আজকের পত্রিকা ডেস্ক
নিত্যপণ্যের দাম বাড়ার প্রতিবাদে লালমনিরহাট, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম ও পঞ্চগড়ে বিএনপি বিক্ষোভ করেছে। গতকাল শনিবারের এ বিক্ষোভে চার জেলার বিভিন্ন স্থানে পুলিশের বাধা দেওয়া হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠান খবর:
পাটগ্রাম: দ্রব্যমূল্যের দাম বাড়ানো ও দুর্নীতির প্রতিবাদে বিক্ষোভ করেছে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা ও পৌর বিএনপি। গতকাল বেলা ১১টায় উপজেলার দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন দলটির নেতা-কর্মীরা। পাটগ্রাম উপজেলার পূর্ব বাজার এলাকায় উপজেলা ও পৌর বিএনপির কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন পাটগ্রাম পৌর বিএনপির আহ্বায়ক মোস্তফা সালাউজ্জামান ওপেল। এ সময় উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল করিম প্রধান, সদস্যসচিব আমীর হামজা, উপদেষ্টা শহিদুল্লাহ প্রধান, পৌর বিএনপির সদস্যসচিব মোর্শেদ আলম শ্যামল, যুগ্ম আহ্বায়ক হাফিজুল হক প্রধান প্রমুখ বক্তব্য দেন।
চিলমারী: কুড়িগ্রামের চিলমারীতে বিক্ষোভ করেছে উপজেলা বিএনপির দুটি অংশ। এ সময় সমাবেশে বাধা দিয়েছে পুলিশ। বাধা দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন দলটির নেতা-কর্মীরা। গতকাল সকালে উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে পুলিশের বাধা উপেক্ষা করে বিক্ষোভ মিছিল বের করে সোনালী ব্যাংকে গিয়ে শেষ করতে বাধ্য হয় দলটি। এ সময় উপজেলা বিএনপির সভাপতি আবদুল বারী সরকারের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সহসভাপতি শামছুদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবদুল মতিন সরকার শিরিন, থানাহাট ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল মালেক প্রমুখ।
অপরদিকে উপজেলা বিএনপির আরেকটি অংশ উপজেলার এলএসডি মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করে থানাহাট বাজারে শেষ হয়। এতে বক্তব্য দেন উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি আবু হানিফা, সহসভাপতি সাহেব আলী, যুগ্ম সাধারণ সম্পাদক সাদাকাত হোসেন সাজু, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক প্রমুখ।
উলিপুর: কুড়িগ্রামের উলিপুরে বিএনপির বিক্ষোভ মিছিল পুলিশি বাধায় পণ্ড হয়েছে। গতকাল সকালে বিএনপির নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল দলীয় কার্যালয় থেকে বের করার চেষ্টা করলে পুলিশ এতে বাধা দেয় বলে নেতা-কর্মীরা অভিযোগ করেন।
পরে দলীয় কার্যালয়ে প্রতিবাদ সভা হয়। এ সময় বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি হায়দার আলী মিঞা, সহসভাপতি আবদুর রশিদ সরকার, সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান বুলবুল, যুগ্ম সাধারণ সম্পাদক এসএম হাবীব নয়ন, পৌর বিএনপির সভাপতি নুর মোহাম্মদ সরকার, সাধারণ সম্পাদক সোলায়মান আলী সরকার, বিএনপি নেতা লাভলু মিয়া, আবদুল বাতেন ও হামিদুল রহমান প্রমুখ
রাণীশংকৈল: ঠাকুরগাঁও রাণীশংকৈলে বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশ বাধা দিয়েছে। চাল ডাল তেলসহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে গতকাল শনিবার উপজেলা বিএনপির আয়োজনে পৌরশহরের পলাশ মার্কেট থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বন্দর চৌরাস্তায় পৌঁছালে মিছিলটি আটকে দেয় পুলিশ। পরে সেখানেই সংক্ষিপ্ত এক সমাবেশ করেন বিএনপির নেতা-কর্মীরা। বিএনপি নেতা আলিফের সঞ্চালনায় এতে বক্তব্য দেন জেলা বিএনপির সহসভাপতি সুলতানুল ফেরদৌস নম্র চৌধুরী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক বকুল মজুমদার প্রমুখ।
বালিয়াডাঙ্গী: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বিক্ষোভ করেছে বিএনপি। গতকাল শনিবার দলীয় কার্যালয়ে সামনে এ বিক্ষোভ হয়। নেতা-কর্মীরা ব্যানার নিয়ে রাস্তায় নামতে গেলে পুলিশি বাধায় নামতে পারেনি। পরে দলীয় কার্যালয়ের সামনেই সমাবেশ হয়। এতে উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ আলম, সাধারণ সম্পাদক ড. টি এম মাহবুবর রহমান, সাংগঠনিক সম্পাদক আবেদুর রহমান, খোরশেদ আলম, দপ্তর সম্পাদক মকবুল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জুলফিকার আলী প্রমুখ বক্তব্য দেন।
তেঁতুলিয়া: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। গতকাল বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তেঁতুলিয়া উপজেলা শাখার উদ্যোগে তেঁতুলিয়া চৌরাস্তার বাজারে একটি বিক্ষোভ মিছিল বের হয়। বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার একই জায়গায় গিয়ে শেষ হয় এবং পরে এক বিক্ষোভ সমাবেশ হয়। বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপজেলার সাতটি ইউনিয়নের বিএনপির বিভিন্ন নেতা-কর্মীরা অংশ নেন।
বোদা: পঞ্চগড়ের বোদার ধানহাটিতে গতকাল বিকেলে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে উপজেলা বিএনপি। পৌর কমিটির আহ্বায়ক আবদুস সামাদ তাঁরার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সদস্যসচিব ফরহাদ হোসেন আজাদ।
নিত্যপণ্যের দাম বাড়ার প্রতিবাদে লালমনিরহাট, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম ও পঞ্চগড়ে বিএনপি বিক্ষোভ করেছে। গতকাল শনিবারের এ বিক্ষোভে চার জেলার বিভিন্ন স্থানে পুলিশের বাধা দেওয়া হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠান খবর:
পাটগ্রাম: দ্রব্যমূল্যের দাম বাড়ানো ও দুর্নীতির প্রতিবাদে বিক্ষোভ করেছে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা ও পৌর বিএনপি। গতকাল বেলা ১১টায় উপজেলার দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন দলটির নেতা-কর্মীরা। পাটগ্রাম উপজেলার পূর্ব বাজার এলাকায় উপজেলা ও পৌর বিএনপির কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন পাটগ্রাম পৌর বিএনপির আহ্বায়ক মোস্তফা সালাউজ্জামান ওপেল। এ সময় উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল করিম প্রধান, সদস্যসচিব আমীর হামজা, উপদেষ্টা শহিদুল্লাহ প্রধান, পৌর বিএনপির সদস্যসচিব মোর্শেদ আলম শ্যামল, যুগ্ম আহ্বায়ক হাফিজুল হক প্রধান প্রমুখ বক্তব্য দেন।
চিলমারী: কুড়িগ্রামের চিলমারীতে বিক্ষোভ করেছে উপজেলা বিএনপির দুটি অংশ। এ সময় সমাবেশে বাধা দিয়েছে পুলিশ। বাধা দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন দলটির নেতা-কর্মীরা। গতকাল সকালে উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে পুলিশের বাধা উপেক্ষা করে বিক্ষোভ মিছিল বের করে সোনালী ব্যাংকে গিয়ে শেষ করতে বাধ্য হয় দলটি। এ সময় উপজেলা বিএনপির সভাপতি আবদুল বারী সরকারের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সহসভাপতি শামছুদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবদুল মতিন সরকার শিরিন, থানাহাট ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল মালেক প্রমুখ।
অপরদিকে উপজেলা বিএনপির আরেকটি অংশ উপজেলার এলএসডি মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করে থানাহাট বাজারে শেষ হয়। এতে বক্তব্য দেন উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি আবু হানিফা, সহসভাপতি সাহেব আলী, যুগ্ম সাধারণ সম্পাদক সাদাকাত হোসেন সাজু, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক প্রমুখ।
উলিপুর: কুড়িগ্রামের উলিপুরে বিএনপির বিক্ষোভ মিছিল পুলিশি বাধায় পণ্ড হয়েছে। গতকাল সকালে বিএনপির নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল দলীয় কার্যালয় থেকে বের করার চেষ্টা করলে পুলিশ এতে বাধা দেয় বলে নেতা-কর্মীরা অভিযোগ করেন।
পরে দলীয় কার্যালয়ে প্রতিবাদ সভা হয়। এ সময় বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি হায়দার আলী মিঞা, সহসভাপতি আবদুর রশিদ সরকার, সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান বুলবুল, যুগ্ম সাধারণ সম্পাদক এসএম হাবীব নয়ন, পৌর বিএনপির সভাপতি নুর মোহাম্মদ সরকার, সাধারণ সম্পাদক সোলায়মান আলী সরকার, বিএনপি নেতা লাভলু মিয়া, আবদুল বাতেন ও হামিদুল রহমান প্রমুখ
রাণীশংকৈল: ঠাকুরগাঁও রাণীশংকৈলে বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশ বাধা দিয়েছে। চাল ডাল তেলসহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে গতকাল শনিবার উপজেলা বিএনপির আয়োজনে পৌরশহরের পলাশ মার্কেট থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বন্দর চৌরাস্তায় পৌঁছালে মিছিলটি আটকে দেয় পুলিশ। পরে সেখানেই সংক্ষিপ্ত এক সমাবেশ করেন বিএনপির নেতা-কর্মীরা। বিএনপি নেতা আলিফের সঞ্চালনায় এতে বক্তব্য দেন জেলা বিএনপির সহসভাপতি সুলতানুল ফেরদৌস নম্র চৌধুরী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক বকুল মজুমদার প্রমুখ।
বালিয়াডাঙ্গী: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বিক্ষোভ করেছে বিএনপি। গতকাল শনিবার দলীয় কার্যালয়ে সামনে এ বিক্ষোভ হয়। নেতা-কর্মীরা ব্যানার নিয়ে রাস্তায় নামতে গেলে পুলিশি বাধায় নামতে পারেনি। পরে দলীয় কার্যালয়ের সামনেই সমাবেশ হয়। এতে উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ আলম, সাধারণ সম্পাদক ড. টি এম মাহবুবর রহমান, সাংগঠনিক সম্পাদক আবেদুর রহমান, খোরশেদ আলম, দপ্তর সম্পাদক মকবুল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জুলফিকার আলী প্রমুখ বক্তব্য দেন।
তেঁতুলিয়া: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। গতকাল বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তেঁতুলিয়া উপজেলা শাখার উদ্যোগে তেঁতুলিয়া চৌরাস্তার বাজারে একটি বিক্ষোভ মিছিল বের হয়। বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার একই জায়গায় গিয়ে শেষ হয় এবং পরে এক বিক্ষোভ সমাবেশ হয়। বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপজেলার সাতটি ইউনিয়নের বিএনপির বিভিন্ন নেতা-কর্মীরা অংশ নেন।
বোদা: পঞ্চগড়ের বোদার ধানহাটিতে গতকাল বিকেলে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে উপজেলা বিএনপি। পৌর কমিটির আহ্বায়ক আবদুস সামাদ তাঁরার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সদস্যসচিব ফরহাদ হোসেন আজাদ।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
১৬ ঘণ্টা আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৫ দিন আগে