অপহরণের ১১ দিন পর শিশু উদ্ধার, গ্রেপ্তার ১

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২১, ০৭: ৪৮
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২১, ১১: ০৮

গাজীপুরের টঙ্গী থেকে অপহরণের ১১ দিন পর পাঁচ মাস বয়সী এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে জ্যোৎস্না আক্তার (৩২) নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার ফরিদপুরের ভাঙ্গা থেকে ওই শিশুকে উদ্ধার ও জ্যোৎস্নাকে গ্রেপ্তার করা হয়।

গতকাল দুপুরে টঙ্গী পূর্ব থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অতিরিক্ত কমিশনার (অপরাধ, দক্ষিণ) মো. হাসিবুল আলম।

সংবাদ সম্মেলনে জানানো হয়, জ্যোৎস্না আক্তার আত্মীয়তার পরিচয়ে গত ১৯ নভেম্বর টঙ্গীর পূর্ব আরিচপুরের বেলতলা এলাকায় পান্না আক্তারের বাসায় বেড়াতে আসেন। গত ২১ নভেম্বর সকালে তিনি পান্নার পাঁচ মাস বয়সী শিশু কন্যাকে নিয়ে চলে যান। পরে ২৪ নভেম্বর টঙ্গী পূর্ব থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন পান্না আক্তার। এরপর গত বুধবার ভাঙ্গার পালিগ্রাম পূর্বপাড়া থেকে ওই শিশুকে উদ্ধার করে। এ সময় জ্যোৎস্না আক্তারকে গ্রেপ্তার করা হয়।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত