মুফতি খালিদ কাসেমি
ইসলামে গয়না পরার ক্ষেত্রে বিধিবিধান রয়েছে, যা নারী-পুরুষ সবার মেনে চলা আবশ্যক। পুরুষের জন্য সোনার তৈরি সব ধরনের গয়না পরা হারাম। রাসুল (সা.) বলেন, ‘রেশমের পোশাক ও স্বর্ণ আমার উম্মতের পুরুষদের জন্য অবৈধ করা হয়েছে। আর নারীদের জন্য তা বৈধ করা হয়েছে।’ (তিরমিজি)
পুরুষের জন্য রুপার তৈরি সব ধরনের গয়না পরাও নাজায়েজ। শুধু রুপার আংটি ব্যবহারের অনুমতিই রয়েছে। তবে আংটিতে ব্যবহৃত রুপার পরিমাণ যেন ৪ দশমিক ৩৭৪ গ্রামের কম হয়—বিষয়টি লক্ষ রাখতে হবে।
বুরায়দা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন এক ব্যক্তি পিতলের আংটি পরে নবী (সা.)-এর কাছে এলেন। তিনি তাঁকে বললেন, ‘ব্যাপার কী, আমি তোমার থেকে মূর্তির গন্ধ পাচ্ছি কেন?’ এ কথা শুনে সেই ব্যক্তি তা খুলে ফেলে দিল। এরপর সে ব্যক্তি একটি লোহার আংটি পরে এল। তিনি তাঁকে বললেন, ‘আমি তোমাকে জাহান্নামিদের গয়না পরা অবস্থায় দেখছি।’ তখন সেই ব্যক্তি তা খুলে ফেলে দিলেন। এবং বলল, ‘হে আল্লাহর রাসুল, আমি কী ধরনের আংটি ব্যবহার করব?’ তিনি বললেন, এক মিসকাল তথা ৪ দশমিক ৩৭৪ গ্রাম ওজনের কম রুপার তৈরি আংটি ব্যবহার করো।’ (মিশকাত)
হাদিসের আলোকে বোঝা গেল, পুরুষের জন্য রুপার আংটি ব্যবহার করা বৈধ। আর সোনা, লোহা এবং পিতলের আংটি পুরুষের জন্য নাজায়েজ। (রদ্দুল মুহতার) তবে লোহা, তামা ইত্যাদির ওপর যদি রুপার প্রলেপ থাকে তাহলে পুরুষেরা সেই আংটি পরতে পারবে। (ফাতাওয়া খানিয়া)
নারীদের জন্য সোনা, রুপা, লোহা, স্টিল, তামা, প্লাস্টিক, কাচ ইত্যাদি সব ধরনের ধাতব গয়না ব্যবহার করা বৈধ। তবে আংটির ক্ষেত্রে বিধান হলো, অন্য ধাতুর আংটি নারীদের জন্যও অবৈধ। কারণ এ ব্যাপারে হাদিসে নিষেধ এসেছে। (বাদায়েউস সানায়ে)
মুফতি খালিদ কাসেমি, শিক্ষক ও ইসলামবিষয়ক গবেষক
ইসলামে গয়না পরার ক্ষেত্রে বিধিবিধান রয়েছে, যা নারী-পুরুষ সবার মেনে চলা আবশ্যক। পুরুষের জন্য সোনার তৈরি সব ধরনের গয়না পরা হারাম। রাসুল (সা.) বলেন, ‘রেশমের পোশাক ও স্বর্ণ আমার উম্মতের পুরুষদের জন্য অবৈধ করা হয়েছে। আর নারীদের জন্য তা বৈধ করা হয়েছে।’ (তিরমিজি)
পুরুষের জন্য রুপার তৈরি সব ধরনের গয়না পরাও নাজায়েজ। শুধু রুপার আংটি ব্যবহারের অনুমতিই রয়েছে। তবে আংটিতে ব্যবহৃত রুপার পরিমাণ যেন ৪ দশমিক ৩৭৪ গ্রামের কম হয়—বিষয়টি লক্ষ রাখতে হবে।
বুরায়দা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন এক ব্যক্তি পিতলের আংটি পরে নবী (সা.)-এর কাছে এলেন। তিনি তাঁকে বললেন, ‘ব্যাপার কী, আমি তোমার থেকে মূর্তির গন্ধ পাচ্ছি কেন?’ এ কথা শুনে সেই ব্যক্তি তা খুলে ফেলে দিল। এরপর সে ব্যক্তি একটি লোহার আংটি পরে এল। তিনি তাঁকে বললেন, ‘আমি তোমাকে জাহান্নামিদের গয়না পরা অবস্থায় দেখছি।’ তখন সেই ব্যক্তি তা খুলে ফেলে দিলেন। এবং বলল, ‘হে আল্লাহর রাসুল, আমি কী ধরনের আংটি ব্যবহার করব?’ তিনি বললেন, এক মিসকাল তথা ৪ দশমিক ৩৭৪ গ্রাম ওজনের কম রুপার তৈরি আংটি ব্যবহার করো।’ (মিশকাত)
হাদিসের আলোকে বোঝা গেল, পুরুষের জন্য রুপার আংটি ব্যবহার করা বৈধ। আর সোনা, লোহা এবং পিতলের আংটি পুরুষের জন্য নাজায়েজ। (রদ্দুল মুহতার) তবে লোহা, তামা ইত্যাদির ওপর যদি রুপার প্রলেপ থাকে তাহলে পুরুষেরা সেই আংটি পরতে পারবে। (ফাতাওয়া খানিয়া)
নারীদের জন্য সোনা, রুপা, লোহা, স্টিল, তামা, প্লাস্টিক, কাচ ইত্যাদি সব ধরনের ধাতব গয়না ব্যবহার করা বৈধ। তবে আংটির ক্ষেত্রে বিধান হলো, অন্য ধাতুর আংটি নারীদের জন্যও অবৈধ। কারণ এ ব্যাপারে হাদিসে নিষেধ এসেছে। (বাদায়েউস সানায়ে)
মুফতি খালিদ কাসেমি, শিক্ষক ও ইসলামবিষয়ক গবেষক
পর্দার নায়িকারা নিজেদের বয়স আড়ালে রাখা পছন্দ করেন। এ ক্ষেত্রে ব্যতিক্রম আজমেরী হক বাঁধন। প্রতিবছর নিজের জন্মদিনে জানান দেন তাঁর বয়স। গতকাল ছিল বাঁধনের ৪১তম জন্মদিন। সোশ্যাল মিডিয়ায় নিজেই জানালেন এই তথ্য।
২ দিন আগে১০ বছরের বেশি সময় ধরে শোবিজে কাজ করছেন অভিনেত্রী শবনম ফারিয়া। নাটকের পাশাপাশি ওটিটিতে দেখা গেছে তাঁকে। সরকারি অনুদানের ‘দেবী’ নামের একটি সিনেমায়ও অভিনয় করেছেন। প্রশংসিত হলেও সিনেমায় আর দেখা মেলেনি তাঁর। ছোট পর্দাতেও অনেক দিন ধরে অনিয়মিত তিনি। এবার শবনম ফারিয়া হাজির হচ্ছেন নতুন পরিচয়ে। কমেডি রিয়েলিটি
২ দিন আগেআমাদের লোকসংস্কৃতির অন্যতম ঐতিহ্য যাত্রাপালা। গণমানুষের সংস্কৃতি হিসেবে বিবেচিত এই যাত্রাপালা নিয়ে শিল্পকলা একাডেমি আয়োজন করছে ‘যাত্রা উৎসব-২০২৪’। আগামী ১ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চে শুরু হবে ৭ দিনব্যাপী এই উৎসব।
২ দিন আগে‘বঙ্গবন্ধু’ পদবি বিলীন হবে না। হতে পারে না। যেমনটি ‘দেশবন্ধু’ চিত্তরঞ্জন দাশের পদবি বিলীন হয়নি। ইতিহাসে এসব পদবি অম্লান ও অক্ষয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যক্তিত্ব ছিল অনন্যসাধারণ। আপনজনকে তো অবশ্যই, শত্রুপক্ষের লোকেরাও ব্যক্তিগত পর্যায়ে তাঁর প্রতি আকৃষ্ট হতেন। পাকিস্তানি সেনাবাহিনীর উচ্চপদের
২ দিন আগে