Ajker Patrika

ইটভাটায় মাটি বিক্রির জন্য চলছে খাল খনন

লক্ষ্মীপুর ও রায়পুর প্রতিনিধি
আপডেট : ০১ এপ্রিল ২০২২, ১৮: ৩৫
ইটভাটায় মাটি বিক্রির জন্য চলছে খাল খনন

শুধু মাটি বিক্রি করার জন্য লক্ষ্মীপুরে খাল খনন করার অভিযোগ উঠেছে। সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের আন্ধারমানিক গ্রামে এ ঘটনা ঘটে। খালের মাটি কেটে ইটভাটা ও বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রি করে দেওয়া হয়। এ ঘটনায় লিখিতভাবে প্রতিকার দাবি করেছেন এলাকাবাসী।

ওই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হোসাইন ইবনে ওমর ভুলুর ছোট ভাই এবং স্থানীয় যুবলীগ নেতা আল মাহমুদ হোসাইন অনুপম, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আফজাল হাওলাদারের ছেলে ইটভাটার মালিক রুবেল হাওলাদার ও স্থানীয় মাটি ব্যবসায়ী জয়নাল আবেদীন এ ঘটনার সঙ্গে জড়িত বলে জানিয়েছেন এলাকাবাসী।

তাঁদের বিরুদ্ধে জেলা প্রশাসক, ইউএনও ও সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন স্থানীয় কামাল উদ্দিন ও আবুল কালাম নামের দুই ব্যক্তি। গত সোমবার করা ওই অভিযোগে উল্লেখ করা হয়, তেওয়ারীগঞ্জ ইউনিয়নের আন্ধারমানিক গ্রামের জিল্লুর রহিম নামক খালের প্রায় আড়াই কিলোমিটার জায়গায় ‘ভুলুয়া পানি ব্যবস্থাপনা কমিটি’র নামে মাটি কাটা হচ্ছে। সরকারি কোনো অনুমতি ছাড়াই ভেকু মেশিন দিয়ে খাল খননের নামে মাটিগুলো ইটভাটায় বিক্রি করা হচ্ছে। এমনকি খাল পাড়ে থাকা সরকারি গাছও কেটে বেঁচে দেওয়া হচ্ছে। এ ছাড়া খাল পাড়ের রাস্তা কেটে জনসাধারণের চলাচল ব্যাহত করা হচ্ছে।

অভিযোগটি লক্ষ্মীপুর কৃষি উন্নয়ন করপোরেশনের সদর উপজেলা সহকারী প্রকৌশলী আবদুল আল মামুনকে তদন্তের নির্দেশ দেয় উপজেলা প্রশাসন।

ভুলুয়া পানি ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও স্থানীয় যুবলীগ নেতা আল মাহমুদ হোসাইন অনুপম অভিযোগের বিষয়ে বলেন, ‘কৃষকদের চাষাবাদে পানি নিষ্কাশনে সমস্যার কথা ভেবে আমরা গত ৩ বছর আগে খাল খননের জন্য আবেদন করি। কিন্তু সংশ্লিষ্ট দপ্তর থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। কৃষকদের কথা ভেবে আমরা পানি ব্যবস্থাপনা কমিটির একটি জরুরি বৈঠকের মাধ্যমে সিদ্ধান্ত নিয়ে খাল খনন শুরু করি। তবে খালের মাটি বিক্রি করার তথ্যটি সঠিক নয়।’

এ বিষয়ে লক্ষ্মীপুর সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান হোসাইন আজকের পত্রিকাকে বলেন, ‘অনুমতি ছাড়া খাল খনন করে ইটভাটায় মাটি বিক্রি করা ও খাল পাড়ে থাকা গাছ কেটে বিক্রি করার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাবিতে জানাজা হলো না সাবেক ভিসি আরেফিন সিদ্দিকের, তীব্র সমালোচনার মুখে প্রশাসন

প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় সাবেক শিবির নেতা আটক

মধ্যরাতে মহাসড়কে ৩৭ লাখ টাকাসহ এলজিইডি প্রকৌশলী আটক

পররাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশ অমান্য করে রাষ্ট্রদূতের ফেসবুকে পোস্ট, পাসপোর্ট বাতিলের সিদ্ধান্ত

প্রত্যাহার হওয়া ওসির খোঁজে থানায় ভিড় পাওনাদারদের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত