পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালীতে বাবার করা মামলায় কারাগারে গেছেন শিক্ষক ছেলে। গত বৃহস্পতিবার রাতে শহরের কলেজ রোড এলাকা থেকে মো. মাহাবুব আলম লিটনকে (৪০) গ্রেপ্তার করে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
বাদীপক্ষের আইনজীবী মো. জাহিদুল ইসলাম (রকি) বলেন, লিটনের বাবা মো. আবুল হাশেম হাওলাদার পটুয়াখালী জেলা পরিষদের উচ্চমান সহকারী প্রকৌশলী শাখায় চাকরি করতেন। ২০০৭ সালে তিনি অবসরে যান। পরিবার নিয়ে শহরের কলেজ রোড এলাকার মৃধাবাড়ি সড়কের একটি বাড়িতে থাকতেন। লিটন বিভিন্ন সময়ে তাঁর বাবার কাছে টাকা দাবি করতেন এবং কয়েক লাখ টাকা হাতিয়ে নেন। পরবর্তী সময়ে টাকা দিতে না পারায় লিটন ও তাঁর স্ত্রী আকলিমা বেগম বিভিন্ন সময়ে তাঁর মা-বাবাকে শারীরিক নির্যাতন করতেন। একপর্যায়ে তাঁর মা-বাবাকে বাসা থেকে তাড়িয়ে দেন।
পরে আবুল হাশেম হাওলাদার একটি ভাড়া বাসায় উঠলে চলতি বছরের ৪ ফেব্রুয়ারি ওই বাসায় গিয়ে লিটন তাঁর মা-বাবার ওপর হামলা চালান। এ ঘটনায় মো. হাশেম হাওলাদার ৭ ফেব্রুয়ারি পটুয়াখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতে লিটনকে প্রধান আসামি ও ছেলের বউ আকলিমাকে আসামি করে একটি মামলা দায়ের করেন। বিচারক মামলাটি আমলে নিয়ে প্রধান আসামি মাহবুব আলম লিটনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ও আকলিমা বেগমের বিরুদ্ধে সমন জারি করেন।
আইনজীবী আরও বলেন, লিটন ও তাঁর স্ত্রী আকলিমা বেগম দুজনই স্কুলশিক্ষক। এ ছাড়া লিটনের বিরুদ্ধে তাঁর বাবা মো. হাশেম হাওলাদার ২০২১ সালের ১০ অক্টোবর পটুয়াখালী সদর থানায় এবং চলতি বছরের ২৩ জানুয়ারি পৌরসভায় লিখিতভাবেও অভিযোগ করেন।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা থাকায় মাহবুব আলম লিটনকে গ্রেপ্তার করা হয়। শহরের কলেজ রোড এলাকার বাসিন্দা মো. আবুল হাশেম হাওলাদারের ছেলে লিটন। তিনি গলাচিপা উপজেলা আমখোলা ইউনিয়নের দক্ষিণ বাউরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক।
পটুয়াখালীতে বাবার করা মামলায় কারাগারে গেছেন শিক্ষক ছেলে। গত বৃহস্পতিবার রাতে শহরের কলেজ রোড এলাকা থেকে মো. মাহাবুব আলম লিটনকে (৪০) গ্রেপ্তার করে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
বাদীপক্ষের আইনজীবী মো. জাহিদুল ইসলাম (রকি) বলেন, লিটনের বাবা মো. আবুল হাশেম হাওলাদার পটুয়াখালী জেলা পরিষদের উচ্চমান সহকারী প্রকৌশলী শাখায় চাকরি করতেন। ২০০৭ সালে তিনি অবসরে যান। পরিবার নিয়ে শহরের কলেজ রোড এলাকার মৃধাবাড়ি সড়কের একটি বাড়িতে থাকতেন। লিটন বিভিন্ন সময়ে তাঁর বাবার কাছে টাকা দাবি করতেন এবং কয়েক লাখ টাকা হাতিয়ে নেন। পরবর্তী সময়ে টাকা দিতে না পারায় লিটন ও তাঁর স্ত্রী আকলিমা বেগম বিভিন্ন সময়ে তাঁর মা-বাবাকে শারীরিক নির্যাতন করতেন। একপর্যায়ে তাঁর মা-বাবাকে বাসা থেকে তাড়িয়ে দেন।
পরে আবুল হাশেম হাওলাদার একটি ভাড়া বাসায় উঠলে চলতি বছরের ৪ ফেব্রুয়ারি ওই বাসায় গিয়ে লিটন তাঁর মা-বাবার ওপর হামলা চালান। এ ঘটনায় মো. হাশেম হাওলাদার ৭ ফেব্রুয়ারি পটুয়াখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতে লিটনকে প্রধান আসামি ও ছেলের বউ আকলিমাকে আসামি করে একটি মামলা দায়ের করেন। বিচারক মামলাটি আমলে নিয়ে প্রধান আসামি মাহবুব আলম লিটনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ও আকলিমা বেগমের বিরুদ্ধে সমন জারি করেন।
আইনজীবী আরও বলেন, লিটন ও তাঁর স্ত্রী আকলিমা বেগম দুজনই স্কুলশিক্ষক। এ ছাড়া লিটনের বিরুদ্ধে তাঁর বাবা মো. হাশেম হাওলাদার ২০২১ সালের ১০ অক্টোবর পটুয়াখালী সদর থানায় এবং চলতি বছরের ২৩ জানুয়ারি পৌরসভায় লিখিতভাবেও অভিযোগ করেন।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা থাকায় মাহবুব আলম লিটনকে গ্রেপ্তার করা হয়। শহরের কলেজ রোড এলাকার বাসিন্দা মো. আবুল হাশেম হাওলাদারের ছেলে লিটন। তিনি গলাচিপা উপজেলা আমখোলা ইউনিয়নের দক্ষিণ বাউরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
১ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৫ দিন আগে