শেরপুরে দুই ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড

শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২১, ১০: ২৬
আপডেট : ১৬ ডিসেম্বর ২০২১, ১৫: ৩৪

শেরপুরে পৃথক মামলায় দুই ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ মোহাম্মদ আল মামুন আসামিদের উপস্থিতিতে পৃথক এই রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্তরা হলেন- নালিতাবাড়ী উপজেলার গড়কান্দা মহল্লার মফিজুল ইসলাম কালু (৩৩) ও ঝিনাইগাতী উপজেলার তামাগাঁও গ্রামের বাচ্চু মিয়া (৫২)। একই সঙ্গে উভয় আসামিকে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও তিন মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট চন্দন কুমার পাল। তিনি জানান, বনিবনা না হওয়ায় মফিজুল ইসলাম কালুকে তালাক দিয়ে নালিতাবাড়ী উপজেলার উত্তর কোন্নগর এলাকার আরমান আলীর পুত্র বাবুল মিয়াকে (৩৫) বিয়ে করেন শাহিদা বেগম। এরপর শাহিদা বেগম স্বামী বাবুল মিয়ার সঙ্গে পার্শ্ববর্তী খুজিউরা গ্রামে আত্মীয়ের বাড়িতে বসবাস করছিল। কিন্তু ২০১৯ সালের ২৬ ফেব্রুয়ারি মধ্যরাতে বাবুল ও শাহিদা প্রকৃতির ডাকে ঘর থেকে বের হলে ওত পেতে থাকা মফিজুল ছুরি দিয়ে বাবুলকে কুপিয়ে হত্যা করে। এসময় শাহিদা ও স্থানীয় লোকজন কালুকে আটক করে পুলিশে দেয়। পরে সে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

অন্যদিকে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে ২০১৭ সালের ২৯ আগস্ট সন্ধ্যায় ঝিনাইগাতী উপজেলার ডাকাবর গ্রামের গোলাম রব্বানীর শিশুপুত্র ও স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী আল মামুনকে (৭) স্কুলের খেলার মাঠ থেকে কৌশলে ডেকে নিজ ঘরে নিয়ে গলাটিপে শ্বাসরোধ করে হত্যা করে বাচ্চু মিয়া।

এ ঘটনায় পরদিন মামলা হলে তদন্ত শেষে একই বছরের ৩০ নভেম্বর বাচ্চু মিয়া ও সহিতন নেছার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন এসআই খোকন চন্দ্র সরকার। বিচারিক পর্যায়ে বাদী, জবানবন্দি গ্রহণকারী ম্যাজিস্ট্রেট, চিকিৎসক ও তদন্ত কর্মকর্তাসহ ১৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বাচ্চু মিয়াকে দণ্ড দেওয়া হয়।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত