ফারুক মেহেদী, কাতার থেকে
কাতার বিশ্বকাপের প্রথম খেলা শেষ করেছে আর্জেন্টিনা ও ব্রাজিল। সারা বিশ্বে ছড়িয়ে-ছিটিয়ে থাকা কৌতূহলী দর্শক-সমর্থকে এগিয়ে বিশ্ব ফুটবলের এই জনপ্রিয় দুটি দল।
এক দল হারলে ভেতরে ভেতরে আরেক দলের সমর্থকদের আনন্দ! এরই মধ্যে নিজেদের প্রথম খেলায় হেরে বসে আছে আর্জেন্টিনা। আর ব্রাজিল প্রথম খেলায় জিতে এগিয়ে রয়েছে।
বিশ্বকাপের আয়োজক দেশ কাতারেও এই দুই দলের সমর্থকেরা নিজেদের দলের জয়-পরাজয় নিয়ে সোচ্চার। তবে এটা মানতেই হবে, ব্রাজিল-আর্জেন্টিনার বাইরে আর কোনো দলের খেলায় এত আগ্রহ-কৌতূহল দেখা যাচ্ছে না।
আর্জেন্টিনা ২২ নভেম্বর অপেক্ষাকৃত ছোট দল সৌদি আরবের কাছে হেরেছে। যারা এই হারকে উপভোগ করেছেন, তাঁদের বেশির ভাগই ব্রাজিলের সমর্থক। ফলে জয়ের উল্লাসে সৌদি সমর্থকদের সঙ্গে তাঁদের যুক্ত হতে কোনো সমস্যাই হয়নি। আর ব্রাজিলের জার্সি পরে এসে আর্জেন্টিনার খেলা দেখার সময় তাঁরা ভিড়ে গেছেন সৌদির সমর্থকদের সঙ্গে।
এমনই একজন ভারতের অনিরুদ্ধ সরকার। আর্জেন্টিনার হারের পর তাঁর প্রতিক্রিয়া, ‘অনেক খুশি লাগছে যে, আর্জেন্টিনা হারল।’ সৌদির জয়ে যতটা না খুশি, তার চেয়ে বেশি খুশি মনে হলো আর্জেন্টিনার হারে। একই স্থানে একসঙ্গে খেলা দেখেছেন একদল আর্জেন্টিনা সমর্থক। তাঁরা ভেবেছিলেন, তাঁদের প্রিয় দল সৌদিকে গোলের মালা পরাবে। কিন্তু খেলা শেষে একজন (প্রবাসী বাংলাদেশি) বলেই ফেললেন, ‘এভাবে আর্জেন্টিনা হেরে যাবে, তা ভাবতে পারিনি।’
২৩ নভেম্বর আল থুমামা স্টেডিয়ামে স্পেন-কোস্টারিকার খেলার দিন কথা হয় ইংল্যান্ডের নাগরিক ও আর্জেন্টাইন সমর্থক রবার্ট স্মিথের সঙ্গে। বললেন, ‘নিজ দেশের বাইরে তিনি আর্জেন্টিনার সমর্থক। দলটি আরও ভালো খেলতে পারত। সামনে হয়তো জিতবে, আবার না-ও জিততে পারে।’
এভাবে গত কয়েক দিন কাতারে অনেক আর্জেন্টাইন সমর্থকের সঙ্গে কথা হয়। কিছু জানতে চাইলে তাঁরা বিব্রত হচ্ছেন। বলেন, ‘দলটি হতাশ করল। সামনে জিতবে কি না—এই গ্যারান্টি নেই।’
ব্রাজিল-সার্বিয়ার খেলার দিনও অনেক আর্জেন্টাইন সমর্থক খেলা দেখতে স্ক্রিনের সামনে বসেছিলেন এই কামনায় যে, ব্রাজিল হারবে। এ রকমই জার্সি পরা একদল বিদেশি আর্জেন্টাইন সমর্থককে পাওয়া যায় মল অব কাতারের জায়ান্ট স্ক্রিনের সামনে। তাঁরা একটি রেস্টুরেন্টের টেবিল রিজার্ভ করে বসে খেলা দেখছেন। যখনই সার্বিয়া আক্রমণ করেছে, তাঁরা খুশিতে লাফিয়ে উঠছেন। আর সার্বিয়ার গোলপোস্টের দিকে বল গেলেই চুপসে যায় যাবতীয় উত্তেজনা। একপর্যায়ে যখন সার্বিয়া একে একে দুটি গোল খেয়ে ফেলে, তখন আর্জেন্টিনার সমর্থকদের টেবিল ছেড়ে নীরবে চলে যেতে দেখা যায়।
ঠিক উল্টো চিত্র ব্রাজিল শিবিরে। এই শিবিরের প্রবাসী বাংলাদেশিরা বলছেন, ব্রাজিল অনেক শক্তিশালী দল। ভালো খেলেই তারা সার্বিয়াকে হারিয়েছে। প্রিয় দলের জয়ের পর খাসি জবাই করে ভূরিভোজ করেছেন বলে শোনা যাচ্ছে। তাঁদের বিশ্বাস, শেষ পর্যন্ত ব্রাজিলই ফাইনালে খেলবে।
এসব বিষয়ে কাতারে খেলা দেখতে আসা জার্মানির সমর্থক মেজর জেনারেল (অব.) জীবন কানাই দাস বলছেন, ‘আর্জেন্টিনা একটি খেলায় হেরেছে বলে এখনই এত হতাশ হওয়ার কিছু নেই। পরবর্তী দুটি ম্যাচে জিতে পূর্ণ পয়েন্ট পেয়ে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার মতো ফায়ার পাওয়ার তাদের রয়েছে।’ ব্রাজিলের ব্যাপারে তাঁর ধারণা, তারা এ টুর্নামেন্টে আরও অনেক দূর যাবে।
কাতার বিশ্বকাপের প্রথম খেলা শেষ করেছে আর্জেন্টিনা ও ব্রাজিল। সারা বিশ্বে ছড়িয়ে-ছিটিয়ে থাকা কৌতূহলী দর্শক-সমর্থকে এগিয়ে বিশ্ব ফুটবলের এই জনপ্রিয় দুটি দল।
এক দল হারলে ভেতরে ভেতরে আরেক দলের সমর্থকদের আনন্দ! এরই মধ্যে নিজেদের প্রথম খেলায় হেরে বসে আছে আর্জেন্টিনা। আর ব্রাজিল প্রথম খেলায় জিতে এগিয়ে রয়েছে।
বিশ্বকাপের আয়োজক দেশ কাতারেও এই দুই দলের সমর্থকেরা নিজেদের দলের জয়-পরাজয় নিয়ে সোচ্চার। তবে এটা মানতেই হবে, ব্রাজিল-আর্জেন্টিনার বাইরে আর কোনো দলের খেলায় এত আগ্রহ-কৌতূহল দেখা যাচ্ছে না।
আর্জেন্টিনা ২২ নভেম্বর অপেক্ষাকৃত ছোট দল সৌদি আরবের কাছে হেরেছে। যারা এই হারকে উপভোগ করেছেন, তাঁদের বেশির ভাগই ব্রাজিলের সমর্থক। ফলে জয়ের উল্লাসে সৌদি সমর্থকদের সঙ্গে তাঁদের যুক্ত হতে কোনো সমস্যাই হয়নি। আর ব্রাজিলের জার্সি পরে এসে আর্জেন্টিনার খেলা দেখার সময় তাঁরা ভিড়ে গেছেন সৌদির সমর্থকদের সঙ্গে।
এমনই একজন ভারতের অনিরুদ্ধ সরকার। আর্জেন্টিনার হারের পর তাঁর প্রতিক্রিয়া, ‘অনেক খুশি লাগছে যে, আর্জেন্টিনা হারল।’ সৌদির জয়ে যতটা না খুশি, তার চেয়ে বেশি খুশি মনে হলো আর্জেন্টিনার হারে। একই স্থানে একসঙ্গে খেলা দেখেছেন একদল আর্জেন্টিনা সমর্থক। তাঁরা ভেবেছিলেন, তাঁদের প্রিয় দল সৌদিকে গোলের মালা পরাবে। কিন্তু খেলা শেষে একজন (প্রবাসী বাংলাদেশি) বলেই ফেললেন, ‘এভাবে আর্জেন্টিনা হেরে যাবে, তা ভাবতে পারিনি।’
২৩ নভেম্বর আল থুমামা স্টেডিয়ামে স্পেন-কোস্টারিকার খেলার দিন কথা হয় ইংল্যান্ডের নাগরিক ও আর্জেন্টাইন সমর্থক রবার্ট স্মিথের সঙ্গে। বললেন, ‘নিজ দেশের বাইরে তিনি আর্জেন্টিনার সমর্থক। দলটি আরও ভালো খেলতে পারত। সামনে হয়তো জিতবে, আবার না-ও জিততে পারে।’
এভাবে গত কয়েক দিন কাতারে অনেক আর্জেন্টাইন সমর্থকের সঙ্গে কথা হয়। কিছু জানতে চাইলে তাঁরা বিব্রত হচ্ছেন। বলেন, ‘দলটি হতাশ করল। সামনে জিতবে কি না—এই গ্যারান্টি নেই।’
ব্রাজিল-সার্বিয়ার খেলার দিনও অনেক আর্জেন্টাইন সমর্থক খেলা দেখতে স্ক্রিনের সামনে বসেছিলেন এই কামনায় যে, ব্রাজিল হারবে। এ রকমই জার্সি পরা একদল বিদেশি আর্জেন্টাইন সমর্থককে পাওয়া যায় মল অব কাতারের জায়ান্ট স্ক্রিনের সামনে। তাঁরা একটি রেস্টুরেন্টের টেবিল রিজার্ভ করে বসে খেলা দেখছেন। যখনই সার্বিয়া আক্রমণ করেছে, তাঁরা খুশিতে লাফিয়ে উঠছেন। আর সার্বিয়ার গোলপোস্টের দিকে বল গেলেই চুপসে যায় যাবতীয় উত্তেজনা। একপর্যায়ে যখন সার্বিয়া একে একে দুটি গোল খেয়ে ফেলে, তখন আর্জেন্টিনার সমর্থকদের টেবিল ছেড়ে নীরবে চলে যেতে দেখা যায়।
ঠিক উল্টো চিত্র ব্রাজিল শিবিরে। এই শিবিরের প্রবাসী বাংলাদেশিরা বলছেন, ব্রাজিল অনেক শক্তিশালী দল। ভালো খেলেই তারা সার্বিয়াকে হারিয়েছে। প্রিয় দলের জয়ের পর খাসি জবাই করে ভূরিভোজ করেছেন বলে শোনা যাচ্ছে। তাঁদের বিশ্বাস, শেষ পর্যন্ত ব্রাজিলই ফাইনালে খেলবে।
এসব বিষয়ে কাতারে খেলা দেখতে আসা জার্মানির সমর্থক মেজর জেনারেল (অব.) জীবন কানাই দাস বলছেন, ‘আর্জেন্টিনা একটি খেলায় হেরেছে বলে এখনই এত হতাশ হওয়ার কিছু নেই। পরবর্তী দুটি ম্যাচে জিতে পূর্ণ পয়েন্ট পেয়ে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার মতো ফায়ার পাওয়ার তাদের রয়েছে।’ ব্রাজিলের ব্যাপারে তাঁর ধারণা, তারা এ টুর্নামেন্টে আরও অনেক দূর যাবে।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৬ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৬ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৬ দিন আগে