Ajker Patrika

ধানখেত থেকে উদ্ধার নবজাতক ভালো আছে

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
আপডেট : ১০ ডিসেম্বর ২০২১, ১৬: ২১
ধানখেত থেকে উদ্ধার নবজাতক ভালো আছে

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় ধানখেত থেকে উদ্ধার হওয়া নবজাতকটি (ছেলে) ভালো আছে। বর্তমানে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। মোমেনা খাতুন নামে এক নারী নবজাতককে দেখাশোনা করছেন। ওই নবজাতককে অনেকেই দত্তক নিতে চাচ্ছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন ও হাসপাতাল কর্তৃপক্ষ।

গত রোববার বিকেলে কেন্দুয়া পৌরসভার আদমপুর এলাকার একটি ধানখেত থেকে ওই নবজাতককে উদ্ধার করা হয়। এরপর চিকিৎসার জন্য কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। স্থানীয় বাসিন্দারা ধারণা করছেন, জন্মের পরই ধানখেতের আলে ফেলে দেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত নবজাতকের স্বজনদের খোঁজ পাওয়া যায়নি। গতকাল সোমবার সকালে উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইউনুস রহমান হাসপাতালে গিয়ে শিশুটি দেখে এসেছেন। এ সময় তিনি শিশুটির সার্বিক খোঁজ-খবর নেন। তা ছাড়া উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে শিশুটির জন্য বিভিন্ন উপহার সামগ্রীও (লজিস্টিক সাপোর্ট) পাঠানো হয়।

গতকাল সোমবার দুপুরে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে ওই নবজাতকের পাশে থাকা মোমেনা খাতেন নামে এক নারীর সঙ্গে কথা হয়। তিনি বলেন, ‘আগেরদিন (রোববার) সন্ধ্যা থেকে তিনি বাচ্চাটিকে দেখাশোনা করছেন। শিশুটি ভালো আছে। কান্নাকাটিও করে না। বাচ্চাটিকে দেখে বড়ই মায়া লাগে। তাই মায়ের আদরে তাকে দেখাশোনা করছি। তবে বুকের দুধের ব্যবস্থা না হওয়ায় ফিডারে করে লেকটোজেন খাওয়ানো হচ্ছে।’

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. এবাদুর রহমান বলেন, ‘উদ্ধার হওয়া নবজাতক ভালো আছে। অনেকে নবজাতককে দত্তক নিতে চান। তাই উপজেলা প্রশাসনের পরামর্শে নবজাতককে পর্যবেক্ষণে রাখার পরে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’

উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইউনুস রহমান জানান, ‘ইতিমধ্যে অনেকেই শিশুটিকে বিকল্প পরিচর্যার (দত্তক) জন্য আগ্রহ প্রকাশ করছেন। তাই আজ-কালের মধ্যে উপজেলা শিশুকল্যাণ বোর্ডের সভা আহ্বান করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ বলেন, ‘ইতিমধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন নবজাতকটির খোঁজখবর নেওয়া হয়েছে। সেই সঙ্গে তার নিরাপত্তার কথা ভেবে নজরদারির ব্যবস্থা করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

মুসলিম থেকে খ্রিষ্টান হওয়া ইরানি নারী এখন পানামার জঙ্গলে

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত