সাইফুল মাসুম, ঢাকা
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সদ্য সাবেক মেয়র আতিকুল ইসলাম ‘মেয়রের ঐচ্ছিক তহবিল’ থেকে পাঁচ অর্থবছরে ব্যয় করেছেন ৩৭ কোটি টাকার বেশি। এর মধ্যে দেড় কোটির কিছু বেশি টাকার হিসাব দিয়েছে ডিএনসিসির সমাজকল্যাণ ও বস্তি উন্নয়ন বিভাগ। বাকি সাড়ে ৩৫ কোটি টাকার হিসাবই গোপন রাখা হয়েছে। যে দেড় কোটির হিসাব প্রকাশ করা হয়েছে, সেখানেই দেখা গেছে, সহকারী একান্ত সচিব ফরিদ উদ্দিনের সংগঠনকে তিনি দুই দফায় অনুদান দিয়েছেন। এমনকি এই তহবিল থেকে অনুদান পেয়েছে খাল দখলকারীও।
বিশেষজ্ঞরা বলছেন, জনগণের টাকায় সিটি করপোরেশন চলে। মেয়রের ঐচ্ছিক তহবিল নামে হলেও সেই তহবিল জনগণের টাকায়ই গড়ে উঠেছে। কাজেই ঐচ্ছিক তহবিলসহ সিটি করপোরেশনের প্রতিটা ব্যয়ের হিসাবে স্বচ্ছতা থাকা জরুরি। জনগণের টাকা কে কোন উদ্দেশ্যে পেয়েছেন, তা জানা প্রয়োজন।
সিটি করপোরেশন সূত্র বলেছে, মেয়র আতিক ঐচ্ছিক তহবিল থেকে পাঁচ অর্থবছরে মোট ব্যয় করেছেন প্রায় ৩৭ কোটি ১৬ লাখ টাকা। এর মধ্যে ডিএনসিসির সমাজকল্যাণ ও বস্তি উন্নয়ন বিভাগ হিসাব দিয়েছে ১ কোটি ৬০ লাখ ৬৫ হাজার টাকার। বাকি ৩৫ কোটি ৫৬ লাখ টাকার হিসাব গোপন রাখা হয়েছে। এ ব্যাপারে প্রধান সমাজকল্যাণ ও বস্তি উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মামুন-উল-হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘মেয়রের নির্দেশে বাকি টাকা বিভিন্ন ব্যক্তিকে দেওয়া হয়েছে। তথ্য অধিকার আইন অনুযায়ী ব্যক্তির গোপনীয়তা রক্ষায় এই তথ্য আমরা দিতে পারব না।’
জানা গেছে, মেয়র আতিক ঐচ্ছিক তহবিল থেকে সবচেয়ে বেশি অর্থ ব্যয় করেছেন ২০২৩-২৪ অর্থবছরে—৮ কোটি ৯১ লাখের বেশি টাকা। ২০২২-২৩ অর্থবছরে ব্যয় করেছেন ৮ কোটি ২৪ লাখের বেশি টাকা। ২০২১-২২ অর্থবছরে ব্যয় করেছেন ৭ কোটি ১৬ লাখ টাকা। ২০২০-২১ অর্থবছরে খরচ করেছেন ৭ কোটি ৬২ লাখ টাকা। ২০১৯-২০ অর্থবছরে তিনি তুলনামূলক কম ব্যয় করেছেন, ৫ কোটি ২১ লাখ টাকা।
জানতে চাইলে অন্তর্বর্তী সরকারের দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধান ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, মেয়রের ঐচ্ছিক তহবিল থাকতেই পারে। তবে এই তহবিলের অর্থ ব্যয়ে সুনির্দিষ্ট নীতিমালা থাকা উচিত। নীতিমালা না থাকলে এটা উদ্দেশ্যমূলকভাবে ব্যয়ের সুযোগ তৈরি হবে। ঐচ্ছিক তহবিলের বড় অংশের হিসাব গোপন রাখার বিষয়ে তিনি বলেন, ‘সিটি কর্তৃপক্ষ কোন কারণে এই তথ্য গোপন রাখতে চাইছে? এটা জনগণের টাকা, কে কোন উদ্দেশ্যে পেয়েছে, তা জানা জরুরি। তথ্য না দেওয়ার মধ্যে সন্দেহজনক বিষয় রয়েছে।’
একান্ত সচিব, খাল দখলকারীকে অনুদান
মেয়রের ঐচ্ছিক তহবিল থেকে অনুদান পাওয়া একটি সংগঠন ‘বিডি ক্লিন’। এর প্রতিষ্ঠাতা ফরিদ উদ্দিন মেয়র আতিকের সহকারী একান্ত সচিব ছিলেন। সংগঠনটিকে দুই ধাপে মোট সাড়ে ১২ লাখ টাকা অনুদান দিয়েছেন সাবেক এই মেয়র।
ডিএনসিসি মেয়রের ঐচ্ছিক তহবিল থেকে ১ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ের যে হিসাব পাওয়া গেছে, সে তালিকায় রয়েছে বিডি ক্লিনের নাম। এই তালিকার আরেক প্রতিষ্ঠান গানের স্কুল ‘সুরের ধারা’ গড়ে উঠেছে রাজধানীর মোহাম্মদপুরের সাতমসজিদ হাউজিং-সংলগ্ন রামচন্দ্রপুর খাল ভরাট করে। এর প্রতিষ্ঠাতা রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। সিএস দাগ অনুসারে স্কুলটির দখল করা জায়গাটিতে প্রবহমান খাল ছিল। গত জানুয়ারি এই স্কুলকে ঐচ্ছিক তহবিল থেকে ১০ লাখ টাকা অনুদান দেন মেয়র আতিক।
অথচ রাজধানীর বেদখল হওয়া খালগুলোর মধ্যে উত্তর সিটিতে পড়া খাল উদ্ধারে বেশ তৎপরতা দেখিয়েছিলেন মেয়র আতিক। এমনকি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের তিন মাস আগে গত ১৩ মে ডিএনসিসির নগর ভবনে সংবাদ সম্মেলনে তিনি ঘোষণা দিয়েছিলেন, পরবর্তী এক বছর অবৈধভাবে দখল হওয়া খাল পুনরুদ্ধারে মনোযোগ বাড়াবেন তিনি।
জানতে চাইলে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মীর খায়রুল আলম আজকের পত্রিকাকে বলেন, এটা ঐচ্ছিক তহবিল। এখান থেকে অনুদান তাঁর (মেয়র) নিজস্ব সিদ্ধান্ত। যিনি দিয়েছেন, তিনিই ভালো বলতে পারবেন। ঐচ্ছিক তহবিলের ব্যয়ের বড় অংশ গোপন রাখার বিষয়ে সিইও বলেন, ‘এটা আমরা খতিয়ে দেখব।’
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সদ্য সাবেক মেয়র আতিকুল ইসলাম ‘মেয়রের ঐচ্ছিক তহবিল’ থেকে পাঁচ অর্থবছরে ব্যয় করেছেন ৩৭ কোটি টাকার বেশি। এর মধ্যে দেড় কোটির কিছু বেশি টাকার হিসাব দিয়েছে ডিএনসিসির সমাজকল্যাণ ও বস্তি উন্নয়ন বিভাগ। বাকি সাড়ে ৩৫ কোটি টাকার হিসাবই গোপন রাখা হয়েছে। যে দেড় কোটির হিসাব প্রকাশ করা হয়েছে, সেখানেই দেখা গেছে, সহকারী একান্ত সচিব ফরিদ উদ্দিনের সংগঠনকে তিনি দুই দফায় অনুদান দিয়েছেন। এমনকি এই তহবিল থেকে অনুদান পেয়েছে খাল দখলকারীও।
বিশেষজ্ঞরা বলছেন, জনগণের টাকায় সিটি করপোরেশন চলে। মেয়রের ঐচ্ছিক তহবিল নামে হলেও সেই তহবিল জনগণের টাকায়ই গড়ে উঠেছে। কাজেই ঐচ্ছিক তহবিলসহ সিটি করপোরেশনের প্রতিটা ব্যয়ের হিসাবে স্বচ্ছতা থাকা জরুরি। জনগণের টাকা কে কোন উদ্দেশ্যে পেয়েছেন, তা জানা প্রয়োজন।
সিটি করপোরেশন সূত্র বলেছে, মেয়র আতিক ঐচ্ছিক তহবিল থেকে পাঁচ অর্থবছরে মোট ব্যয় করেছেন প্রায় ৩৭ কোটি ১৬ লাখ টাকা। এর মধ্যে ডিএনসিসির সমাজকল্যাণ ও বস্তি উন্নয়ন বিভাগ হিসাব দিয়েছে ১ কোটি ৬০ লাখ ৬৫ হাজার টাকার। বাকি ৩৫ কোটি ৫৬ লাখ টাকার হিসাব গোপন রাখা হয়েছে। এ ব্যাপারে প্রধান সমাজকল্যাণ ও বস্তি উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মামুন-উল-হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘মেয়রের নির্দেশে বাকি টাকা বিভিন্ন ব্যক্তিকে দেওয়া হয়েছে। তথ্য অধিকার আইন অনুযায়ী ব্যক্তির গোপনীয়তা রক্ষায় এই তথ্য আমরা দিতে পারব না।’
জানা গেছে, মেয়র আতিক ঐচ্ছিক তহবিল থেকে সবচেয়ে বেশি অর্থ ব্যয় করেছেন ২০২৩-২৪ অর্থবছরে—৮ কোটি ৯১ লাখের বেশি টাকা। ২০২২-২৩ অর্থবছরে ব্যয় করেছেন ৮ কোটি ২৪ লাখের বেশি টাকা। ২০২১-২২ অর্থবছরে ব্যয় করেছেন ৭ কোটি ১৬ লাখ টাকা। ২০২০-২১ অর্থবছরে খরচ করেছেন ৭ কোটি ৬২ লাখ টাকা। ২০১৯-২০ অর্থবছরে তিনি তুলনামূলক কম ব্যয় করেছেন, ৫ কোটি ২১ লাখ টাকা।
জানতে চাইলে অন্তর্বর্তী সরকারের দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধান ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, মেয়রের ঐচ্ছিক তহবিল থাকতেই পারে। তবে এই তহবিলের অর্থ ব্যয়ে সুনির্দিষ্ট নীতিমালা থাকা উচিত। নীতিমালা না থাকলে এটা উদ্দেশ্যমূলকভাবে ব্যয়ের সুযোগ তৈরি হবে। ঐচ্ছিক তহবিলের বড় অংশের হিসাব গোপন রাখার বিষয়ে তিনি বলেন, ‘সিটি কর্তৃপক্ষ কোন কারণে এই তথ্য গোপন রাখতে চাইছে? এটা জনগণের টাকা, কে কোন উদ্দেশ্যে পেয়েছে, তা জানা জরুরি। তথ্য না দেওয়ার মধ্যে সন্দেহজনক বিষয় রয়েছে।’
একান্ত সচিব, খাল দখলকারীকে অনুদান
মেয়রের ঐচ্ছিক তহবিল থেকে অনুদান পাওয়া একটি সংগঠন ‘বিডি ক্লিন’। এর প্রতিষ্ঠাতা ফরিদ উদ্দিন মেয়র আতিকের সহকারী একান্ত সচিব ছিলেন। সংগঠনটিকে দুই ধাপে মোট সাড়ে ১২ লাখ টাকা অনুদান দিয়েছেন সাবেক এই মেয়র।
ডিএনসিসি মেয়রের ঐচ্ছিক তহবিল থেকে ১ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ের যে হিসাব পাওয়া গেছে, সে তালিকায় রয়েছে বিডি ক্লিনের নাম। এই তালিকার আরেক প্রতিষ্ঠান গানের স্কুল ‘সুরের ধারা’ গড়ে উঠেছে রাজধানীর মোহাম্মদপুরের সাতমসজিদ হাউজিং-সংলগ্ন রামচন্দ্রপুর খাল ভরাট করে। এর প্রতিষ্ঠাতা রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। সিএস দাগ অনুসারে স্কুলটির দখল করা জায়গাটিতে প্রবহমান খাল ছিল। গত জানুয়ারি এই স্কুলকে ঐচ্ছিক তহবিল থেকে ১০ লাখ টাকা অনুদান দেন মেয়র আতিক।
অথচ রাজধানীর বেদখল হওয়া খালগুলোর মধ্যে উত্তর সিটিতে পড়া খাল উদ্ধারে বেশ তৎপরতা দেখিয়েছিলেন মেয়র আতিক। এমনকি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের তিন মাস আগে গত ১৩ মে ডিএনসিসির নগর ভবনে সংবাদ সম্মেলনে তিনি ঘোষণা দিয়েছিলেন, পরবর্তী এক বছর অবৈধভাবে দখল হওয়া খাল পুনরুদ্ধারে মনোযোগ বাড়াবেন তিনি।
জানতে চাইলে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মীর খায়রুল আলম আজকের পত্রিকাকে বলেন, এটা ঐচ্ছিক তহবিল। এখান থেকে অনুদান তাঁর (মেয়র) নিজস্ব সিদ্ধান্ত। যিনি দিয়েছেন, তিনিই ভালো বলতে পারবেন। ঐচ্ছিক তহবিলের ব্যয়ের বড় অংশ গোপন রাখার বিষয়ে সিইও বলেন, ‘এটা আমরা খতিয়ে দেখব।’
পর্দার নায়িকারা নিজেদের বয়স আড়ালে রাখা পছন্দ করেন। এ ক্ষেত্রে ব্যতিক্রম আজমেরী হক বাঁধন। প্রতিবছর নিজের জন্মদিনে জানান দেন তাঁর বয়স। গতকাল ছিল বাঁধনের ৪১তম জন্মদিন। সোশ্যাল মিডিয়ায় নিজেই জানালেন এই তথ্য।
২ দিন আগে১০ বছরের বেশি সময় ধরে শোবিজে কাজ করছেন অভিনেত্রী শবনম ফারিয়া। নাটকের পাশাপাশি ওটিটিতে দেখা গেছে তাঁকে। সরকারি অনুদানের ‘দেবী’ নামের একটি সিনেমায়ও অভিনয় করেছেন। প্রশংসিত হলেও সিনেমায় আর দেখা মেলেনি তাঁর। ছোট পর্দাতেও অনেক দিন ধরে অনিয়মিত তিনি। এবার শবনম ফারিয়া হাজির হচ্ছেন নতুন পরিচয়ে। কমেডি রিয়েলিটি
২ দিন আগেআমাদের লোকসংস্কৃতির অন্যতম ঐতিহ্য যাত্রাপালা। গণমানুষের সংস্কৃতি হিসেবে বিবেচিত এই যাত্রাপালা নিয়ে শিল্পকলা একাডেমি আয়োজন করছে ‘যাত্রা উৎসব-২০২৪’। আগামী ১ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চে শুরু হবে ৭ দিনব্যাপী এই উৎসব।
২ দিন আগে‘বঙ্গবন্ধু’ পদবি বিলীন হবে না। হতে পারে না। যেমনটি ‘দেশবন্ধু’ চিত্তরঞ্জন দাশের পদবি বিলীন হয়নি। ইতিহাসে এসব পদবি অম্লান ও অক্ষয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যক্তিত্ব ছিল অনন্যসাধারণ। আপনজনকে তো অবশ্যই, শত্রুপক্ষের লোকেরাও ব্যক্তিগত পর্যায়ে তাঁর প্রতি আকৃষ্ট হতেন। পাকিস্তানি সেনাবাহিনীর উচ্চপদের
২ দিন আগে