লড়াকু মায়ের চরিত্রে প্রশংসিত রানী

বিনোদন ডেস্ক
Thumbnail image

‘কুচ কুচ হোতা হ্যায়’, ‘বীরজারা’, ‘হাম তুম’, ‘বান্টি অর বাবলি’সহ ক্যারিয়ারে অসংখ্য ব্লকবাস্টার হিট সিনেমা উপহার দিয়েছেন রানী মুখার্জী। আদিত্য চোপড়ার সঙ্গে বিয়ের পর থেকে গত ১০ বছরে পর্দা-উপস্থিতি কমিয়ে দিয়েছেন রানী। সর্বশেষ রানী মুখার্জীকে দেখা গেছে ‘বান্টি অর বাবলি ২’ সিনেমায়। বক্স অফিসে মোটেও সুবিধা করতে পারেনি সিনেমাটি। ব্যর্থতা ভুলে ফের একবার নতুন রূপে দর্শকদের সামনে আসতে চলেছেন রানী। আগামী ১৭ মার্চ ওটিটিতে মুক্তি পাবে রানীর ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ সিনেমাটি। সম্প্রতি প্রকাশ পেয়েছে সিনেমার ট্রেলার।

২০১১ সালে নরওয়েতে এক ভারতীয় দম্পতির সন্তানকে তাঁদের থেকে আলাদা করে দিয়েছিল নরওয়ের ওয়েলফেয়ার সার্ভিস। সেই ঘটনাকে কেন্দ্র করেই তৈরি হয়েছে ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’র গল্প। পরিচালক অসীমা ছিব্বরের এ সিনেমায় এক লড়াকু মায়ের চরিত্রে দেখা যাবে রানীকে, যিনি সন্তানের স্বার্থে গোটা একটা দেশের সঙ্গে লড়াই চালিয়েছিলেন।

প্রকাশিত ৩ মিনিটের ট্রেলারে মায়ের বুক থেকে সন্তানদের কেড়ে নেওয়ার এমনই এক হৃদয়বিদারক গল্প উঠে এসেছে। দুই সন্তানকে ফিরিয়ে আনার জন্য নিরলস চেষ্টা এবং দীর্ঘ মানসিক লড়াইটা দারুণ ফুটিয়ে তুলেছেন রানী মুখার্জী। তাঁর লুক থেকে এক্সপ্রেশন সবকিছুরই প্রশংসা করছেন নেটিজেনরা। তাঁদের সঙ্গে একমত প্রকাশ করছেন বলিউড তারকারাও। সোশ্যাল মিডিয়ায় সিনেমার ট্রেলার শেয়ার করে রানীর অভিনয়কে এ পর্যন্ত সেরা বলে আখ্যা দিয়েছেন করণ জোহর। পরিচালক-প্রযোজককেও সাহসী এই সিনেমার জন্য অভিবাদন জানিয়েছেন করণ।

রানী ভক্তদের জন্য চমক রয়েছে আরও। এ সিনেমার একটি গানে কণ্ঠ দিয়েছেন রানী মুখার্জী। ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ সিনেমায় রানীর স্বামীর ভূমিকায় অভিনয় করছেন টালিউড অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। এই সিনেমা দিয়েই বলিউডের পা রাখছেন অনির্বাণ। আরও অভিনয় করেছেন নীনা গুপ্তা, জিম সার্ব প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত