মৌলভীবাজার ও সুনামগঞ্জ প্রতিনিধি
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে সুনামগঞ্জ ও মৌলভীবাজারে চলছে ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট। গতকাল শুক্রবার ভোর ৬টা থেকে মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকে শুরু হয় এ ধর্মঘট। এতে একাত্মতা করেন জেলা সড়ক বাস মালিক সমিতি। আজ শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে এ ধর্মঘট। এদিকে ধর্মঘটের ডাক দেওয়ায় বিপাকে পড়েছেন যাত্রীরা। গন্তব্যে পৌঁছাতে দ্বিগুণ ভাড়া গুনতে হচ্ছে।
মৌলভীবাজার: সরেজমিনে শহর ঘুরে দেখা যায়, শহরের শ্রীমঙ্গল রোড ও চাঁদনীঘাট বাসস্ট্যান্ডে থেকে কোনো বাস ছেড়ে যায়নি। তবে ছোট গাড়ি চলাচল করছে। জেলা শহরের চাঁদনীঘাট বাসস্ট্যান্ড থেকে রাজনগর, কুলাউড়া, জুড়ী ও বড়লেখা উপজেলায় বাস চলাচল করে।
সকাল থেকে ধর্মঘট শুরু হলে বাস-ট্রাক চলাচল করছে না। তবে ছোট যানবাহন বিশেষ করে প্রাইভেট কার, নোহা, সিএনজি ও টমটম চলতে দেখা গেছে।
হঠাৎ বাস চলাচল বন্ধ হওয়ায় সাধারণ যাত্রীরা পড়েছেন ভোগান্তিতে। একদিকে গাড়ি পাচ্ছেন না, অন্যদিকে সিএনজি অটোরিকশাকে দিগুণ ভাড়া দিতে হচ্ছে।
চাঁদনীঘাট স্ট্যান্ডে কথা হয় যাত্রী আবুল হোসেনের সঙ্গে। তিনি বলেন, ‘৫০ টাকার ভাড়া সিএনজিচালিত অটোরিকশা চাচ্ছে ১০০ টাকা। এমনিতে নিত্যপণ্যের দাম বাড়ায় সংকটে আছি, এর মধ্যে অতিরিক্ত ভাড়া কষ্টকর।’
রাজনগর কলেজ পয়েন্টে অবস্থান করা যাত্রী আমেনা বেগম বলেন, ‘ধর্মঘট জানতাম না। দুটি বাচ্চা নিয়ে বের হয়ে বিপাকে পড়েছি। গাড়ি পাচ্ছি না। সিএনজিচালিত অটোরিকশা রিজার্ভ ছাড়া যাচ্ছে না।’
বাসচালক আব্দুস সামাদ বলেন, ‘তেলের দাম বাড়ানো হয়েছে। অথচ ভাড়া বাড়ানো হচ্ছে না। আমাদের দাবি তেলের দাম কমানো হোক। না হয় ভাড়া বাড়ানো হোক। আশা করি সরকার আমাদের দাবি বিবেচনায় নেবে।’
সুনামগঞ্জ: একাধিক যাত্রী জানান, গ্রাম থেকে অনেক যাত্রী শহরে এসেছেন। কিন্তু যানবাহন বন্ধের কারণে কোথাও যেতে পারেননি। এমন অবস্থায় ভোগান্তি পোহাতে হচ্ছে। দূরপাল্লার বাস বন্ধ থাকায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন তাঁরা।
তাহিরপুর উপজেলার শ্রীপুর গ্রামের রশিদ মিয়া বলেন, ‘আমি ডাক্তার দেখানোর জন্য সিলেট যাব। কিন্তু শহরে এসে দেখি বাস বন্ধ। এমন আরও অনেক মানুষ সকাল থেকে শহরের বাস টার্মিনালে এসে জড়ো হতে দেখা গেছে। নিরুপায় হয়ে বেশি ভাড়া দিয়ে সিএনজিচালিত অটোরিকশায় বিভিন্ন গন্তব্যে যাওয়ার চেষ্টা করছি।’
জামালগঞ্জ থেকে আসা আব্দুস শহিদ বলেন, ‘এ রকম হুটহাট করে বাস ধর্মঘট দেওয়া মানে জনগণের জন্য ভোগান্তি। বাস না চলার সুযোগে রিকশাসহ অটোরিকশার চালকেরা বাড়তি ভাড়া নিচ্ছেন। এমন পরিস্থিতিতে আমাদের দুর্ভোগে পড়তে হচ্ছে।’
বাসশ্রমিক তরিকুল ইসলাম বলেন, ‘এক লাফে তেলের দাম ১৫ টাকা বেড়েছে। গাড়ি চালায়ে আমরা গাড়ির মালিকরে কী দেব, আর আমরাইবা কী নেব?’
সুনামগঞ্জ পরিবহন শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল মতিন বলেন, তেলে দাম বাড়াসহ গাড়ির ট্যাক্সও যেভাবে দিন দিন বাড়ছে, এভাবে চলতে থাকলে আমরা তো নিরুপায় হয়ে যাব। সরকার আমাদের শ্রমিকদের কথা চিন্তা করে তেলের দাম আগের জায়গায় আনা হোক।’
এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় সুনামগঞ্জ বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক জুয়েল মিয়া বলেন, ‘আমরা বাস মালিক-শ্রমিক ঐক্য পরিষদ শুক্রবার সকাল থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত বাস চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছি।’
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে সুনামগঞ্জ ও মৌলভীবাজারে চলছে ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট। গতকাল শুক্রবার ভোর ৬টা থেকে মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকে শুরু হয় এ ধর্মঘট। এতে একাত্মতা করেন জেলা সড়ক বাস মালিক সমিতি। আজ শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে এ ধর্মঘট। এদিকে ধর্মঘটের ডাক দেওয়ায় বিপাকে পড়েছেন যাত্রীরা। গন্তব্যে পৌঁছাতে দ্বিগুণ ভাড়া গুনতে হচ্ছে।
মৌলভীবাজার: সরেজমিনে শহর ঘুরে দেখা যায়, শহরের শ্রীমঙ্গল রোড ও চাঁদনীঘাট বাসস্ট্যান্ডে থেকে কোনো বাস ছেড়ে যায়নি। তবে ছোট গাড়ি চলাচল করছে। জেলা শহরের চাঁদনীঘাট বাসস্ট্যান্ড থেকে রাজনগর, কুলাউড়া, জুড়ী ও বড়লেখা উপজেলায় বাস চলাচল করে।
সকাল থেকে ধর্মঘট শুরু হলে বাস-ট্রাক চলাচল করছে না। তবে ছোট যানবাহন বিশেষ করে প্রাইভেট কার, নোহা, সিএনজি ও টমটম চলতে দেখা গেছে।
হঠাৎ বাস চলাচল বন্ধ হওয়ায় সাধারণ যাত্রীরা পড়েছেন ভোগান্তিতে। একদিকে গাড়ি পাচ্ছেন না, অন্যদিকে সিএনজি অটোরিকশাকে দিগুণ ভাড়া দিতে হচ্ছে।
চাঁদনীঘাট স্ট্যান্ডে কথা হয় যাত্রী আবুল হোসেনের সঙ্গে। তিনি বলেন, ‘৫০ টাকার ভাড়া সিএনজিচালিত অটোরিকশা চাচ্ছে ১০০ টাকা। এমনিতে নিত্যপণ্যের দাম বাড়ায় সংকটে আছি, এর মধ্যে অতিরিক্ত ভাড়া কষ্টকর।’
রাজনগর কলেজ পয়েন্টে অবস্থান করা যাত্রী আমেনা বেগম বলেন, ‘ধর্মঘট জানতাম না। দুটি বাচ্চা নিয়ে বের হয়ে বিপাকে পড়েছি। গাড়ি পাচ্ছি না। সিএনজিচালিত অটোরিকশা রিজার্ভ ছাড়া যাচ্ছে না।’
বাসচালক আব্দুস সামাদ বলেন, ‘তেলের দাম বাড়ানো হয়েছে। অথচ ভাড়া বাড়ানো হচ্ছে না। আমাদের দাবি তেলের দাম কমানো হোক। না হয় ভাড়া বাড়ানো হোক। আশা করি সরকার আমাদের দাবি বিবেচনায় নেবে।’
সুনামগঞ্জ: একাধিক যাত্রী জানান, গ্রাম থেকে অনেক যাত্রী শহরে এসেছেন। কিন্তু যানবাহন বন্ধের কারণে কোথাও যেতে পারেননি। এমন অবস্থায় ভোগান্তি পোহাতে হচ্ছে। দূরপাল্লার বাস বন্ধ থাকায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন তাঁরা।
তাহিরপুর উপজেলার শ্রীপুর গ্রামের রশিদ মিয়া বলেন, ‘আমি ডাক্তার দেখানোর জন্য সিলেট যাব। কিন্তু শহরে এসে দেখি বাস বন্ধ। এমন আরও অনেক মানুষ সকাল থেকে শহরের বাস টার্মিনালে এসে জড়ো হতে দেখা গেছে। নিরুপায় হয়ে বেশি ভাড়া দিয়ে সিএনজিচালিত অটোরিকশায় বিভিন্ন গন্তব্যে যাওয়ার চেষ্টা করছি।’
জামালগঞ্জ থেকে আসা আব্দুস শহিদ বলেন, ‘এ রকম হুটহাট করে বাস ধর্মঘট দেওয়া মানে জনগণের জন্য ভোগান্তি। বাস না চলার সুযোগে রিকশাসহ অটোরিকশার চালকেরা বাড়তি ভাড়া নিচ্ছেন। এমন পরিস্থিতিতে আমাদের দুর্ভোগে পড়তে হচ্ছে।’
বাসশ্রমিক তরিকুল ইসলাম বলেন, ‘এক লাফে তেলের দাম ১৫ টাকা বেড়েছে। গাড়ি চালায়ে আমরা গাড়ির মালিকরে কী দেব, আর আমরাইবা কী নেব?’
সুনামগঞ্জ পরিবহন শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল মতিন বলেন, তেলে দাম বাড়াসহ গাড়ির ট্যাক্সও যেভাবে দিন দিন বাড়ছে, এভাবে চলতে থাকলে আমরা তো নিরুপায় হয়ে যাব। সরকার আমাদের শ্রমিকদের কথা চিন্তা করে তেলের দাম আগের জায়গায় আনা হোক।’
এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় সুনামগঞ্জ বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক জুয়েল মিয়া বলেন, ‘আমরা বাস মালিক-শ্রমিক ঐক্য পরিষদ শুক্রবার সকাল থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত বাস চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছি।’
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
৫ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৯ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৯ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৯ দিন আগে