নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
ইউক্রেনে রকেট হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’র জন্য ক্ষতিপূরণ দাবি করেছে বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি)। সরকারি আরেক প্রতিষ্ঠান সাধারণ বীমা করপোরেশনের কাছে এই ক্ষতিপূরণ দাবি করেছে সমুদ্রগামী জাহাজ পরিচালনাকারী সরকারি প্রতিষ্ঠান বিএসসি।
জানা গেছে, ২০১৮-১৯ অর্থবছরে বিএসসি ছয়টি জাহাজ কেনে। যার মধ্যে তিনটি অয়েল ট্যাংকার এবং তিনটি বাল্ক বা খোলা পণ্যবাহী জাহাজ। এই খোলা জাহাজের একটি হচ্ছে ‘বাংলার সমৃদ্ধি’। চীন থেকে প্রায় ৩০০ কোটি টাকায় কেনার পর ২০১৮ সালে জাহাজটি শিপিং করপোরেশনের বহরে যুক্ত হয়।
বাংলাদেশ শিপিং করপোরেশনের নির্বাহী পরিচালক (বাণিজ্য) ড. পিযুষ দত্ত বলেন, ‘জাহাজটির যে পরিমাণ ইনস্যুরেন্স কভারেজ ছিল, সেই পরিমাণ ক্ষতিপূরণ দাবি করা হয়েছে। সব নিয়মকানুন মেনেই আমরা বিমা দাবি করেছি। বিমা কোম্পানি প্রয়োজনীয় সব প্রক্রিয়া সম্পন্ন করে দাবি পরিশোধ করবে।’
সাধারণ বীমা করপোরেশনের পুনঃবিমা বিভাগের জেনারেল ম্যানেজার ওয়াসিমুল হক আজকের পত্রিকাকে বলেন, ইউক্রেনে রকেট হামলায় পরিত্যক্ত ঘোষণা করা জাহাজ বাংলার সমৃদ্ধির জন্য ক্ষতিপূরণ দাবি করেছে বিএসসি। তাদের দাবি অনুযায়ী সার্ভে করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
২ মার্চ রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যে অলভিয়া বন্দরে নোঙর করা অবস্থায় রকেট হামলার শিকার হয় ‘বাংলার সমৃদ্ধি’। এতে জাহাজটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয় আর জাহাজটিতে কর্মরত থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান মারা যান। পরে জাহাজটির ২৮ জন নাবিককে নিরাপদে সরিয়ে রোমানিয়ায় নেওয়া হয়। ১০ মার্চ দুপুরে তাঁদের নিরাপদে বাংলাদেশে আনা হয়।
সূত্র জানায়, জাহাজটি ডেনমার্কের চার্টারার ডেল্টা করপোরেশনের সঙ্গে চুক্তি অনুযায়ী ভাড়া দিয়েছিল বিএসসি।
ইউক্রেনে রকেট হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’র জন্য ক্ষতিপূরণ দাবি করেছে বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি)। সরকারি আরেক প্রতিষ্ঠান সাধারণ বীমা করপোরেশনের কাছে এই ক্ষতিপূরণ দাবি করেছে সমুদ্রগামী জাহাজ পরিচালনাকারী সরকারি প্রতিষ্ঠান বিএসসি।
জানা গেছে, ২০১৮-১৯ অর্থবছরে বিএসসি ছয়টি জাহাজ কেনে। যার মধ্যে তিনটি অয়েল ট্যাংকার এবং তিনটি বাল্ক বা খোলা পণ্যবাহী জাহাজ। এই খোলা জাহাজের একটি হচ্ছে ‘বাংলার সমৃদ্ধি’। চীন থেকে প্রায় ৩০০ কোটি টাকায় কেনার পর ২০১৮ সালে জাহাজটি শিপিং করপোরেশনের বহরে যুক্ত হয়।
বাংলাদেশ শিপিং করপোরেশনের নির্বাহী পরিচালক (বাণিজ্য) ড. পিযুষ দত্ত বলেন, ‘জাহাজটির যে পরিমাণ ইনস্যুরেন্স কভারেজ ছিল, সেই পরিমাণ ক্ষতিপূরণ দাবি করা হয়েছে। সব নিয়মকানুন মেনেই আমরা বিমা দাবি করেছি। বিমা কোম্পানি প্রয়োজনীয় সব প্রক্রিয়া সম্পন্ন করে দাবি পরিশোধ করবে।’
সাধারণ বীমা করপোরেশনের পুনঃবিমা বিভাগের জেনারেল ম্যানেজার ওয়াসিমুল হক আজকের পত্রিকাকে বলেন, ইউক্রেনে রকেট হামলায় পরিত্যক্ত ঘোষণা করা জাহাজ বাংলার সমৃদ্ধির জন্য ক্ষতিপূরণ দাবি করেছে বিএসসি। তাদের দাবি অনুযায়ী সার্ভে করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
২ মার্চ রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যে অলভিয়া বন্দরে নোঙর করা অবস্থায় রকেট হামলার শিকার হয় ‘বাংলার সমৃদ্ধি’। এতে জাহাজটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয় আর জাহাজটিতে কর্মরত থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান মারা যান। পরে জাহাজটির ২৮ জন নাবিককে নিরাপদে সরিয়ে রোমানিয়ায় নেওয়া হয়। ১০ মার্চ দুপুরে তাঁদের নিরাপদে বাংলাদেশে আনা হয়।
সূত্র জানায়, জাহাজটি ডেনমার্কের চার্টারার ডেল্টা করপোরেশনের সঙ্গে চুক্তি অনুযায়ী ভাড়া দিয়েছিল বিএসসি।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৬ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৬ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৬ দিন আগে