ে পচন দেখা দেয় তাঁর। বহু চিকিৎসা করেও শেষরক্ষা হয়নি। আর্থিক দৈন্যের মধ্যেও বাধ্য হয়ে বাম পা কেটে ফেলতে হয়েছে তাঁকে।
স্থানীয় বাসিন্দারা জানান, চিকিৎসকের পরামর্শে টানা দুই বছর বিশ্রামে থাকতে হয় কাশেমকে। পরিবারের সদস্যদের মুখে অন্ন জোগাতে পঙ্গু অবস্থায় আবারও কাজে নামেন। কিন্তু আগের মতো কাজ করতে পারেন না তিনি। এ কারণে কেউ আর কাজে ডাকেন না। স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েকে নিয়ে জরাজীর্ণ ঘরে বসবাস করতে হচ্ছে তাঁকে।
কাশেমের বড় মেয়ে এ বছর এসএসসি পরীক্ষার্থী। তবে ঘরের কারণে পড়াশোনায় অনেক কষ্ট হয়। ঝড়বৃষ্টি এলেই অন্যের ঘরে আশ্রয় নিতে হয় তাঁদের। ভাঙা পুরোনো দোচালা টিনের ঘরটিতে বৃষ্টি এলেই পানি পড়ে। কাশেমের স্ত্রী রুনা আক্তার জানান, শুধু একটি ঘরের জন্য জনপ্রতিনিধি ও স্থানীয় রাজনৈতিক নেতাদের কাছে ধরনা দিলেও ঘর পাইনি।
প্রতিবন্ধী কাশেম হাউমাউ করে কেঁদে বলেন, ‘সারা জীবন মানুষের ঘর তৈরির কাজ করেছি। কিন্তু আজ আমি একটি ঘরের জন্য কষ্ট করছি। ঝড়-বৃষ্টিতে ঘর ভেঙে পড়ার ভয়ে থাকি। সরকারের সুদৃষ্টি পেলে চিরকৃতজ্ঞ থাকব।’
কাশেমের বিষয়ে জানতে চাইলে উপজেলার ৩ নম্বর গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. সাইদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি খুবই হৃদয়বিদারক। কাশেমের ঘরের জন্য আমাদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে।’
উঠতি বয়সেই পা হারাতে হয়েছে। অভাবের সংসারে খাবার জোটানোই যেখানে দায়, সেখানে জরাজীর্ণ কুঁড়েঘরেই শান্তি খোঁজেন তিনি। তবে সেখানেই শান্তি নেই যখন আকাশে দেখেন মেঘের ঘনঘটা। কারণ, ঝড় কিংবা বৃষ্টিতে সেই ঘরে থাকা দায়। তখন বাধ্য হয়েই অন্যের ঘরে আশ্রয় নেন পরিবার নিয়ে।
বলা হচ্ছে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার কাশেমের কথা। উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের দক্ষিণ মাধখলা গ্রামের বাসিন্দা তিনি। তিন শতকের ভিটেমাটি ছাড়া সহায়-সম্বল বলতে কিছুই নেই পঙ্গু কাশেমের।
ছোটবেলা থেকেই কাঠমিস্ত্রির কাজ করছিলেন কাশেম। যুবক বয়সে ক্যানসারে আক্রান্ত হয়ে বাম পায়ে পচন দেখা দেয় তাঁর। বহু চিকিৎসা করেও শেষরক্ষা হয়নি। আর্থিক দৈন্যের মধ্যেও বাধ্য হয়ে বাম পা কেটে ফেলতে হয়েছে তাঁকে।
স্থানীয় বাসিন্দারা জানান, চিকিৎসকের পরামর্শে টানা দুই বছর বিশ্রামে থাকতে হয় কাশেমকে। পরিবারের সদস্যদের মুখে অন্ন জোগাতে পঙ্গু অবস্থায় আবারও কাজে নামেন। কিন্তু আগের মতো কাজ করতে পারেন না তিনি। এ কারণে কেউ আর কাজে ডাকেন না। স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েকে নিয়ে জরাজীর্ণ ঘরে বসবাস করতে হচ্ছে তাঁকে।
কাশেমের বড় মেয়ে এ বছর এসএসসি পরীক্ষার্থী। তবে ঘরের কারণে পড়াশোনায় অনেক কষ্ট হয়। ঝড়বৃষ্টি এলেই অন্যের ঘরে আশ্রয় নিতে হয় তাঁদের। ভাঙা পুরোনো দোচালা টিনের ঘরটিতে বৃষ্টি এলেই পানি পড়ে। কাশেমের স্ত্রী রুনা আক্তার জানান, শুধু একটি ঘরের জন্য জনপ্রতিনিধি ও স্থানীয় রাজনৈতিক নেতাদের কাছে ধরনা দিলেও ঘর পাইনি।
প্রতিবন্ধী কাশেম হাউমাউ করে কেঁদে বলেন, ‘সারা জীবন মানুষের ঘর তৈরির কাজ করেছি। কিন্তু আজ আমি একটি ঘরের জন্য কষ্ট করছি। ঝড়-বৃষ্টিতে ঘর ভেঙে পড়ার ভয়ে থাকি। সরকারের সুদৃষ্টি পেলে চিরকৃতজ্ঞ থাকব।’
কাশেমের বিষয়ে জানতে চাইলে উপজেলার ৩ নম্বর গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. সাইদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি খুবই হৃদয়বিদারক। কাশেমের ঘরের জন্য আমাদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে