আমতলী (বরগুনা) প্রতিনিধি
বরগুনার আমতলীতে বীর মুক্তিযোদ্ধার সন্তানদের মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে। আমতলী শহরের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আফাজ উদ্দিন বিশ্বাসের মেয়ে ফারহানা ইয়াসমিন রোজিকে প্রধান আসামি এবং দুই ছেলে জিয়া উদ্দিন সিদ্দিকি ও রবিন সিদ্দিকিকে জড়িয়ে আমতলী থানায় ওই মামলা করা হয়েছে।
জানা গেছে, ১৯৫০ সালে মুক্তিযোদ্ধা আফাজ উদ্দিন বিশ্বাসের স্ত্রী কোহিনুর বেগমকে তাঁর বাবা মরহুম জিন্নাত আলী তালুকদার আমতলী শহরের পুরাতন বাজার এলাকায় ৮ শতাংশ জমি লিখে দিয়ে যান। ওই জমিতে বাড়ি নির্মাণ করে ৭০ বছর ধরে বীর মুক্তিযোদ্ধা আফাজ উদ্দিন বিশ্বাসের পরিবার বসবাস করে আসছে। গত ২০১৭ সালে ওই বাড়ির সামনের অংশ স্থানীয় প্রভাবশালী আল রাশেদিন রোমান তালুকদার ও ওয়ালী উল্লাহ রাজন তালুকদার তাঁদের দাবি করে দখল করে নেন। পাঁচ বছর ধরে ওই জমি তাঁরা দখল করে আছেন। জমি উদ্ধারে ফারহানা রোজি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বরগুনা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে অভিযোগ দেন। কিন্তু গত পাঁচ বছরে কোনো প্রতিকার পাননি অভিযোগকারী রোজি বিশ্বাস। গত সোমবার রাতে ওয়ালী উল্লাহ রাজন তালুকদার বাদী হয়ে মুক্তিযোদ্ধার সন্তানদের হয়রানি করতে ফারহানা ইয়াসমিন রোজিকে প্রধান আসামি করে আমতলী থানায় মিথ্যা মামলা করেন—এমন দাবি পরিবারের সদস্যদের। ওই মামলার ভয়ে মুক্তিযোদ্ধা পরিবারের লোকজন পালিয়ে বেড়াচ্ছেন।
এদিকে এ ঘটনা সরেজমিনে তদন্তে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম আব্দুল্লাহ বিন রশিদ ২৩ ডিসেম্বর দিন ধার্য করে নোটিশ দেন। কিন্তু রাজন তালুকদার ইউএনওর নোটিশ উপেক্ষা করে মামলা করেন।
বীর মুক্তিযোদ্ধা আফাজ উদ্দিন বিশ্বাসের মেয়ে ফারহানা ইয়াসমিন রোজি বলেন, ‘আমার মা কোহিনুর বেগমকে নানার দেওয়া ৮ শতাংশ জমিতে ৭০ বছর ধরে বসবাস করে আসছি। ওই বাড়ির জমি আল রাশেদিন রোমান তালুকদার ও ওয়ালী উল্লাহ রাজন তালুকদার দখল করে নিয়েছেন। তাঁরা জোরপূর্বক জমি দখল করে আমাদের চলাচলের পথ বন্ধ করে দিয়েছেন। আমাদের জমি থেকে বিতাড়িত করতে মিথ্যা মামলা করেছেন।’
মামলার বাদী ওয়ালী উল্লাহ রাজন তালুকদার হয়রানির কথা অস্বীকার করে বলেন, ‘আমার জমির ওপরে নির্মিত ঘর ভাঙচুর করে মালামাল চুরি করে নিয়েছেন। তাই তাঁদের বিরুদ্ধে মামলা করেছি।’
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুর রহমান বলেন, ‘এ বিষয়ে থানায় মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
বরগুনার আমতলীতে বীর মুক্তিযোদ্ধার সন্তানদের মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে। আমতলী শহরের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আফাজ উদ্দিন বিশ্বাসের মেয়ে ফারহানা ইয়াসমিন রোজিকে প্রধান আসামি এবং দুই ছেলে জিয়া উদ্দিন সিদ্দিকি ও রবিন সিদ্দিকিকে জড়িয়ে আমতলী থানায় ওই মামলা করা হয়েছে।
জানা গেছে, ১৯৫০ সালে মুক্তিযোদ্ধা আফাজ উদ্দিন বিশ্বাসের স্ত্রী কোহিনুর বেগমকে তাঁর বাবা মরহুম জিন্নাত আলী তালুকদার আমতলী শহরের পুরাতন বাজার এলাকায় ৮ শতাংশ জমি লিখে দিয়ে যান। ওই জমিতে বাড়ি নির্মাণ করে ৭০ বছর ধরে বীর মুক্তিযোদ্ধা আফাজ উদ্দিন বিশ্বাসের পরিবার বসবাস করে আসছে। গত ২০১৭ সালে ওই বাড়ির সামনের অংশ স্থানীয় প্রভাবশালী আল রাশেদিন রোমান তালুকদার ও ওয়ালী উল্লাহ রাজন তালুকদার তাঁদের দাবি করে দখল করে নেন। পাঁচ বছর ধরে ওই জমি তাঁরা দখল করে আছেন। জমি উদ্ধারে ফারহানা রোজি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বরগুনা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে অভিযোগ দেন। কিন্তু গত পাঁচ বছরে কোনো প্রতিকার পাননি অভিযোগকারী রোজি বিশ্বাস। গত সোমবার রাতে ওয়ালী উল্লাহ রাজন তালুকদার বাদী হয়ে মুক্তিযোদ্ধার সন্তানদের হয়রানি করতে ফারহানা ইয়াসমিন রোজিকে প্রধান আসামি করে আমতলী থানায় মিথ্যা মামলা করেন—এমন দাবি পরিবারের সদস্যদের। ওই মামলার ভয়ে মুক্তিযোদ্ধা পরিবারের লোকজন পালিয়ে বেড়াচ্ছেন।
এদিকে এ ঘটনা সরেজমিনে তদন্তে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম আব্দুল্লাহ বিন রশিদ ২৩ ডিসেম্বর দিন ধার্য করে নোটিশ দেন। কিন্তু রাজন তালুকদার ইউএনওর নোটিশ উপেক্ষা করে মামলা করেন।
বীর মুক্তিযোদ্ধা আফাজ উদ্দিন বিশ্বাসের মেয়ে ফারহানা ইয়াসমিন রোজি বলেন, ‘আমার মা কোহিনুর বেগমকে নানার দেওয়া ৮ শতাংশ জমিতে ৭০ বছর ধরে বসবাস করে আসছি। ওই বাড়ির জমি আল রাশেদিন রোমান তালুকদার ও ওয়ালী উল্লাহ রাজন তালুকদার দখল করে নিয়েছেন। তাঁরা জোরপূর্বক জমি দখল করে আমাদের চলাচলের পথ বন্ধ করে দিয়েছেন। আমাদের জমি থেকে বিতাড়িত করতে মিথ্যা মামলা করেছেন।’
মামলার বাদী ওয়ালী উল্লাহ রাজন তালুকদার হয়রানির কথা অস্বীকার করে বলেন, ‘আমার জমির ওপরে নির্মিত ঘর ভাঙচুর করে মালামাল চুরি করে নিয়েছেন। তাই তাঁদের বিরুদ্ধে মামলা করেছি।’
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুর রহমান বলেন, ‘এ বিষয়ে থানায় মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৬ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৬ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৬ দিন আগে