Ajker Patrika

৪-৫ ঘণ্টা লোডশেডিংয়ে নষ্ট হচ্ছে কাঁচা চা-পাতা

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২২, ১২: ৪০
৪-৫ ঘণ্টা লোডশেডিংয়ে নষ্ট হচ্ছে কাঁচা চা-পাতা

মৌলভীবাজারের কমলগঞ্জে বিদ্যুতের লোডশেডিংয়ে চা-বাগান কারখানায় প্রতিদিন গড়ে চার-পাঁচ ঘণ্টা উৎপাদন ব্যাহত হচ্ছে। চা-বাগান থেকে তুলে আনা হাজার হাজার কেজি কাঁচা চা-পাতা প্রক্রিয়াজাতের জন্য কারখানায় জমা করা হলেও লোডশেডিংয়ে তা নষ্ট হচ্ছে। এতে কাঙ্ক্ষিত উৎপাদন না পাওয়ার আশঙ্কা করছেন চা-বাগান সংশ্লিষ্টরা। তবে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে বলে জানান জেলা পল্লী বিদ্যুতের এক কর্মকর্তা।

বাংলাদেশ চা সংসদের কমলগঞ্জের মনু-ধলই ভ্যালি সার্কেলের চেয়ারম্যান ও ন্যাশনাল টি কোম্পানির ডেপুটি জেনারেল ম্যানেজার শামসুল ইসলাম লোডশেডিংয়ের কারণে চা উৎপাদনের ক্ষতির কথা স্বীকার করে আজকের পত্রিকা বলেন, বর্তমানে রেকর্ড পরিমাণ চা-পাতা উত্তোলন করা হচ্ছে। তবে প্রতিদিন ৪ থেকে ৫ ঘণ্টা লোডশেডিং হওয়ায় কারখানাগুলোতে ব্যাপক পরিমাণে চা-পাতা নষ্ট হচ্ছে।

জানা গেছে, ১৩ আগস্ট থেকে দেশের ১৬৭টি বাগানের চা শ্রমিকেরা দৈনিক ৩০০ টাকা মজুরির দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেন। তাদের ধর্মঘটের কারণে দুই সপ্তাহ ধরে চা-পাতা উত্তোলন ও কারখানাগুলোতে উৎপাদন বন্ধ ছিল। মৌসুমের এ সময়ে অনুকূল আবহাওয়া থাকায় চা-গাছগুলোতে কুঁড়ি গজাতে থাকে। চা-শ্রমিকদের আন্দোলনের কারণে ২৭ আগস্ট মালিকপক্ষের সঙ্গে বৈঠক শেষে দৈনিক মজুরি ১৭০ টাকা নির্ধারণ করেন প্রধানমন্ত্রী।

দুই সপ্তাহ বন্ধ থাকার পর ২৮ আগস্ট থেকে চা-শ্রমিকেরা কাজ শুরু করেন। লোডশেডিংয়ের কারণে কারখানায় প্রক্রিয়াজাতের জন্য রক্ষিত হাজার হাজার কেজি কাঁচা চা-পাতা নষ্ট হচ্ছে।

মৌলভীবাজার পল্লীবিদ্যুৎ সমিতির কমলগঞ্জ জোনালের ডেপুটি জেনারেল ম্যানেজার মীর গোলাম ফারুক আজকের পত্রিকাকে বলেন, ‘কয়েক দিন বিদ্যুৎ সরবরাহ ভালো ছিল। বর্তমানে ২ থেকে ৩ ঘণ্টা লোডশেডিং হচ্ছে। দৈনিক ১৪ মেগাওয়াট বিদ্যুৎ চাহিদার স্থলে পাচ্ছি ১১ মেগাওয়াট। ফলে কিছুটা লোডশেডিং হচ্ছে। তবে চা উৎপাদন ব্যাহত ও নষ্ট হওয়ার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে অবহিত করেছি। আশা করা হচ্ছে, এ মাসের শেষের দিকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ থাকবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

মুসলিম থেকে খ্রিষ্টান হওয়া ইরানি নারী এখন পানামার জঙ্গলে

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত