মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জে সুপ্রিয়া সাহা নামের এক গৃহবধূ হত্যা মামলায় তাঁর শ্বশুর ও শাশুড়িসহ তিনজনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত। একই সঙ্গে অপর তিন আসামির যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয়। এ ছাড়া প্রত্যেক আসামিকে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড করেছেন আদালত।
গতকাল মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জয়শ্রী সমদ্দার এ আদেশ দেন। এ সময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামি ও যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত দুই আসামি আদালতে উপস্থিত ছিলেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন সুপ্রিয়া সাহার শ্বশুর দিলীপ সরকার (৬০), শাশুড়ি গীতা সরকার (৪৫) ও মানিকগঞ্জ পৌর এলাকার পূর্ব দাশড়া গ্রামের মহাদেব রায় (২৭)। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন পূর্ব দাশড়া গ্রামের রঞ্জিত সাহা (২৬), একই গ্রামের বিষ্ণু পাল (২৬) এবং রঞ্জিত ঘোষ (২৭)।
এ মামলা থেকে সুপ্রিয়ার স্বামী দিপাঞ্জন সরকারকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। তবে এ খালাসের বিরুদ্ধে বাদী উচ্চ আদালতে আপিল করবেন। দিপাঞ্জনসহ তাঁর মা-বাবা পালিয়ে ভারতে চলে গেছেন বলে জানা গেছে।
রায়ের পর সুপ্রিয়ার বাবা সুকুমার সাহা মামলা থেকে মূল আসামি দিপাঞ্জনকে খালাস দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, মূল আসামিসহ মৃত্যুদণ্ডপ্রাপ্ত সুপ্রিয়ার শ্বশুর-শাশুড়ি ভারতে পলাতক আছেন। তাদের সেখান থেকে ফেরত এনে সাজা কার্যকর করতে সরকারের কাছে দাবি করেন।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন জেলা দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আবদুস সালাম ও এপিপি মথুর নাথ সরকার। তাঁরা আদালতের এই রায়ে সন্তোষ প্রকাশ করেছেন।
তবে আসামিপক্ষে আইনজীবী আবদুর রহমান, নজরুল ইসলাম বাদশা এবং এ কে এম কায়সার বলেন, আদালতের রায়ে তাঁরা সন্তুষ্ট হতে পারেননি। উচ্চ আদালতে গেলে আসামিরা খালাস পাবেন বলে আশা তাঁদের। খুব শিগগির তাঁরা উচ্চ আদালতে রায়ের বিরুদ্ধে আপিল করবেন।
মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা গেছে, ২০১৬ সালে মানিকগঞ্জ পূর্ব দাশড়া কাটাখালী ব্রিজ এলাকার সুকুমার সাহার মেয়ে সুপ্রিয়া সাহার সঙ্গে একই এলাকার দিপাঞ্জন সরকারের বিয়ে হয়। তার আগে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। সুপ্রিয়া মানিকগঞ্জের সরকারি দেবেন্দ্র কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের বাংলা বিভাগের শিক্ষার্থী ছিলেন।
ওই বছরের ২৭ সেপ্টেম্বর রাতে পারিবারিক কলহের জেরে ভাড়াটে খুনিদের দিয়ে সুপ্রিয়াকে হত্যা করা হয়। হত্যার দিন সুপ্রিয়ার স্বামী ঢাকায় অবস্থান করায় তাঁর শ্বশুর-শাশুড়ি বিষয়টি ডাকাতি বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেন। পরদিন ২৮ সেপ্টেম্বর সুপ্রিয়ার বাবা সুকুমার সাহা দিপাঞ্জন সরকার, শ্বশুর দিলীপ সরকার ও শাশুড়ি গীতা সরকারসহ কয়েকজনকে জ্ঞাত আসামি করে মানিকগঞ্জ সদর থানায় হত্যা মামলা করেন।
মানিকগঞ্জ থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) মাসুদ মুন্সি মামলাটি তদন্ত করেন। তদন্ত শেষে এই মামলায় আটজনকে আসামি করা হয়। ২০১৬ সালের ২৯ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা মাসুদ মুন্সি সুপ্রিয়া হত্যা মামলায় সাতজন আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলায় মোট ১৪ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়। অবশেষে গতকাল দেওয়া হয় এ মামলার রায়।
মানিকগঞ্জে সুপ্রিয়া সাহা নামের এক গৃহবধূ হত্যা মামলায় তাঁর শ্বশুর ও শাশুড়িসহ তিনজনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত। একই সঙ্গে অপর তিন আসামির যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয়। এ ছাড়া প্রত্যেক আসামিকে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড করেছেন আদালত।
গতকাল মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জয়শ্রী সমদ্দার এ আদেশ দেন। এ সময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামি ও যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত দুই আসামি আদালতে উপস্থিত ছিলেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন সুপ্রিয়া সাহার শ্বশুর দিলীপ সরকার (৬০), শাশুড়ি গীতা সরকার (৪৫) ও মানিকগঞ্জ পৌর এলাকার পূর্ব দাশড়া গ্রামের মহাদেব রায় (২৭)। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন পূর্ব দাশড়া গ্রামের রঞ্জিত সাহা (২৬), একই গ্রামের বিষ্ণু পাল (২৬) এবং রঞ্জিত ঘোষ (২৭)।
এ মামলা থেকে সুপ্রিয়ার স্বামী দিপাঞ্জন সরকারকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। তবে এ খালাসের বিরুদ্ধে বাদী উচ্চ আদালতে আপিল করবেন। দিপাঞ্জনসহ তাঁর মা-বাবা পালিয়ে ভারতে চলে গেছেন বলে জানা গেছে।
রায়ের পর সুপ্রিয়ার বাবা সুকুমার সাহা মামলা থেকে মূল আসামি দিপাঞ্জনকে খালাস দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, মূল আসামিসহ মৃত্যুদণ্ডপ্রাপ্ত সুপ্রিয়ার শ্বশুর-শাশুড়ি ভারতে পলাতক আছেন। তাদের সেখান থেকে ফেরত এনে সাজা কার্যকর করতে সরকারের কাছে দাবি করেন।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন জেলা দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আবদুস সালাম ও এপিপি মথুর নাথ সরকার। তাঁরা আদালতের এই রায়ে সন্তোষ প্রকাশ করেছেন।
তবে আসামিপক্ষে আইনজীবী আবদুর রহমান, নজরুল ইসলাম বাদশা এবং এ কে এম কায়সার বলেন, আদালতের রায়ে তাঁরা সন্তুষ্ট হতে পারেননি। উচ্চ আদালতে গেলে আসামিরা খালাস পাবেন বলে আশা তাঁদের। খুব শিগগির তাঁরা উচ্চ আদালতে রায়ের বিরুদ্ধে আপিল করবেন।
মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা গেছে, ২০১৬ সালে মানিকগঞ্জ পূর্ব দাশড়া কাটাখালী ব্রিজ এলাকার সুকুমার সাহার মেয়ে সুপ্রিয়া সাহার সঙ্গে একই এলাকার দিপাঞ্জন সরকারের বিয়ে হয়। তার আগে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। সুপ্রিয়া মানিকগঞ্জের সরকারি দেবেন্দ্র কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের বাংলা বিভাগের শিক্ষার্থী ছিলেন।
ওই বছরের ২৭ সেপ্টেম্বর রাতে পারিবারিক কলহের জেরে ভাড়াটে খুনিদের দিয়ে সুপ্রিয়াকে হত্যা করা হয়। হত্যার দিন সুপ্রিয়ার স্বামী ঢাকায় অবস্থান করায় তাঁর শ্বশুর-শাশুড়ি বিষয়টি ডাকাতি বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেন। পরদিন ২৮ সেপ্টেম্বর সুপ্রিয়ার বাবা সুকুমার সাহা দিপাঞ্জন সরকার, শ্বশুর দিলীপ সরকার ও শাশুড়ি গীতা সরকারসহ কয়েকজনকে জ্ঞাত আসামি করে মানিকগঞ্জ সদর থানায় হত্যা মামলা করেন।
মানিকগঞ্জ থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) মাসুদ মুন্সি মামলাটি তদন্ত করেন। তদন্ত শেষে এই মামলায় আটজনকে আসামি করা হয়। ২০১৬ সালের ২৯ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা মাসুদ মুন্সি সুপ্রিয়া হত্যা মামলায় সাতজন আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলায় মোট ১৪ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়। অবশেষে গতকাল দেওয়া হয় এ মামলার রায়।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
৫ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৯ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৯ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৯ দিন আগে