নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আগামী জুলাই থেকে রাজধানীর অভিজাত এলাকা গুলশান, বনানী ও বারিধারায় হোল্ডিং ট্যাক্স বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। গতকাল গুলশানে ডিএনসিসির নগর ভবনে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানিয়ে মেয়র আতিকুল ইসলাম বলেন, বর্গফুট অনুযায়ী ভাড়া এখনকার চেয়ে ৩৩ শতাংশ বেশি ধরে নতুন ট্যাক্স নির্ধারণ করা হবে।
মেয়র বলেন, ‘ঢাকায় এখন ২০০৮ সালের বাড়িভাড়ার হার অনুযায়ী প্রতি বর্গফুটের ভাড়া ১৮ টাকা হিসাব করে সেটির ওপর হোল্ডিং ট্যাক্স আদায় করা হচ্ছে। এই রেট অনেক দিন ধরে চলে আসছে। জুলাই থেকে বর্গফুট অনুযায়ী ভাড়া আরও ৩৩ শতাংশ বেশি ধরা হবে। এখন অভিজাত এলাকার বাড়িভাড়া এত কম নয়। এ জন্য আমরা তা সমন্বয় করব। প্রতি বর্গফুট ১৮ টাকা থেকে ৩৩ শতাংশ বাড়িয়ে ২৪ টাকা ধরা হবে। প্রতি বর্গফুট ২৪ টাকা হিসাব করে যা ভাড়া আসবে, তার ওপর ১২ শতাংশ হবে হোল্ডিং ট্যাক্স।’
ডিএনসিসির হোল্ডিং ট্যাক্স আদায় কার্যক্রম অটোমেশনের আওতায় আনা উপলক্ষে আয়োজিত গতকালের ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম। অভিজাত এলাকায় হোল্ডিং ট্যাক্সের পাশাপাশি গ্যাস ও পানির দাম বাড়াতে সিটি করপোরেশনের কাছে প্রস্তাব রাখেন তিনি। তিনি বলেন, রাজধানীতে হোল্ডিং ট্যাক্স, পানি, গ্যাস, বিদ্যুৎসহ অন্যান্য সেবার জন্য অঞ্চলভিত্তিক মূল্য নির্ধারণ করতে হবে।
তাজুল ইসলাম বলেন, ‘গুলশান, বনানী, বারিধারার মতো অভিজাত এলাকা এবং যাত্রাবাড়ীর পানি, বিদ্যুৎ, গ্যাসসহ অন্যান্য ইউটিলিটিক্যাল সার্ভিসের চার্জ যদি সমান হয়, তাহলে সবাই তো অভিজাত এলাকায় থাকতে চাইবে। কেউ তো যাত্রাবাড়ী বা কম সুযোগ-সুবিধাসংবলিত এলাকায় থাকবে না। তাই জোনভিত্তিক সার্ভিসের মূল্য নির্ধারণ করা এখন সময়ের দাবি।’
অটোমেশন কার্যক্রমের ফলে কর আদায়ে ভোগান্তি ও দুর্নীতি নিয়ে নাগরিকদের অভিযোগ কমে আসবে আশা করে মেয়র আতিক বলেন, ‘ট্যাক্স কালেক্টররা অসততা করেন, মানুষকে ভয়ভীতি দেখিয়ে হয়রানি করেন। ১০ জনের কাছ থেকে ট্যাক্স নেন, আটটি মানি রিসিট সিটি করপোরেশনকে দেন, দুটি দেন না। এমন হাজারো ঝামেলা আমি দেখছি।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের সভাপতি মো. জসিম উদ্দিন, নগর গবেষণা কেন্দ্রের সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম, বিজিএমইএর সহসভাপতি শহীদুল আজিম, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা প্রমুখ।
অভিজাত এলাকায় হোল্ডিং ট্যাক্স বাড়ানোর সিদ্ধান্ত প্রসঙ্গে জানতে চাইলে গুলশান সোসাইটির সভাপতি ড. এ টি এম শামসুল হুদা আজকের পত্রিকাকে বলেন, ‘ডিএনসিসির মেয়র কী বলছেন, কেন বলছেন, তা বুঝে নিতে হবে। এর আগে এ বিষয়ে মন্তব্য করা ঠিক হবে না।’
আগামী জুলাই থেকে রাজধানীর অভিজাত এলাকা গুলশান, বনানী ও বারিধারায় হোল্ডিং ট্যাক্স বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। গতকাল গুলশানে ডিএনসিসির নগর ভবনে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানিয়ে মেয়র আতিকুল ইসলাম বলেন, বর্গফুট অনুযায়ী ভাড়া এখনকার চেয়ে ৩৩ শতাংশ বেশি ধরে নতুন ট্যাক্স নির্ধারণ করা হবে।
মেয়র বলেন, ‘ঢাকায় এখন ২০০৮ সালের বাড়িভাড়ার হার অনুযায়ী প্রতি বর্গফুটের ভাড়া ১৮ টাকা হিসাব করে সেটির ওপর হোল্ডিং ট্যাক্স আদায় করা হচ্ছে। এই রেট অনেক দিন ধরে চলে আসছে। জুলাই থেকে বর্গফুট অনুযায়ী ভাড়া আরও ৩৩ শতাংশ বেশি ধরা হবে। এখন অভিজাত এলাকার বাড়িভাড়া এত কম নয়। এ জন্য আমরা তা সমন্বয় করব। প্রতি বর্গফুট ১৮ টাকা থেকে ৩৩ শতাংশ বাড়িয়ে ২৪ টাকা ধরা হবে। প্রতি বর্গফুট ২৪ টাকা হিসাব করে যা ভাড়া আসবে, তার ওপর ১২ শতাংশ হবে হোল্ডিং ট্যাক্স।’
ডিএনসিসির হোল্ডিং ট্যাক্স আদায় কার্যক্রম অটোমেশনের আওতায় আনা উপলক্ষে আয়োজিত গতকালের ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম। অভিজাত এলাকায় হোল্ডিং ট্যাক্সের পাশাপাশি গ্যাস ও পানির দাম বাড়াতে সিটি করপোরেশনের কাছে প্রস্তাব রাখেন তিনি। তিনি বলেন, রাজধানীতে হোল্ডিং ট্যাক্স, পানি, গ্যাস, বিদ্যুৎসহ অন্যান্য সেবার জন্য অঞ্চলভিত্তিক মূল্য নির্ধারণ করতে হবে।
তাজুল ইসলাম বলেন, ‘গুলশান, বনানী, বারিধারার মতো অভিজাত এলাকা এবং যাত্রাবাড়ীর পানি, বিদ্যুৎ, গ্যাসসহ অন্যান্য ইউটিলিটিক্যাল সার্ভিসের চার্জ যদি সমান হয়, তাহলে সবাই তো অভিজাত এলাকায় থাকতে চাইবে। কেউ তো যাত্রাবাড়ী বা কম সুযোগ-সুবিধাসংবলিত এলাকায় থাকবে না। তাই জোনভিত্তিক সার্ভিসের মূল্য নির্ধারণ করা এখন সময়ের দাবি।’
অটোমেশন কার্যক্রমের ফলে কর আদায়ে ভোগান্তি ও দুর্নীতি নিয়ে নাগরিকদের অভিযোগ কমে আসবে আশা করে মেয়র আতিক বলেন, ‘ট্যাক্স কালেক্টররা অসততা করেন, মানুষকে ভয়ভীতি দেখিয়ে হয়রানি করেন। ১০ জনের কাছ থেকে ট্যাক্স নেন, আটটি মানি রিসিট সিটি করপোরেশনকে দেন, দুটি দেন না। এমন হাজারো ঝামেলা আমি দেখছি।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের সভাপতি মো. জসিম উদ্দিন, নগর গবেষণা কেন্দ্রের সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম, বিজিএমইএর সহসভাপতি শহীদুল আজিম, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা প্রমুখ।
অভিজাত এলাকায় হোল্ডিং ট্যাক্স বাড়ানোর সিদ্ধান্ত প্রসঙ্গে জানতে চাইলে গুলশান সোসাইটির সভাপতি ড. এ টি এম শামসুল হুদা আজকের পত্রিকাকে বলেন, ‘ডিএনসিসির মেয়র কী বলছেন, কেন বলছেন, তা বুঝে নিতে হবে। এর আগে এ বিষয়ে মন্তব্য করা ঠিক হবে না।’
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
১ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৫ দিন আগে