বিনোদন ডেস্ক
‘ধাড়াক’ দিয়ে ২০১৮ সালে অভিনয়ে অভিষেক হয় জাহ্নবী কাপুরের। বলিউডে ১০টি সিনেমায় অভিনয়ের পর তিনি পা রাখলেন তেলুগু সিনেমায়। ‘দেভারা: পার্ট ১’ দিয়ে দক্ষিণি সিনেমায় অভিষেক হচ্ছে জাহ্নবীর। এতে তিনি এনটিআর জুনিয়রের নায়িকা। ২৭ সেপ্টেম্বর মুক্তি পাবে দেভারা। এরই মধ্যে এসেছে সিনেমার ট্রেলার ও তিনটি গান। প্রতিটিতে প্রশংসিত হয়েছে জাহ্নবীর উপস্থিতি। সম্প্রতি এক সাক্ষাৎকারে তাঁর প্রশংসায় সরব হলেন এনটিআর জুনিয়রও।
দেভারার মুক্তি উপলক্ষে একটি চ্যাট শোর আয়োজন করা হয়। সন্দীপ রেড্ডি ভাঙার উপস্থাপনায় এ শোয়ে হাজির ছিলেন এনটিআর জুনিয়র, সাইফ আলী খান, জাহ্নবী ও নির্মাতা করতালা শিবা। এতে জাহ্নবীর তেলুগু ভাষায় দক্ষতা ও তাঁর অভিনয়ের প্রশংসায় সরব হয়েছেন এনটিআর। উপস্থাপক ভাঙা দেভারায় অভিনয়ের অভিজ্ঞতা জানতে চান জাহ্নবীর কাছে। অভিনেত্রী উত্তর দেওয়ার আগেই তাঁর কথা কেড়ে নিয়ে এনটিআর বলেন, ‘জাহ্নবীকে দেখে আমি নিজেই চমকে গেছি। এ মেয়েটা মুম্বাই থেকে এসেছে। অথচ কী চমৎকার তেলুগু সংলাপ বলতে পারে, কীভাবে শিখল সে! যদিও তার শিকড় দক্ষিণ ভারতে, অল্প অল্প তেলুগু পারে, এটুকু জানতাম। কিন্তু তার সাবলীল সংলাপ বলার দক্ষতা আমাকে সত্যিই অবাক করেছে।’
এনটিআরের মুখে এমন কথা শুনে অবাক হন জাহ্নবীও। হাসতে হাসতে তিনি বলেন, ‘দিনটাই ভালো হয়ে গেল আমার। সব চিন্তা দূর হয়ে গেল।’
জাহ্নবী সম্পর্কে এনটিআরের এ বক্তব্য কতটা সত্যি, সেটা বোঝা যাবে সিনেমা মুক্তির পর। তবে সম্প্রতি প্রকাশ পাওয়া ‘দাভুদি’ ও ‘পতথাভিকম’ গানে তাঁর পারফরম্যান্সে মুগ্ধ হয়েছেন সবাই। সে জায়গা থেকেই অনেকের অনুমান, দেভারা মুক্তির পর সর্বভারতীয় স্তরে সাড়া ফেলবেন জাহ্নবী। এ সিনেমায় দেখানো হয়েছে একটি উপকূলীয় অঞ্চলের গল্প।
ওই অঞ্চলের মানুষের জীবন রক্ষায় এগিয়ে আসে দেভারা। তার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয় তারই ভাই ভৈরা। একপর্যায়ে দেভারা মানুষের জানমাল রক্ষায় দায়িত্ব দেয় তার সহজসরল ছেলে ভারাদার কাছে। নেতিবাচক চরিত্রটিতে অভিনয় করেছেন সাইফ আলী খান। আর জাহ্নবীকে দেখা যাবে থাঙ্গাম নামের চরিত্রে।
‘ধাড়াক’ দিয়ে ২০১৮ সালে অভিনয়ে অভিষেক হয় জাহ্নবী কাপুরের। বলিউডে ১০টি সিনেমায় অভিনয়ের পর তিনি পা রাখলেন তেলুগু সিনেমায়। ‘দেভারা: পার্ট ১’ দিয়ে দক্ষিণি সিনেমায় অভিষেক হচ্ছে জাহ্নবীর। এতে তিনি এনটিআর জুনিয়রের নায়িকা। ২৭ সেপ্টেম্বর মুক্তি পাবে দেভারা। এরই মধ্যে এসেছে সিনেমার ট্রেলার ও তিনটি গান। প্রতিটিতে প্রশংসিত হয়েছে জাহ্নবীর উপস্থিতি। সম্প্রতি এক সাক্ষাৎকারে তাঁর প্রশংসায় সরব হলেন এনটিআর জুনিয়রও।
দেভারার মুক্তি উপলক্ষে একটি চ্যাট শোর আয়োজন করা হয়। সন্দীপ রেড্ডি ভাঙার উপস্থাপনায় এ শোয়ে হাজির ছিলেন এনটিআর জুনিয়র, সাইফ আলী খান, জাহ্নবী ও নির্মাতা করতালা শিবা। এতে জাহ্নবীর তেলুগু ভাষায় দক্ষতা ও তাঁর অভিনয়ের প্রশংসায় সরব হয়েছেন এনটিআর। উপস্থাপক ভাঙা দেভারায় অভিনয়ের অভিজ্ঞতা জানতে চান জাহ্নবীর কাছে। অভিনেত্রী উত্তর দেওয়ার আগেই তাঁর কথা কেড়ে নিয়ে এনটিআর বলেন, ‘জাহ্নবীকে দেখে আমি নিজেই চমকে গেছি। এ মেয়েটা মুম্বাই থেকে এসেছে। অথচ কী চমৎকার তেলুগু সংলাপ বলতে পারে, কীভাবে শিখল সে! যদিও তার শিকড় দক্ষিণ ভারতে, অল্প অল্প তেলুগু পারে, এটুকু জানতাম। কিন্তু তার সাবলীল সংলাপ বলার দক্ষতা আমাকে সত্যিই অবাক করেছে।’
এনটিআরের মুখে এমন কথা শুনে অবাক হন জাহ্নবীও। হাসতে হাসতে তিনি বলেন, ‘দিনটাই ভালো হয়ে গেল আমার। সব চিন্তা দূর হয়ে গেল।’
জাহ্নবী সম্পর্কে এনটিআরের এ বক্তব্য কতটা সত্যি, সেটা বোঝা যাবে সিনেমা মুক্তির পর। তবে সম্প্রতি প্রকাশ পাওয়া ‘দাভুদি’ ও ‘পতথাভিকম’ গানে তাঁর পারফরম্যান্সে মুগ্ধ হয়েছেন সবাই। সে জায়গা থেকেই অনেকের অনুমান, দেভারা মুক্তির পর সর্বভারতীয় স্তরে সাড়া ফেলবেন জাহ্নবী। এ সিনেমায় দেখানো হয়েছে একটি উপকূলীয় অঞ্চলের গল্প।
ওই অঞ্চলের মানুষের জীবন রক্ষায় এগিয়ে আসে দেভারা। তার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয় তারই ভাই ভৈরা। একপর্যায়ে দেভারা মানুষের জানমাল রক্ষায় দায়িত্ব দেয় তার সহজসরল ছেলে ভারাদার কাছে। নেতিবাচক চরিত্রটিতে অভিনয় করেছেন সাইফ আলী খান। আর জাহ্নবীকে দেখা যাবে থাঙ্গাম নামের চরিত্রে।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
৩ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪