নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
নগরের লালখান বাজার ওয়ার্ডের কাউন্সিলর ও চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি আবুল হাসনাত মোহাম্মদ বেলালের বিরুদ্ধে একগাদা অভিযোগ তুলেছে ওয়ার্ড আওয়ামী লীগের একাংশ। গতকাল শনিবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এই অভিযোগ তোলেন ওয়ার্ড আওয়ামী লীগের ক, খ ও গ ইউনিটের নেতারা।
সংবাদ সম্মেলনে চার পৃষ্ঠার লিখিত বক্তব্য পড়ে শোনান গ ইউনিটের সাধারণ সম্পাদক সমীর দাস। দীর্ঘ বক্তব্যে কাউন্সিলর দরিদ্র পরিবারের ফ্যামিলি কার্ড নিজের লোকদের কাছে বিতরণ করার অভিযোগ করা হয়। বলা হয়, ‘সরকারিভাবে ১ কোটি দরিদ্র পরিবারের মাঝে বিশেষ কার্ড দেওয়ার নির্দেশনা দেওয়ার পর লালখান বাজার এলাকার অধিকাংশ দরিদ্র পরিবার এই কার্ড পেতে বারবার কাউন্সিলর অফিসে ধরনা দিয়েছে। কিন্তু তারা কার্ড পায়নি। বিএনপি নেতা-কর্মীদের মাধ্যমে টিসিবির কার্ড বিতরণ করা হয়েছে। অনুগতদের কার্ড দেওয়া হয়েছে। এতে সরকার ও আওয়ামী লীগের ভাবমূর্তি বিনষ্ট হয়েছে।’
সংবাদ সম্মেলনে কাউন্সিলরকে ‘কিশোর গ্যাংয়ের লিডার’ উল্লেখ করে তাঁর এক বছর আগে নির্বাচিত হওয়ার পদ্ধতি নিয়েও প্রশ্ন তোলা হয়। বলা হয়, দলীয় হাইকমান্ডের কাছে ভুয়া তথ্য দিয়ে দলীয় মনোনয়ন বাগিয়ে নেন বেলাল। পরে ভুয়া প্রতিশ্রুতি দিয়ে সন্ত্রাসী গ্রুপ নিয়ে নির্বাচনে শোভাযাত্রা করে ভোটার ও প্রার্থীদের বাসায় বাসায় গিয়ে ভয়ভীতি দেখিয়ে কাউন্সিলর বনে যান। নির্বাচিত হওয়ার পর আরও বেপরোয়া হয়ে দলীয় নেতা-কর্মীদের ব্যাপক নির্যাতন-নিপীড়ন ও মামলায় আটকাতে ব্যস্ত হয়ে পড়েন।
কাউন্সিলর শিক্ষার্থী ও যুবকদের মাদকের নেশায় বুঁদ করে তাদের দিয়ে জুয়া খেলায় মত্ত করে রমরমা ব্যবসা চালাচ্ছেন বলেও অভিযোগ তোলা হয় সংবাদ সম্মেলনে। লিখিত বক্তব্যে বলা হয়, ‘ওয়াসা মোড় এলাকায় মুনতাসির ভবনসহ ওয়ার্ডের বিভিন্ন স্থানে মদ ও জুয়ার আসর বসানো হচ্ছে। এতে পুরো এলাকায় সামাজিক অবক্ষয়, ছিনতাই, চুরি, রাহাজানিসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড বৃদ্ধি পেয়েছে।’ কাউন্সিলের ‘লাগাম টেনে’ ধরতে প্রয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করার ঘোষণাও দেওয়া হয় সংবাদ সম্মেলনে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের ক ইউনিটের সভাপতি শফিউল আলম ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, খ ইউনিটের সভাপতি এস এম ইব্রাহিম ও সাধারণ সম্পাদক আসলাম হোসেন মাসুম এবং গ ইউনিটের সভাপতি নুরুল আলম।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে কাউন্সিলর আবুল হাসনাত মোহাম্মদ বেলাল বলেন, ‘এসব কথা ভিত্তিহীন। নির্বাচন হয়েছে এক বছর আগে। এত দিন পর সেই প্রসঙ্গ আনা অবান্তর। ফ্যামিলি কার্ডগুলো রাজনৈতিক পরিচয় নয়, মানুষ বিবেচনায় বিতরণ করা হয়েছে। এগুলো পেয়েছেন যাঁদের প্রয়োজন তাঁরা। তাঁরা চাইলে সেই তালিকা সংগ্রহ করে দেখতে পারেন। আর যাঁরা সংবাদ সম্মেলন করেছেন, তাঁরা বিভিন্ন ইউনিটের সভাপতি-সাধারণ পরিচয় দিচ্ছেন, সেটিও তো অবৈধ। কেননা কমিটি এখনো অনুমোদন পায়নি।’
নগরের লালখান বাজার ওয়ার্ডের কাউন্সিলর ও চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি আবুল হাসনাত মোহাম্মদ বেলালের বিরুদ্ধে একগাদা অভিযোগ তুলেছে ওয়ার্ড আওয়ামী লীগের একাংশ। গতকাল শনিবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এই অভিযোগ তোলেন ওয়ার্ড আওয়ামী লীগের ক, খ ও গ ইউনিটের নেতারা।
সংবাদ সম্মেলনে চার পৃষ্ঠার লিখিত বক্তব্য পড়ে শোনান গ ইউনিটের সাধারণ সম্পাদক সমীর দাস। দীর্ঘ বক্তব্যে কাউন্সিলর দরিদ্র পরিবারের ফ্যামিলি কার্ড নিজের লোকদের কাছে বিতরণ করার অভিযোগ করা হয়। বলা হয়, ‘সরকারিভাবে ১ কোটি দরিদ্র পরিবারের মাঝে বিশেষ কার্ড দেওয়ার নির্দেশনা দেওয়ার পর লালখান বাজার এলাকার অধিকাংশ দরিদ্র পরিবার এই কার্ড পেতে বারবার কাউন্সিলর অফিসে ধরনা দিয়েছে। কিন্তু তারা কার্ড পায়নি। বিএনপি নেতা-কর্মীদের মাধ্যমে টিসিবির কার্ড বিতরণ করা হয়েছে। অনুগতদের কার্ড দেওয়া হয়েছে। এতে সরকার ও আওয়ামী লীগের ভাবমূর্তি বিনষ্ট হয়েছে।’
সংবাদ সম্মেলনে কাউন্সিলরকে ‘কিশোর গ্যাংয়ের লিডার’ উল্লেখ করে তাঁর এক বছর আগে নির্বাচিত হওয়ার পদ্ধতি নিয়েও প্রশ্ন তোলা হয়। বলা হয়, দলীয় হাইকমান্ডের কাছে ভুয়া তথ্য দিয়ে দলীয় মনোনয়ন বাগিয়ে নেন বেলাল। পরে ভুয়া প্রতিশ্রুতি দিয়ে সন্ত্রাসী গ্রুপ নিয়ে নির্বাচনে শোভাযাত্রা করে ভোটার ও প্রার্থীদের বাসায় বাসায় গিয়ে ভয়ভীতি দেখিয়ে কাউন্সিলর বনে যান। নির্বাচিত হওয়ার পর আরও বেপরোয়া হয়ে দলীয় নেতা-কর্মীদের ব্যাপক নির্যাতন-নিপীড়ন ও মামলায় আটকাতে ব্যস্ত হয়ে পড়েন।
কাউন্সিলর শিক্ষার্থী ও যুবকদের মাদকের নেশায় বুঁদ করে তাদের দিয়ে জুয়া খেলায় মত্ত করে রমরমা ব্যবসা চালাচ্ছেন বলেও অভিযোগ তোলা হয় সংবাদ সম্মেলনে। লিখিত বক্তব্যে বলা হয়, ‘ওয়াসা মোড় এলাকায় মুনতাসির ভবনসহ ওয়ার্ডের বিভিন্ন স্থানে মদ ও জুয়ার আসর বসানো হচ্ছে। এতে পুরো এলাকায় সামাজিক অবক্ষয়, ছিনতাই, চুরি, রাহাজানিসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড বৃদ্ধি পেয়েছে।’ কাউন্সিলের ‘লাগাম টেনে’ ধরতে প্রয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করার ঘোষণাও দেওয়া হয় সংবাদ সম্মেলনে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের ক ইউনিটের সভাপতি শফিউল আলম ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, খ ইউনিটের সভাপতি এস এম ইব্রাহিম ও সাধারণ সম্পাদক আসলাম হোসেন মাসুম এবং গ ইউনিটের সভাপতি নুরুল আলম।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে কাউন্সিলর আবুল হাসনাত মোহাম্মদ বেলাল বলেন, ‘এসব কথা ভিত্তিহীন। নির্বাচন হয়েছে এক বছর আগে। এত দিন পর সেই প্রসঙ্গ আনা অবান্তর। ফ্যামিলি কার্ডগুলো রাজনৈতিক পরিচয় নয়, মানুষ বিবেচনায় বিতরণ করা হয়েছে। এগুলো পেয়েছেন যাঁদের প্রয়োজন তাঁরা। তাঁরা চাইলে সেই তালিকা সংগ্রহ করে দেখতে পারেন। আর যাঁরা সংবাদ সম্মেলন করেছেন, তাঁরা বিভিন্ন ইউনিটের সভাপতি-সাধারণ পরিচয় দিচ্ছেন, সেটিও তো অবৈধ। কেননা কমিটি এখনো অনুমোদন পায়নি।’
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
১ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৫ দিন আগে