রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের রৌমারীতে কালবৈশাখীর আঘাতে ছবিয়া খাতুন (৪৩) নামে এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন। গত মঙ্গলবার রাতে এই ঝড় হয়। কালবৈশাখীর আঘাতে ঘরবাড়ি, গাছপালা, বৈদ্যুতিক খুঁটি ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানা গেছে। নিহত ও আহতদের বাড়ি পরিদর্শন করেছেন রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেল ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তারা আজিজুর রহমান।
নিহত ছবিয়া খাতুন উপজেলার যাদুরচর ইউনিয়নের কোমরভাঙ্গী (ভিটাপাড়া) গ্রামের দুলাল হোসেনের স্ত্রী। আহতরা হলেন একই গ্রামের শাহাদৎ হোসেন (৫৫), লালবানু (৩৫), লালকুড়া গ্রামের নুর হোসেন (৩৫), আব্দুল হাই (৪০), লুৎফর রহমান (৪৫), মরিয়ম (৩৫), ফরিজল (৪৫), আছমা খাতুন (৩৫), হনুফা (২৫), মিনহাজ (৪০), হারিজ (২৮)। বন্দবেড় ইউনিয়নের ফলুয়ারচর গ্রামের মামুন মিয়া (৪৩)।
নিহত ছবিয়ার স্বামী দুলাল হোসেন বলেন, ‘আকাশ খারাপ দেখে আমরা বাড়ি উঠানে রাখা ভুট্টা ঘরে তুলতে ছিলাম। এ সময় কালবৈশাখীর তান্ডবে একটি গাছ ভেঙে আমাদের ওপর পরে আমার স্ত্রী মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যায়।’
বকবান্দা নামাপাড়া গ্রামের ফজর আলী বলেন, ‘অনেক কষ্ট করে টাকা জমিয়ে একটি নতুন বাড়ি বানিয়ে ছিলাম। মঙ্গলবার সন্ধ্যায় মিলাদ মাহফিল করা হয়। খাওয়াদাওয়া শেষ হয়নি এমন সময় প্রচণ্ড কালবৈশাখী ঝড়ে আমার নতুন বাড়ি উড়ে নিয়ে গেছে।
‘চালের একটি টিনেরও খোঁজ পাইনি। এখন কীভাবে থাকব, কী দিয়ে ঘর তুলব, এই চিন্তায় দিশেহারা হয়ে পরেছি।’ তিনি আক্ষেপ করে আরও বলেন, ‘হায়রে কপাল! নতুন বাড়িতে একটি রাতও থাকা হলো না আমার!’
রৌমারী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজিজুর রহমান বলেন, উপজেলার রৌমারী সদর, বন্দবেড় ও যাদুরচর ইউনিয়নের ওপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখীতে ৪টি বাড়ি নিশ্চিহ্ন, ৩ শতাধিক ঘর ভেঙে গেছে, উল্টে গেছে ৫টি বৈদ্যুতিক খুটি, তার বিচ্ছিন্ন ৫৭ স্থানে, বোরো ধান, ভুট্টাসহ বিভিন্ন ফসল ও গাছের ব্যাপক ক্ষতি হয়েছে। আনুমানিক ৩ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম রাসেল বলেন, ‘আমি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছি। নিহত পরিবারকে ৫ হাজার টাকা ও ৫০ কেজির ১ বস্তা চাল দেওয়া হয়েছে। যে ৪টি বাড়ি নিশ্চিহ্ন হয়েছে তাদের প্রাথমিক ভাবে চাল ও ৬টি তাঁবু দেওয়া হয়েছে।’
কুড়িগ্রামের রৌমারীতে কালবৈশাখীর আঘাতে ছবিয়া খাতুন (৪৩) নামে এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন। গত মঙ্গলবার রাতে এই ঝড় হয়। কালবৈশাখীর আঘাতে ঘরবাড়ি, গাছপালা, বৈদ্যুতিক খুঁটি ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানা গেছে। নিহত ও আহতদের বাড়ি পরিদর্শন করেছেন রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেল ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তারা আজিজুর রহমান।
নিহত ছবিয়া খাতুন উপজেলার যাদুরচর ইউনিয়নের কোমরভাঙ্গী (ভিটাপাড়া) গ্রামের দুলাল হোসেনের স্ত্রী। আহতরা হলেন একই গ্রামের শাহাদৎ হোসেন (৫৫), লালবানু (৩৫), লালকুড়া গ্রামের নুর হোসেন (৩৫), আব্দুল হাই (৪০), লুৎফর রহমান (৪৫), মরিয়ম (৩৫), ফরিজল (৪৫), আছমা খাতুন (৩৫), হনুফা (২৫), মিনহাজ (৪০), হারিজ (২৮)। বন্দবেড় ইউনিয়নের ফলুয়ারচর গ্রামের মামুন মিয়া (৪৩)।
নিহত ছবিয়ার স্বামী দুলাল হোসেন বলেন, ‘আকাশ খারাপ দেখে আমরা বাড়ি উঠানে রাখা ভুট্টা ঘরে তুলতে ছিলাম। এ সময় কালবৈশাখীর তান্ডবে একটি গাছ ভেঙে আমাদের ওপর পরে আমার স্ত্রী মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যায়।’
বকবান্দা নামাপাড়া গ্রামের ফজর আলী বলেন, ‘অনেক কষ্ট করে টাকা জমিয়ে একটি নতুন বাড়ি বানিয়ে ছিলাম। মঙ্গলবার সন্ধ্যায় মিলাদ মাহফিল করা হয়। খাওয়াদাওয়া শেষ হয়নি এমন সময় প্রচণ্ড কালবৈশাখী ঝড়ে আমার নতুন বাড়ি উড়ে নিয়ে গেছে।
‘চালের একটি টিনেরও খোঁজ পাইনি। এখন কীভাবে থাকব, কী দিয়ে ঘর তুলব, এই চিন্তায় দিশেহারা হয়ে পরেছি।’ তিনি আক্ষেপ করে আরও বলেন, ‘হায়রে কপাল! নতুন বাড়িতে একটি রাতও থাকা হলো না আমার!’
রৌমারী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজিজুর রহমান বলেন, উপজেলার রৌমারী সদর, বন্দবেড় ও যাদুরচর ইউনিয়নের ওপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখীতে ৪টি বাড়ি নিশ্চিহ্ন, ৩ শতাধিক ঘর ভেঙে গেছে, উল্টে গেছে ৫টি বৈদ্যুতিক খুটি, তার বিচ্ছিন্ন ৫৭ স্থানে, বোরো ধান, ভুট্টাসহ বিভিন্ন ফসল ও গাছের ব্যাপক ক্ষতি হয়েছে। আনুমানিক ৩ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম রাসেল বলেন, ‘আমি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছি। নিহত পরিবারকে ৫ হাজার টাকা ও ৫০ কেজির ১ বস্তা চাল দেওয়া হয়েছে। যে ৪টি বাড়ি নিশ্চিহ্ন হয়েছে তাদের প্রাথমিক ভাবে চাল ও ৬টি তাঁবু দেওয়া হয়েছে।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে