শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
সামান্য বৃষ্টি হলেই জলাবদ্ধতার সৃষ্টি হয় গাজীপুরের শ্রীপুর উপজেলার প্রাণকেন্দ্র, পৌর শহরের মাওনা চৌরাস্তা এলাকায়। পানিনিষ্কাশনের তেমন ব্যবস্থা না থাকায় এ জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন উপজেলার হাজারো মানুষ।
গতকাল বুধবার সরেজমিন দেখা যায়, গুরুত্বপূর্ণ এই চৌরাস্তার পাশে গড়ে উঠেছে বেশ কয়েকটি শপিং মল। যে কারণে প্রতিদিন কয়েক হাজার মানুষের সমাগম ঘটে এ এলাকায়। মাওনা-শ্রীপুর আঞ্চলিক সড়ক মাওনা চৌরাস্তায় এসে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মিশেছে। আরেকটি সড়ক মাওনা থেকে কালিয়াকৈরে গেছে।
মাওনা-শ্রীপুর সংযোগ সড়কের দুই পাশে রয়েছে কয়েক শ ব্যবসাপ্রতিষ্ঠান। রয়েছে শতাধিক বাড়িঘর। রয়েছে ৩০টির মতো ব্যাংকের শাখা কার্যালয়। আশপাশে রয়েছে বহু শিল্পপ্রতিষ্ঠান।
গুরুত্বপূর্ণ এই চৌরাস্তার শ্রীপুরমুখী সড়কের প্রবেশ মুখে গতকাল বেলা ১১টা থেকে হওয়া বৃষ্টিতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। মাওনা চৌরাস্তায় সৃষ্ট জলাবদ্ধতার ফলে মানুষ ময়লাযুক্ত পানির ভেতর দিয়ে চলাচল করছে। রিকশা ও সিএনজিচালিত অটোরিকশাসহ সব পরিবহন চলাচল করছে পানির মধ্য দিয়েই। এ সময় দু-একটি মোটরসাইকেল পড়ছে দুর্ঘটনার কবলে।
মাওনা চৌরাস্তার একটি শপিং মলে কেনাকাটা করতে আসা নারগিস আক্তার বলেন, সামান্য বৃষ্টিতে গুরুত্বপূর্ণ এই চৌরাস্তার যে হাল, বর্ষাকালে যে কী হবে ভাবা যায় না। সড়কের এপার থেকে ওপার যেতে কাদা আর ময়লা পানি ঠেলে যেতে হবে। তাতে কাপড় ভিজে যাবে। পরে ভেজা কাপড়ে বাড়ি ফিরতে হবে।’
শ্রীপুরের গাজীপুর উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. রমজান আলী শেখ বলেন, ‘রিকশা থেকে নেমে পানির মধ্যে হেঁটে এ পর্যন্ত আসলাম। রাস্তার ওপর জলাবদ্ধতা সৃষ্টি হওয়া এসব পানি বিভিন্ন টয়লেটের পানির সঙ্গে মিশে গেছে। এই পানি শরীরের মধ্যে লাগলে চর্মরোগ হওয়ার আশঙ্কা রয়েছে। সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হলে বর্ষাকালে এই ভোগান্তি চরম পর্যায়ে পৌঁছে যাবে।’
মাওনা চৌরাস্তা ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আশরাফুল ইসলাম রতন বলেন, পৌরসভার একটি গুরুত্বপূর্ণ স্থান মাওনা চৌরাস্তা। তবে বৃষ্টি হলেই এখানে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে অনেক মানুষকে ভোগান্তিতে পড়তে হয়। দ্রুত সময়ের মধ্যে এর একটি স্থায়ী সমাধান দরকার।
শ্রীপুর উপজেলা প্রকৌশলী এ জেড এম রাকিবুল আহসান বলেন, জলাবদ্ধতার খোঁজখবর নিয়ে দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে শ্রীপুর পৌরসভার মেয়র মো. আনিছুর রহমান আজকের পত্রিকাকে বলেন, এ বিষয়ে দ্রুত সময়ের মধ্যে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
সামান্য বৃষ্টি হলেই জলাবদ্ধতার সৃষ্টি হয় গাজীপুরের শ্রীপুর উপজেলার প্রাণকেন্দ্র, পৌর শহরের মাওনা চৌরাস্তা এলাকায়। পানিনিষ্কাশনের তেমন ব্যবস্থা না থাকায় এ জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন উপজেলার হাজারো মানুষ।
গতকাল বুধবার সরেজমিন দেখা যায়, গুরুত্বপূর্ণ এই চৌরাস্তার পাশে গড়ে উঠেছে বেশ কয়েকটি শপিং মল। যে কারণে প্রতিদিন কয়েক হাজার মানুষের সমাগম ঘটে এ এলাকায়। মাওনা-শ্রীপুর আঞ্চলিক সড়ক মাওনা চৌরাস্তায় এসে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মিশেছে। আরেকটি সড়ক মাওনা থেকে কালিয়াকৈরে গেছে।
মাওনা-শ্রীপুর সংযোগ সড়কের দুই পাশে রয়েছে কয়েক শ ব্যবসাপ্রতিষ্ঠান। রয়েছে শতাধিক বাড়িঘর। রয়েছে ৩০টির মতো ব্যাংকের শাখা কার্যালয়। আশপাশে রয়েছে বহু শিল্পপ্রতিষ্ঠান।
গুরুত্বপূর্ণ এই চৌরাস্তার শ্রীপুরমুখী সড়কের প্রবেশ মুখে গতকাল বেলা ১১টা থেকে হওয়া বৃষ্টিতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। মাওনা চৌরাস্তায় সৃষ্ট জলাবদ্ধতার ফলে মানুষ ময়লাযুক্ত পানির ভেতর দিয়ে চলাচল করছে। রিকশা ও সিএনজিচালিত অটোরিকশাসহ সব পরিবহন চলাচল করছে পানির মধ্য দিয়েই। এ সময় দু-একটি মোটরসাইকেল পড়ছে দুর্ঘটনার কবলে।
মাওনা চৌরাস্তার একটি শপিং মলে কেনাকাটা করতে আসা নারগিস আক্তার বলেন, সামান্য বৃষ্টিতে গুরুত্বপূর্ণ এই চৌরাস্তার যে হাল, বর্ষাকালে যে কী হবে ভাবা যায় না। সড়কের এপার থেকে ওপার যেতে কাদা আর ময়লা পানি ঠেলে যেতে হবে। তাতে কাপড় ভিজে যাবে। পরে ভেজা কাপড়ে বাড়ি ফিরতে হবে।’
শ্রীপুরের গাজীপুর উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. রমজান আলী শেখ বলেন, ‘রিকশা থেকে নেমে পানির মধ্যে হেঁটে এ পর্যন্ত আসলাম। রাস্তার ওপর জলাবদ্ধতা সৃষ্টি হওয়া এসব পানি বিভিন্ন টয়লেটের পানির সঙ্গে মিশে গেছে। এই পানি শরীরের মধ্যে লাগলে চর্মরোগ হওয়ার আশঙ্কা রয়েছে। সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হলে বর্ষাকালে এই ভোগান্তি চরম পর্যায়ে পৌঁছে যাবে।’
মাওনা চৌরাস্তা ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আশরাফুল ইসলাম রতন বলেন, পৌরসভার একটি গুরুত্বপূর্ণ স্থান মাওনা চৌরাস্তা। তবে বৃষ্টি হলেই এখানে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে অনেক মানুষকে ভোগান্তিতে পড়তে হয়। দ্রুত সময়ের মধ্যে এর একটি স্থায়ী সমাধান দরকার।
শ্রীপুর উপজেলা প্রকৌশলী এ জেড এম রাকিবুল আহসান বলেন, জলাবদ্ধতার খোঁজখবর নিয়ে দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে শ্রীপুর পৌরসভার মেয়র মো. আনিছুর রহমান আজকের পত্রিকাকে বলেন, এ বিষয়ে দ্রুত সময়ের মধ্যে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৬ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৬ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৬ দিন আগে