টানা বৃষ্টিতে ভাঙছে সড়ক

কাউনিয়া প্রতিনিধি
প্রকাশ : ১৯ জুন ২০২২, ০৬: ৩৭
আপডেট : ১৯ জুন ২০২২, ১৪: ৫৬

কয়েক দিন ধরে চলা টানা বৃষ্টিতে কাউনিয়ায় হারাগাছ পৌরসভাসহ উপজেলার বিভিন্ন সড়কে ভাঙন দেখা দিয়েছে। এতে পথচারী ও যানবাহনচালকদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। সড়কের বড় বড় গর্তে লাল নিশানার খুঁটি পুঁতে সাবধান করা হচ্ছে যানবাহনচালকদের।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কাউনিয়া কার্যালয় সূত্রে জানা গেছে, চার-পাঁচ দিনের বৃষ্টিতে গুলশান মোড়-বকুলতলা, বেইলি ব্রিজ-সাধু, মীরবাগ-হারাগাছ সড়কসহ একাধিক গ্রামীণ পাকা সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃষ্টির পানিতে সড়কগুলোর বিভিন্ন স্থানে দুই পাশ ভেঙে গেছে। আবার কোথাও বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।

গতকাল শনিবার হারাগাছ পৌরসভার চুতরা টাংরির বাজারে গিয়ে দেখা গেছে, দালালহাট থেকে চতুরা গ্রামের পাকা সড়কের নানা জায়গা ভেঙে গেছে। সড়কের ওপর দিয়ে বৃষ্টির পানি নেমে যাওয়ায় কোথাও আবার বড় গর্তের সৃষ্টি হয়েছে। গর্তে লাল নিশানা টাঙিয়ে যানবাহনচালকদের সাবধান করা হচ্ছে।

চুতরা টাংরির বাজার এলাকার বাসিন্দা আমজাদ হোসেন বলেন, গত শুক্রবার ভোরে অতিমাত্রায় বৃষ্টির পানিতে চরাঞ্চলের যোগাযোগের একমাত্র পাকা সড়কটি ভেঙে গেছে। এখন পর্যন্ত পৌর কর্তৃপক্ষ সংস্কারের উদ্যোগ নেয়নি। রাতের বেলায় সড়কে যানবাহন চলাচল করলে গর্তে পড়ে দুর্ঘটনার আশঙ্কা থাকে। শুধু এই সড়কই নয়, পৌর শহরের একাধিক সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে।

মিলন বাজার এলাকার অটোরিকশার চালক আব্দুর রহিম বলেন, ‘এই রাস্তা ভাঙি গেইলেও দেখার কেউ নাই। গাড়ি চলাতে ভয় লাগে, কখন গর্তে গাড়ি উলটে যায়।’

এ বিষয়ে যোগাযোগ করা হলে উপজেলা প্রকৌশলী আসাদুজ্জামান জেমি জানান, সড়কের অনেক ভাঙা স্থানে মাটিভর্তি বস্তা ফেলে চলাচলের উপযোগী করা হচ্ছে।

আসাদুজ্জামান জেমি আরও বলেন, পাকা সড়কে বিটুমিনের শত্রু হলো পানি। সড়কে পানি জমে থাকলে বিটুমিন নরম হয়ে উঠে গিয়ে খানাখন্দের সৃষ্টি হয়। এ ছাড়া সড়কের পাশের জমির মালিকেরা অপরিকল্পিতভাবে পুকুর খনন করার কারণে সড়ক ভেঙে বড় গর্তের সৃষ্টি হচ্ছে। টানা বৃষ্টি এবং অপরিকল্পিত পুকুর খননের কারণে বর্ষা মৌসুমের শুরুতেই উপজেলার বিভিন্ন সড়ক ক্ষতিগ্রস্ত হচ্ছে। ক্ষতিগ্রস্ত সড়কগুলো সংস্কারের জন্য অর্থ বরাদ্দ দরকার। কিন্তু জুন ক্লোজিংয়ে বরাদ্দ পাওয়া কঠিন। এরপরও বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করে সংস্কারের ব্যবস্থা নেওয়া হবে। তবে উপজেলায় কত কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে, তার হিসাব আপাতত নেই বলে এই কর্মকর্তা উল্লেখ করেন।

জানতে চাইলে হারাগাছ পৌরসভার প্যানেল মেয়র মাসুদার রহমান বলেন, টানা বৃষ্টিতে পৌর শহরের বিভিন্ন স্থানে প্রায় ৫ কিলোমিটার পাকা সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। মেয়র ও প্রকৌশলীর সঙ্গে কথা বলে ক্ষতিগ্রস্ত সড়কগুলো মেরামতের চেষ্টা করা হবে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

ভারতের পাল্টা আক্রমণে দিশেহারা অস্ট্রেলিয়া

ঢাকা কলেজে সংঘর্ষকালে বোমা বিস্ফোরণে ছিটকে পড়েন সেনাসদস্য—ভাইরাল ভিডিওটির প্রকৃত ঘটনা

ঐশ্বরিয়ার বিচ্ছেদের খবরে মুখ খুললেন অমিতাভ

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত