বিজয়ী বিদ্রোহী প্রার্থীদের বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন

পীরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২১, ০৫: ১৯
আপডেট : ১৯ নভেম্বর ২০২১, ১৪: ৪০

পীরগঞ্জে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ থেকে বিদ্রোহী হয়ে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে নবনির্বাচিত দুজন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।

বিজয়ীরা গতকাল বৃহস্পতিবার তাঁদের ইউনিয়নের নবনির্বাচিত সদস্য এবং কর্মী ও সমর্থকদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। সেই সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী প্রয়াত পরমাণুবিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার কবর জিয়ারত করেন।

পীরগঞ্জের ১০ ইউপিতে গত ১১ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে বড়দরগা ইউনিয়নে মাফিয়া আক্তার শিলা (আনারস) এবং মদনখালী ইউনিয়নে নূর মোহাম্মদ মন্জু (চশমা) নির্বাচিত হন। তাঁরা দুজনই আওয়ামী লীগের নেতা ছিলেন। দলের পদ থেকে তাঁরা পদত্যাগ করে চেয়ারম্যান পদে নির্বাচন করেন।

দুজন গতকাল প্রথমে উপজেলা সদরে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন। পরে তাঁরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাড়ি উপজেলার ফতেহপুরে মিয়াবাড়ি কবরস্থানে শায়িত ওয়াজেদ মিয়ার কবর জিয়ারত করেন।

নবনির্বাচিত চেয়ারম্যান মাফিয়া আক্তার শিলা বলেন, ‘আমরা নির্বাচিত হয়ে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে তাঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছি। তিনি আমাদের বাঙালি জাতির পিতা।’

নিজেকে জন্মসূত্রে আওয়ামী পরিবারের সন্তান হিসেবে দাবি করে শিলা আরও বলেন, ‘আমার বাবা প্রয়াত মোতাহারুল হক বাবলু পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। পাশাপাশি তিনি বড়দরগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও ছিলেন। তাঁর স্মৃতিকে ধরে রাখতে আমি স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হয়ে নির্বাচিত হয়েছি।’

এ সময় নতুন ইউপি চেয়ারম্যান শিলা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে প্রতিষ্ঠিত করতে সবার সহযোগিতা কামনা করেন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত