বিনোদন প্রতিবেদক
পাল বাড়ীর মেয়ে ভাবনা
এবার ঈদে বৃন্দাবন দাসের রচনা ও দীপু হাজরার পরিচালনায় ‘পাল বাড়ী’র মেয়ের চরিত্রে দেখা গেছে ভাবনাকে ৷ নাটকটিতে নিয়তি নামের বিধবার চরিত্রে অভিনয় করছেন তিনি। ঈদের আগেই নিয়তির একটি লুক প্রকাশ করেছিলেন ভাবনা। সেই থেকে ‘পাল বাড়ী’ নিয়ে দর্শকের আগ্রহ। ঈদে নাটকটি প্রচারের পরও প্রশংসা কুড়িয়েছেন ভাবনা। এটি তাঁর জন্য নতুন অভিজ্ঞতা। প্রস্তুতি নিয়েই কাজটি করেছেন। ভাবনা বলেন, ‘পালপাড়ার মেয়েদের সঙ্গে মিশেছি। তাঁদের পোশাক, চালচলন, আচরণগুলো কাছ থেকে দেখে শিখেছি। মনোরঞ্জন নামের একজনের বাড়িতে শুটিং হয়েছে। চাকা ঘোরানো থেকে শুরু করে ঠিকভাবে মাটি ধরা, মাটির পাত্র বানানো—সবকিছু মনোরঞ্জন দাদা হাতে ধরে শিখিয়েছেন। শুটিং করতে গিয়ে বুঝলাম, কাজটি কষ্টের। পালদের সংগ্রামের জীবন।’
রিকশা গার্ল তানজিন তিশা
‘রিকশা গার্ল’-এ প্রথমবার রিকশাচালকের চরিত্রে অভিনয় করেছেন তানজিন তিশা। আহমেদ তাওকীরের চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন রাফাত মজুমদার রিংকু। প্রচারের পর দর্শকমহলে প্রশংসা কুড়াচ্ছে নাটকটি। নিচু চোখেই দেখা হয় বস্তিতে থাকা রিকশাচালক মেয়েটিকে। তবু লালসা তাঁর পিছু ছাড়ে না। নাটকে শিখা চরিত্রে তানজিন তিশার স্বতঃস্ফূর্ত ও সাবলীল অভিনয় মুগ্ধতা ছড়িয়েছ। বিশেষ করে শেষ দৃশ্যটি দাগ কেটেছে দর্শকের হৃদয়ে। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে ইউটিউবে প্রশংসাসূচক মন্তব্য বাড়ছে প্রতিদিন। ‘রিকশা গার্ল’ নাটকটির ধারণা দিয়েছেন তিশা নিজেই। একটি ছবি দেখে তিশা পরিচালককে জানান এই কনসেপ্টে কাজ করা যায় কি না। এরপর পরিচালকও একজন নারী রিকশাচালকের জীবন থেকে উৎসাহিত হয়ে গল্পটি তৈরি করেন।
অ্যাম্বুলেন্স গার্ল মেহজাবীন
ঈদে মেহজাবীন অভিনীত বেশ কিছু নাটক প্রচার হয়েছে। এর মধ্যে বেশি আলোচিত হচ্ছে ‘ভয়েজ ক্লিপ’ ও ‘অ্যাম্বুলেন্স গার্ল’। গতকাল আরটিভিতে প্রচার হয়েছে ‘অ্যাম্বুলেন্স গার্ল’ নাটকটি। চরিত্রটিতে বেশ প্রশংসিত হয়েছে মেহজাবীনের অভিনয়। নাটকের জন্য সত্যি সত্যিই অ্যাম্বুলেন্স চালাতে হয়েছে তাঁকে। তিনি অভিনয় করেছেন অ্যাম্বুলেন্সের চালকের ভূমিকায়। চরিত্রের নাম নুসরাত। মেহজাবীন একজন লাইসেন্সধারী গাড়িচালক। তাই গাড়ি চালানো তাঁর কাছে নতুন কিছু নয়। মেহজাবীন বলেন, ‘খুব নার্ভাস ছিলাম এত বড় অ্যাম্বুলেন্স চালাতে পারব কি না! কার ড্রাইভ করলেও আগে কখনো মাইক্রো চালাইনি। কিন্তু অ্যাম্বুলেন্সের এক্সেলেটরে পা রাখার পর নিজেকে নতুন করে আবিষ্কার করলাম।’
‘ভয়েস ক্লিপ’ নাটকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন। ডা. জাহান সুলতানার রচনায় নাটকটি পরিচালনা করেছেন শিহাব শাহীন। মৃত্যুপথযাত্রী বাবাকে বাঁচাতে না পারা এবং ভুল সিদ্ধান্তে নিজের অপরাধবোধ কুরে কুরে খায় শিরিনকে।
সাবিলা যখন রিদিকা
নাম ‘রিদিকা’। মানসিক ভারসাম্যহীন এক নারী। নানা প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে যাওয়া চরিত্রটিতে সাবিলার লুক আর অভিনয় নজর কেড়েছে। নাটকের গল্পভাবনাও সাবিলার। পরিচালনা করছেন মাহমুদুর রহমান হিমি। অভিনেত্রী বলেন, ‘আমার নিজের জীবন থেকে অনুপ্রাণিত গল্প। আমার সঙ্গে সিভিয়ার কিছু হয়নি কিন্তু অনেকের সঙ্গেই হয়তো হয়েছে, আর সিভিয়ার হলে সে ক্ষেত্রে কী হতে পারত, তা তুলে আনার চেষ্টা করছি।’এ ছাড়া এবার ঈদে সাবিলা অভিনীত নাটকের আরও দুটি নারী চরিত্র নিয়ে আলোচনা হচ্ছে। নাটক দুটি ‘আমি রোকেয়া বলছি’ ও ‘নিজস্ব প্রতিবেদন’।
পাল বাড়ীর মেয়ে ভাবনা
এবার ঈদে বৃন্দাবন দাসের রচনা ও দীপু হাজরার পরিচালনায় ‘পাল বাড়ী’র মেয়ের চরিত্রে দেখা গেছে ভাবনাকে ৷ নাটকটিতে নিয়তি নামের বিধবার চরিত্রে অভিনয় করছেন তিনি। ঈদের আগেই নিয়তির একটি লুক প্রকাশ করেছিলেন ভাবনা। সেই থেকে ‘পাল বাড়ী’ নিয়ে দর্শকের আগ্রহ। ঈদে নাটকটি প্রচারের পরও প্রশংসা কুড়িয়েছেন ভাবনা। এটি তাঁর জন্য নতুন অভিজ্ঞতা। প্রস্তুতি নিয়েই কাজটি করেছেন। ভাবনা বলেন, ‘পালপাড়ার মেয়েদের সঙ্গে মিশেছি। তাঁদের পোশাক, চালচলন, আচরণগুলো কাছ থেকে দেখে শিখেছি। মনোরঞ্জন নামের একজনের বাড়িতে শুটিং হয়েছে। চাকা ঘোরানো থেকে শুরু করে ঠিকভাবে মাটি ধরা, মাটির পাত্র বানানো—সবকিছু মনোরঞ্জন দাদা হাতে ধরে শিখিয়েছেন। শুটিং করতে গিয়ে বুঝলাম, কাজটি কষ্টের। পালদের সংগ্রামের জীবন।’
রিকশা গার্ল তানজিন তিশা
‘রিকশা গার্ল’-এ প্রথমবার রিকশাচালকের চরিত্রে অভিনয় করেছেন তানজিন তিশা। আহমেদ তাওকীরের চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন রাফাত মজুমদার রিংকু। প্রচারের পর দর্শকমহলে প্রশংসা কুড়াচ্ছে নাটকটি। নিচু চোখেই দেখা হয় বস্তিতে থাকা রিকশাচালক মেয়েটিকে। তবু লালসা তাঁর পিছু ছাড়ে না। নাটকে শিখা চরিত্রে তানজিন তিশার স্বতঃস্ফূর্ত ও সাবলীল অভিনয় মুগ্ধতা ছড়িয়েছ। বিশেষ করে শেষ দৃশ্যটি দাগ কেটেছে দর্শকের হৃদয়ে। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে ইউটিউবে প্রশংসাসূচক মন্তব্য বাড়ছে প্রতিদিন। ‘রিকশা গার্ল’ নাটকটির ধারণা দিয়েছেন তিশা নিজেই। একটি ছবি দেখে তিশা পরিচালককে জানান এই কনসেপ্টে কাজ করা যায় কি না। এরপর পরিচালকও একজন নারী রিকশাচালকের জীবন থেকে উৎসাহিত হয়ে গল্পটি তৈরি করেন।
অ্যাম্বুলেন্স গার্ল মেহজাবীন
ঈদে মেহজাবীন অভিনীত বেশ কিছু নাটক প্রচার হয়েছে। এর মধ্যে বেশি আলোচিত হচ্ছে ‘ভয়েজ ক্লিপ’ ও ‘অ্যাম্বুলেন্স গার্ল’। গতকাল আরটিভিতে প্রচার হয়েছে ‘অ্যাম্বুলেন্স গার্ল’ নাটকটি। চরিত্রটিতে বেশ প্রশংসিত হয়েছে মেহজাবীনের অভিনয়। নাটকের জন্য সত্যি সত্যিই অ্যাম্বুলেন্স চালাতে হয়েছে তাঁকে। তিনি অভিনয় করেছেন অ্যাম্বুলেন্সের চালকের ভূমিকায়। চরিত্রের নাম নুসরাত। মেহজাবীন একজন লাইসেন্সধারী গাড়িচালক। তাই গাড়ি চালানো তাঁর কাছে নতুন কিছু নয়। মেহজাবীন বলেন, ‘খুব নার্ভাস ছিলাম এত বড় অ্যাম্বুলেন্স চালাতে পারব কি না! কার ড্রাইভ করলেও আগে কখনো মাইক্রো চালাইনি। কিন্তু অ্যাম্বুলেন্সের এক্সেলেটরে পা রাখার পর নিজেকে নতুন করে আবিষ্কার করলাম।’
‘ভয়েস ক্লিপ’ নাটকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন। ডা. জাহান সুলতানার রচনায় নাটকটি পরিচালনা করেছেন শিহাব শাহীন। মৃত্যুপথযাত্রী বাবাকে বাঁচাতে না পারা এবং ভুল সিদ্ধান্তে নিজের অপরাধবোধ কুরে কুরে খায় শিরিনকে।
সাবিলা যখন রিদিকা
নাম ‘রিদিকা’। মানসিক ভারসাম্যহীন এক নারী। নানা প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে যাওয়া চরিত্রটিতে সাবিলার লুক আর অভিনয় নজর কেড়েছে। নাটকের গল্পভাবনাও সাবিলার। পরিচালনা করছেন মাহমুদুর রহমান হিমি। অভিনেত্রী বলেন, ‘আমার নিজের জীবন থেকে অনুপ্রাণিত গল্প। আমার সঙ্গে সিভিয়ার কিছু হয়নি কিন্তু অনেকের সঙ্গেই হয়তো হয়েছে, আর সিভিয়ার হলে সে ক্ষেত্রে কী হতে পারত, তা তুলে আনার চেষ্টা করছি।’এ ছাড়া এবার ঈদে সাবিলা অভিনীত নাটকের আরও দুটি নারী চরিত্র নিয়ে আলোচনা হচ্ছে। নাটক দুটি ‘আমি রোকেয়া বলছি’ ও ‘নিজস্ব প্রতিবেদন’।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
১৫ ঘণ্টা আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৫ দিন আগে