ক্রীড়া ডেস্ক
লিভারপুলের সঙ্গে অর্ধযুগের সম্পর্ক ছিন্ন করেছেন সাদিও মানে। ৩০ বছর বয়সী সেনেগালিজ তারকা প্রায় ৪০০ কোটি টাকার বিনিময়ে যাচ্ছেন বায়ার্ন মিউনিখে। তাঁর অ্যানফিল্ড প্রস্থানে লিভারপুলের একটি অধ্যায়ের সমাপ্তি ঘটেছে। সেই সঙ্গে মোহামেদ সালাহ ও রবার্তো ফিরমিনোকে নিয়ে গড়ে ওঠা ভয়ংকর আক্রমণভাগও নিঃশেষ হয়ে গেছে। ইউরোপীয় ফুটবলে এ রকম ‘আইকনিক অ্যাটাকিং ট্রাইও’ বা ত্রিফলা ভেঙে যাওয়ার ঘটনা আরও আছে—
বেল-বেনজেমা-রোনালদো (২০১৩-২০১৮)
ভয়ংকর এই ত্রিফলাকে সবাই ‘বিবিসি’ নামে চেনে। ক্রিস্টিয়ানো রোনালদোর ড্রিবলিং ও ফ্রি কিক, গ্যারেথ বেলের গতি আর করিম বেনজেমার ফিনিশিং দক্ষতা রিয়াল মাদ্রিদের আক্রমণভাগে এনেছিল অতুলনীয় বৈচিত্র্য। যেকোনো রক্ষণদুর্গ নিমেষেই চূর্ণ করে দিতেন তাঁরা। ২০০৯ সালে রিয়ালে যোগ দেন রোনালদো ও বেনজেমা। ২০১৩ সালে তাঁদের সঙ্গী হন বেল। পরের বছরেই লস ব্লাঙ্কোসদের এক যুগের আক্ষেপ ঘুচিয়ে দশম চ্যাম্পিয়নস লিগ শিরোপা এনে দেন তাঁরা। জিনেদিন জিদানের অধীনে একই শিরোপা টানা তিনবার জিতে নিজেদের অনন্য উচ্চতায় নিয়ে যান এই ত্রিফলা। ২০১৮ বিশ্বকাপের পর রোনালদো রিয়াল ছেড়ে জুভেন্টাসে গেলে ভাঙে তাঁদের বন্ধন।
সালাহ-মানে-ফিরমিনো (২০১৭-২০২২)
একটি মেজর শিরোপার জন্য দীর্ঘ দিন হাপিত্যেশ করতে থাকা লিভারপুলের অপেক্ষার প্রহর শেষ হবে এই ত্রিফলার সুবাদে—পাঁচ বছর আগেও কেউ কি তা ভেবেছিলেন? না ভাবাটাই তো স্বাভাবিক। ইংলিশ ফুটবলে উত্তর আফ্রিকান কিংবা ব্রাজিলিয়ানদের দাপট সেভাবে কখনোই ছিল না। তবে ইয়ুর্গেন ক্লপ অলরেডদের কোচ হয়ে আসতেই বাঁকবদলের গল্প শুরু হয়। যে গল্প রচনায় সবচেয়ে বড় অবদান মোহামেদ সালাহ-সাদিও মানে-রবার্তো ফিরমিনো ত্রয়ীর। গত তিন বছরে লিভারপুলকে সম্ভাব্য সব শিরোপা এনে দিয়েছেন তাঁরা। এ তিনজনকে আধুনিক ফুটবলের সেরা আক্রমণভাগও বলেন কেউ কেউ। তবে মানে স্বেচ্ছায় লিভারপুল ছাড়ায় অতীত হয়ে গেল এই ত্রিফলা।
মেসি-সুয়ারেজ-নেইমার (২০১৪-২০১৭)
তাঁরা ‘এমএসএন’ নামে পরিচিত ছিলেন। ফুটবলবোদ্ধারা ‘থ্রি এসে’র (স্কিল, স্পিড, শুটিং) যে ধারণা দিয়েছিলেন, সেটির যথাযথ বাস্তবায়ন করেছিলেন লিওনেল মেসি-লুইস সুয়ারেজ-নেইমার ত্রয়ী। বেল-বেনজেমা-রোনালদোর সমসাময়িক হওয়ায় তাঁদের লড়াইও চলত সেয়ানে-সেয়ানে। আগের দশকে ‘এল ক্ল্যাসিকো’র উত্তেজনার পারদ চরমে পৌঁছেছিল তাঁদের সৌজন্যে। তিন লাতিন ফুটবলারকে ইউরোপে জুটি বেঁধে রাজত্ব করতে দেখা যায়নি আর কখনো। দলকে জিতিয়েছেন সাত-সাতটি শিরোপা। লুইস এনরিকের অধীনে বার্সাকে ট্রেবল জেতানোর মৌসুমে অপ্রতিরোধ্য ছিলেন তাঁরা। তবে ২০১৭ সালে বার্সা ছেড়ে পিএসজিতে পাড়ি জমান নেইমার। বিখ্যাত ত্রয়ী ক্ষয়ে যায় সেখানেই।
লিভারপুলের সঙ্গে অর্ধযুগের সম্পর্ক ছিন্ন করেছেন সাদিও মানে। ৩০ বছর বয়সী সেনেগালিজ তারকা প্রায় ৪০০ কোটি টাকার বিনিময়ে যাচ্ছেন বায়ার্ন মিউনিখে। তাঁর অ্যানফিল্ড প্রস্থানে লিভারপুলের একটি অধ্যায়ের সমাপ্তি ঘটেছে। সেই সঙ্গে মোহামেদ সালাহ ও রবার্তো ফিরমিনোকে নিয়ে গড়ে ওঠা ভয়ংকর আক্রমণভাগও নিঃশেষ হয়ে গেছে। ইউরোপীয় ফুটবলে এ রকম ‘আইকনিক অ্যাটাকিং ট্রাইও’ বা ত্রিফলা ভেঙে যাওয়ার ঘটনা আরও আছে—
বেল-বেনজেমা-রোনালদো (২০১৩-২০১৮)
ভয়ংকর এই ত্রিফলাকে সবাই ‘বিবিসি’ নামে চেনে। ক্রিস্টিয়ানো রোনালদোর ড্রিবলিং ও ফ্রি কিক, গ্যারেথ বেলের গতি আর করিম বেনজেমার ফিনিশিং দক্ষতা রিয়াল মাদ্রিদের আক্রমণভাগে এনেছিল অতুলনীয় বৈচিত্র্য। যেকোনো রক্ষণদুর্গ নিমেষেই চূর্ণ করে দিতেন তাঁরা। ২০০৯ সালে রিয়ালে যোগ দেন রোনালদো ও বেনজেমা। ২০১৩ সালে তাঁদের সঙ্গী হন বেল। পরের বছরেই লস ব্লাঙ্কোসদের এক যুগের আক্ষেপ ঘুচিয়ে দশম চ্যাম্পিয়নস লিগ শিরোপা এনে দেন তাঁরা। জিনেদিন জিদানের অধীনে একই শিরোপা টানা তিনবার জিতে নিজেদের অনন্য উচ্চতায় নিয়ে যান এই ত্রিফলা। ২০১৮ বিশ্বকাপের পর রোনালদো রিয়াল ছেড়ে জুভেন্টাসে গেলে ভাঙে তাঁদের বন্ধন।
সালাহ-মানে-ফিরমিনো (২০১৭-২০২২)
একটি মেজর শিরোপার জন্য দীর্ঘ দিন হাপিত্যেশ করতে থাকা লিভারপুলের অপেক্ষার প্রহর শেষ হবে এই ত্রিফলার সুবাদে—পাঁচ বছর আগেও কেউ কি তা ভেবেছিলেন? না ভাবাটাই তো স্বাভাবিক। ইংলিশ ফুটবলে উত্তর আফ্রিকান কিংবা ব্রাজিলিয়ানদের দাপট সেভাবে কখনোই ছিল না। তবে ইয়ুর্গেন ক্লপ অলরেডদের কোচ হয়ে আসতেই বাঁকবদলের গল্প শুরু হয়। যে গল্প রচনায় সবচেয়ে বড় অবদান মোহামেদ সালাহ-সাদিও মানে-রবার্তো ফিরমিনো ত্রয়ীর। গত তিন বছরে লিভারপুলকে সম্ভাব্য সব শিরোপা এনে দিয়েছেন তাঁরা। এ তিনজনকে আধুনিক ফুটবলের সেরা আক্রমণভাগও বলেন কেউ কেউ। তবে মানে স্বেচ্ছায় লিভারপুল ছাড়ায় অতীত হয়ে গেল এই ত্রিফলা।
মেসি-সুয়ারেজ-নেইমার (২০১৪-২০১৭)
তাঁরা ‘এমএসএন’ নামে পরিচিত ছিলেন। ফুটবলবোদ্ধারা ‘থ্রি এসে’র (স্কিল, স্পিড, শুটিং) যে ধারণা দিয়েছিলেন, সেটির যথাযথ বাস্তবায়ন করেছিলেন লিওনেল মেসি-লুইস সুয়ারেজ-নেইমার ত্রয়ী। বেল-বেনজেমা-রোনালদোর সমসাময়িক হওয়ায় তাঁদের লড়াইও চলত সেয়ানে-সেয়ানে। আগের দশকে ‘এল ক্ল্যাসিকো’র উত্তেজনার পারদ চরমে পৌঁছেছিল তাঁদের সৌজন্যে। তিন লাতিন ফুটবলারকে ইউরোপে জুটি বেঁধে রাজত্ব করতে দেখা যায়নি আর কখনো। দলকে জিতিয়েছেন সাত-সাতটি শিরোপা। লুইস এনরিকের অধীনে বার্সাকে ট্রেবল জেতানোর মৌসুমে অপ্রতিরোধ্য ছিলেন তাঁরা। তবে ২০১৭ সালে বার্সা ছেড়ে পিএসজিতে পাড়ি জমান নেইমার। বিখ্যাত ত্রয়ী ক্ষয়ে যায় সেখানেই।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
৯ ঘণ্টা আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৪ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৪ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ দিন আগে