নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জ শহরের ২৬ শতাংশ মানুষ উচ্চ রক্তচাপ সমস্যায় ভুগছেন। একই ঝুঁকিতে রয়েছেন আরও ছয় শতাংশ মানুষ। সম্প্রতি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) দুই মাসব্যাপী উচ্চ রক্তচাপ ও স্থূলতাবিষয়ক স্ক্রিনিং কার্যক্রম পরিচালনা শেষে এমন তথ্য উঠে এসেছে।
গতকাল সোমবার নাসিকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় গণমাধ্যমকর্মী ও নাসিকের স্বাস্থ্যবিষয়ক কর্মকর্তা-কর্মচারীদের কাছে এসব তথ্য তুলে ধরা হয়। গত জুলাই ও আগস্ট মাসজুড়ে নারায়ণগঞ্জ শহর, সিদ্ধিরগঞ্জ ও বন্দরের মোট নয়টি ওয়ার্ডে এই স্ক্রিনিং কার্যক্রম চালায় নাসিক।
নাসিকের পাবলিক হেলথ কর্মকর্তা ডা. নিজাম আলী বলেন, দুই মাসব্যাপী কার্যক্রমে মোট ১১ হাজার ২৯২ জনকে পরীক্ষার আওতায় আনা হয়েছে। ১৮ থেকে ৬০ বছর বয়সীদের পরীক্ষা-নিরীক্ষা করে ২৬ শতাংশ মানুষের উচ্চ রক্তচাপে ভোগার তথ্য পাওয়া গেছে। একই ভাবে ছয় শতাংশ মানুষ এ রোগের ঝুঁকিতে আছেন। পাশাপাশি স্থুলতায় ভুগছেন অন্তত সাত শতাংশ মানুষ। পরীক্ষায় নারীদের তুলনায় পুরুষদের উচ্চ রক্তচাপে আক্রান্ত হওয়ার বিষয়টি লক্ষ করা গেছে। রোগীদের বড় একটি অংশ ডেস্কে বা একটি নির্দিষ্ট স্থানে বসেই বেশি কাজকর্ম করেন।
আরও বক্তব্য দেন নাসিকের নির্বাহী কর্মকর্তা (সিও) শহিদুল ইসলাম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা শেখ মোস্তফা আলী, পাবলিক হেলথ কর্মকর্তা নিজাম আলী, আরবান প্রকল্প পরিচালক ডা. নিসার হাসান, ইউনিসেফের ইপিআই স্পেশালিস্ট ফারহানা রহমান প্রমুখ।
নারায়ণগঞ্জ শহরের ২৬ শতাংশ মানুষ উচ্চ রক্তচাপ সমস্যায় ভুগছেন। একই ঝুঁকিতে রয়েছেন আরও ছয় শতাংশ মানুষ। সম্প্রতি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) দুই মাসব্যাপী উচ্চ রক্তচাপ ও স্থূলতাবিষয়ক স্ক্রিনিং কার্যক্রম পরিচালনা শেষে এমন তথ্য উঠে এসেছে।
গতকাল সোমবার নাসিকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় গণমাধ্যমকর্মী ও নাসিকের স্বাস্থ্যবিষয়ক কর্মকর্তা-কর্মচারীদের কাছে এসব তথ্য তুলে ধরা হয়। গত জুলাই ও আগস্ট মাসজুড়ে নারায়ণগঞ্জ শহর, সিদ্ধিরগঞ্জ ও বন্দরের মোট নয়টি ওয়ার্ডে এই স্ক্রিনিং কার্যক্রম চালায় নাসিক।
নাসিকের পাবলিক হেলথ কর্মকর্তা ডা. নিজাম আলী বলেন, দুই মাসব্যাপী কার্যক্রমে মোট ১১ হাজার ২৯২ জনকে পরীক্ষার আওতায় আনা হয়েছে। ১৮ থেকে ৬০ বছর বয়সীদের পরীক্ষা-নিরীক্ষা করে ২৬ শতাংশ মানুষের উচ্চ রক্তচাপে ভোগার তথ্য পাওয়া গেছে। একই ভাবে ছয় শতাংশ মানুষ এ রোগের ঝুঁকিতে আছেন। পাশাপাশি স্থুলতায় ভুগছেন অন্তত সাত শতাংশ মানুষ। পরীক্ষায় নারীদের তুলনায় পুরুষদের উচ্চ রক্তচাপে আক্রান্ত হওয়ার বিষয়টি লক্ষ করা গেছে। রোগীদের বড় একটি অংশ ডেস্কে বা একটি নির্দিষ্ট স্থানে বসেই বেশি কাজকর্ম করেন।
আরও বক্তব্য দেন নাসিকের নির্বাহী কর্মকর্তা (সিও) শহিদুল ইসলাম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা শেখ মোস্তফা আলী, পাবলিক হেলথ কর্মকর্তা নিজাম আলী, আরবান প্রকল্প পরিচালক ডা. নিসার হাসান, ইউনিসেফের ইপিআই স্পেশালিস্ট ফারহানা রহমান প্রমুখ।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে