মীর মো. মহিব্বুল্লাহ, পটুয়াখালী
আজ শনিবার খ্রিষ্টীয় ইংরেজি বছরের প্রথম দিন। গেল বছর পটুয়াখালীতে ব্যাপক উন্নয়ন হয়েছে। এর মধ্যে তিনটি উন্নয়ন সবার নজর কেড়েছে। একটি হলো পটুয়াখালীবাসীর লেবুখালীর পায়রা নদীর ওপর নির্মিত পায়রা সেতু। এ ছাড়া বিদ্যুতায়ন হয়েছে দীর্ঘ বছর অন্ধকারে থাকা পটুয়াখালীর একমাত্র উপজেলা দুর্গম রাঙ্গাবালী। মূল স্রোত থেকে অনেকটা বিচ্ছিন্ন থাকা ৫৫ রাখাইন পরিবার পেয়েছে নিজস্ব নকশার ৫৫টি মুজিব শতবর্ষের ঘর। ২০২১ সালে পাল্টে গেছে সাধারণ মানুষের জীবনমান। পাল্টে যাচ্ছে পটুয়াখালী।
লেবুখালী পায়রা সেতু: পটুয়াখালী-বরিশাল মহাসড়কে নির্মিত পায়রা নদীর ওপর লেবুখালী সেতু। গেল বছরের ২৪ অক্টোবর এ সেতু যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সেতুটির উদ্বোধন করেন।
বরিশাল-পটুয়াখালী মহাসড়কের পায়রা নদীর ওপর ২০১৬ সালে সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধানে সেতু নির্মাণকাজ শুরু হয়। গেল বছরের সেপ্টেম্বরে মূল সেতুর শতভাগ নির্মাণকাজ শেষ হয়। চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান ‘লনজিয়ান রোড অ্যান্ড ব্রিজকনস্ট্রাকশন’ নির্মাণকাজ সম্পন্ন করে। ১ হাজার ৪৭০ মিটার দৈর্ঘ্য এবং ১৯ দশমিক ৭৬ মিটার প্রস্থের এই সেতুটি ক্যাব্ল দিয়ে দুই পাশে সংযুক্ত করা হয়েছে। ফলে নদীর মাঝখানে একটিমাত্র পিলার ব্যবহার করা হয়েছে। আর পিলারের নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থাও নিশ্চিত করা হয়েছে। কুয়েত ফান্ড ফর আরব ইকোনমিক ডেভেলপমেন্ট, ওপেক ফান্ড ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এবং বাংলাদেশ সরকারের যৌথ বিনিয়োগে সেতু নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ১ হাজার ৫০০ কোটি টাকা। সেতুটি যান চলাচলে খুলে দেওয়ার ফলে বরিশাল থেকে সাগরকন্যা কুয়াকাটা পর্যন্ত ফেরি বিড়ম্বনা থেকে মুক্তি পেয়েছেন পর্যটকেরা। এর ফলে ব্যবসা-বাণিজ্যেও নতুন গতি যোগ হয়েছে। পটুয়াখালী চেম্বার অব কমার্সের সভাপতি ও পৌর মেয়র মহিউদ্দিন আহমেদ বলেন, ‘পটুয়াখালীর মানুষ যে অর্থনৈতিক দিক থেকে পিছিয়েছিল, পায়রা সেতু যান চলাচলে উন্মুক্ত হওয়ায় বাণিজ্যের সম্প্রসারণ ঘটবে।’
দুর্গম রাঙ্গাবালীতে বিদ্যুৎ: ২০২১ সালেই বিদ্যুতায়ন হয়েছে দীর্ঘ বছর অন্ধকারে থাকা পটুয়াখালীর একমাত্র রাঙ্গাবালী উপজেলা। সাগর-তীরবর্তী এবং নদীবেষ্টিত হওয়ায় দুর্গম এই উপজেলা ছিল অন্ধকারে। গত ২ সেপ্টেম্বর সাবমেরিন ক্যাব্লের মাধ্যমে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয় উপজেলায়। উপজেলার ১৮ হাজার পরিবারকে বিদ্যুৎ–সংযোগ দেয় পল্লী বিদ্যুৎ সমিতি। এর আগে জেনারেটর কিংবা সোলার প্যানেল থেকে রাঙ্গাবালী উপজেলার মানুষ রাতের অন্ধকারে আলো জ্বালিয়ে আসছিল।
রাঙ্গাবালী উপজেলার চর মোন্তাজ ইউনিয়নের ব্যবসায়ী আইয়ুব খান বলেন, ‘বিদ্যুৎ–সংযোগ পাওয়ায় এখন মানুষ আয়রন, টিভি, ফ্রিজসহ ইলেকট্রিক পণ্যসামগ্রী কিনছেন। সাম্প্রতিক সময় এসব পণ্যের চাহিদা বৃদ্ধি পাওয়ায় প্রত্যন্ত এই চরেও বেশ কয়েকটি ইলেকট্রনিক পণ্যের ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে উঠেছে। ব্যবসাবাণিজ্যে নতুন গতি ফিরেছে রাঙ্গাবালীতে।’
স্বল্প সময়ের ব্যবধানে পুরো উপজেলার প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছানো হবে বলে জানান পটুয়াখালী পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার শাহ্ মো. রাজ্জাকুর রহমান।
কুয়াকাটায় রাখাইন নৃগোষ্ঠীর ৫৫টি ঘর: জীবনমানের বিচারে মূল স্রোত থেকে অনেকটাই পিছিয়ে ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোকজন। পিছিয়ে থাকা রাখাইন নৃগোষ্ঠীর ৫৫ পরিবারকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুজিব শতবর্ষের বিশেষ উদ্যোগের মাধ্যমে অক্টোবরের শেষের দিকে বসতঘর নির্মাণ করে দিয়েছেন। পটুয়াখালীর কুয়াকাটা রাখাইন পল্লিতে উৎসব হয়েছে। প্রতিটি ঘরই রাখাইন সম্প্রদায়ের নিজস্ব নকশায় নির্মাণ করে দেওয়া হয়েছে।
জেলা প্রশাসক মো. কামাল হোসেন বলেন, ‘ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের নিজস্ব নকশা অনুসরণ করে ৫০টি ঘর নির্মাণ করা হয়েছে। এ ছাড়া ৫টি ঘরের নির্মাণকাজ চলমান রয়েছে। এ ঘরগুলো একদিকে রাখাইনদের আবাসনের ব্যবস্থা, অপর দিকে পর্যটকদের আকর্ষণীয় কেন্দ্রবিন্দুতে পরিণত হবে।’
আজ শনিবার খ্রিষ্টীয় ইংরেজি বছরের প্রথম দিন। গেল বছর পটুয়াখালীতে ব্যাপক উন্নয়ন হয়েছে। এর মধ্যে তিনটি উন্নয়ন সবার নজর কেড়েছে। একটি হলো পটুয়াখালীবাসীর লেবুখালীর পায়রা নদীর ওপর নির্মিত পায়রা সেতু। এ ছাড়া বিদ্যুতায়ন হয়েছে দীর্ঘ বছর অন্ধকারে থাকা পটুয়াখালীর একমাত্র উপজেলা দুর্গম রাঙ্গাবালী। মূল স্রোত থেকে অনেকটা বিচ্ছিন্ন থাকা ৫৫ রাখাইন পরিবার পেয়েছে নিজস্ব নকশার ৫৫টি মুজিব শতবর্ষের ঘর। ২০২১ সালে পাল্টে গেছে সাধারণ মানুষের জীবনমান। পাল্টে যাচ্ছে পটুয়াখালী।
লেবুখালী পায়রা সেতু: পটুয়াখালী-বরিশাল মহাসড়কে নির্মিত পায়রা নদীর ওপর লেবুখালী সেতু। গেল বছরের ২৪ অক্টোবর এ সেতু যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সেতুটির উদ্বোধন করেন।
বরিশাল-পটুয়াখালী মহাসড়কের পায়রা নদীর ওপর ২০১৬ সালে সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধানে সেতু নির্মাণকাজ শুরু হয়। গেল বছরের সেপ্টেম্বরে মূল সেতুর শতভাগ নির্মাণকাজ শেষ হয়। চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান ‘লনজিয়ান রোড অ্যান্ড ব্রিজকনস্ট্রাকশন’ নির্মাণকাজ সম্পন্ন করে। ১ হাজার ৪৭০ মিটার দৈর্ঘ্য এবং ১৯ দশমিক ৭৬ মিটার প্রস্থের এই সেতুটি ক্যাব্ল দিয়ে দুই পাশে সংযুক্ত করা হয়েছে। ফলে নদীর মাঝখানে একটিমাত্র পিলার ব্যবহার করা হয়েছে। আর পিলারের নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থাও নিশ্চিত করা হয়েছে। কুয়েত ফান্ড ফর আরব ইকোনমিক ডেভেলপমেন্ট, ওপেক ফান্ড ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এবং বাংলাদেশ সরকারের যৌথ বিনিয়োগে সেতু নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ১ হাজার ৫০০ কোটি টাকা। সেতুটি যান চলাচলে খুলে দেওয়ার ফলে বরিশাল থেকে সাগরকন্যা কুয়াকাটা পর্যন্ত ফেরি বিড়ম্বনা থেকে মুক্তি পেয়েছেন পর্যটকেরা। এর ফলে ব্যবসা-বাণিজ্যেও নতুন গতি যোগ হয়েছে। পটুয়াখালী চেম্বার অব কমার্সের সভাপতি ও পৌর মেয়র মহিউদ্দিন আহমেদ বলেন, ‘পটুয়াখালীর মানুষ যে অর্থনৈতিক দিক থেকে পিছিয়েছিল, পায়রা সেতু যান চলাচলে উন্মুক্ত হওয়ায় বাণিজ্যের সম্প্রসারণ ঘটবে।’
দুর্গম রাঙ্গাবালীতে বিদ্যুৎ: ২০২১ সালেই বিদ্যুতায়ন হয়েছে দীর্ঘ বছর অন্ধকারে থাকা পটুয়াখালীর একমাত্র রাঙ্গাবালী উপজেলা। সাগর-তীরবর্তী এবং নদীবেষ্টিত হওয়ায় দুর্গম এই উপজেলা ছিল অন্ধকারে। গত ২ সেপ্টেম্বর সাবমেরিন ক্যাব্লের মাধ্যমে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয় উপজেলায়। উপজেলার ১৮ হাজার পরিবারকে বিদ্যুৎ–সংযোগ দেয় পল্লী বিদ্যুৎ সমিতি। এর আগে জেনারেটর কিংবা সোলার প্যানেল থেকে রাঙ্গাবালী উপজেলার মানুষ রাতের অন্ধকারে আলো জ্বালিয়ে আসছিল।
রাঙ্গাবালী উপজেলার চর মোন্তাজ ইউনিয়নের ব্যবসায়ী আইয়ুব খান বলেন, ‘বিদ্যুৎ–সংযোগ পাওয়ায় এখন মানুষ আয়রন, টিভি, ফ্রিজসহ ইলেকট্রিক পণ্যসামগ্রী কিনছেন। সাম্প্রতিক সময় এসব পণ্যের চাহিদা বৃদ্ধি পাওয়ায় প্রত্যন্ত এই চরেও বেশ কয়েকটি ইলেকট্রনিক পণ্যের ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে উঠেছে। ব্যবসাবাণিজ্যে নতুন গতি ফিরেছে রাঙ্গাবালীতে।’
স্বল্প সময়ের ব্যবধানে পুরো উপজেলার প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছানো হবে বলে জানান পটুয়াখালী পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার শাহ্ মো. রাজ্জাকুর রহমান।
কুয়াকাটায় রাখাইন নৃগোষ্ঠীর ৫৫টি ঘর: জীবনমানের বিচারে মূল স্রোত থেকে অনেকটাই পিছিয়ে ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোকজন। পিছিয়ে থাকা রাখাইন নৃগোষ্ঠীর ৫৫ পরিবারকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুজিব শতবর্ষের বিশেষ উদ্যোগের মাধ্যমে অক্টোবরের শেষের দিকে বসতঘর নির্মাণ করে দিয়েছেন। পটুয়াখালীর কুয়াকাটা রাখাইন পল্লিতে উৎসব হয়েছে। প্রতিটি ঘরই রাখাইন সম্প্রদায়ের নিজস্ব নকশায় নির্মাণ করে দেওয়া হয়েছে।
জেলা প্রশাসক মো. কামাল হোসেন বলেন, ‘ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের নিজস্ব নকশা অনুসরণ করে ৫০টি ঘর নির্মাণ করা হয়েছে। এ ছাড়া ৫টি ঘরের নির্মাণকাজ চলমান রয়েছে। এ ঘরগুলো একদিকে রাখাইনদের আবাসনের ব্যবস্থা, অপর দিকে পর্যটকদের আকর্ষণীয় কেন্দ্রবিন্দুতে পরিণত হবে।’
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৬ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৬ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৬ দিন আগে