Ajker Patrika

ঘরে ঘরে জ্বর, পরীক্ষায় অনীহা

চারঘাট প্রতিনিধি
আপডেট : ২৪ জানুয়ারি ২০২২, ১৩: ৩০
ঘরে ঘরে জ্বর, পরীক্ষায় অনীহা

চারঘাটে তীব্র শীতের সঙ্গে ঘরে ঘরে সর্দি-জ্বরের প্রকোপ দেখা দিয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্স, কমিউনিটি ক্লিনিক ও বেসরকারি হাসপাতালগুলোতে বেড়েছে রোগীর সংখ্যা। সর্দি, জ্বর ও কাশিতে ভোগা মানুষদের করোনার নমুনা পরীক্ষার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। তবে গাঁটের পয়সা খরচ করে করোনার পরীক্ষায় অনীহা সাধারণ মানুষের। তাঁরা বিনা মূল্যে করোনার পরীক্ষার সুযোগ করে দেওয়ার দাবি জানিয়েছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, শীতকালীন জ্বর, সর্দি ও কাশির সঙ্গে বর্তমান করোনাভাইরাসজনিত অসুস্থতার বেশ মিল রয়েছে। এ কারণে করোনার সংক্রমণের ঝুঁকি বাড়ছে। অনেকে জ্বর ও কাশিকে গুরুত্ব দেন না। এতে সংক্রমণ বেড়ে যাচ্ছে। করোনায় আক্রান্ত ব্যক্তিদের শনাক্ত করে আইসোলেশনে রাখা দরকার। এসব বিষয় গুরুত্ব না দেওয়ায় আক্রান্ত ব্যক্তিদের মধ্যে শিশু ও বৃদ্ধদের বেশি ভোগান্তিতে পড়তে হচ্ছে।

গত বৃহস্পতিবার চারঘাটের ১০ জনের নমুনা পরীক্ষায় ৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়। উপজেলায় এ পর্যন্ত ৭৯৪ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১৩ জন।

এদিকে করোনাভাইরাসের টিকা নিতে উপজেলার মানুষের মধ্যে যেমন তৎপরতা দেখা গেছে, স্বাস্থ্যবিধি মানার বিষয়ে তার উল্টো চিত্রই দেখা যাচ্ছে। ফলে উপজেলার প্রায় প্রতিটি ঘরে সর্দি, জ্বর ও কাশির প্রকোপ দেখা দিয়েছে। এতে সচেতন মানুষের উদ্বিগ্ন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যান বিভাগের তথ্যমতে, গত এক সপ্তাহে শুধু হাসপাতালের বহির্বিভাগে প্রায় ২ হাজার ৫০ জন রোগী চিকিৎসা নিয়েছেন। যাঁদের অধিকাংশ নানা ধরনের ফ্লুজনিত রোগে ভুগছেন। এ ছাড়া উপজেলার ছয়টি মা ও শিশু কল্যাণকেন্দ্র, ২৩টি কমিউনিটি ক্লিনিক, বেসরকারি ক্লিনিক ও হাসপাতালেও অসংখ্য মানুষ ঠান্ডাজনিত রোগের চিকিৎসা নিয়েছেন। আবার অনেকে হাসপাতাল বা ক্লিনিকে না গিয়ে ফার্মেসি থেকে ওষুধ কিনে সেবন করছেন।

গতকাল রোববার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগে গিয়ে রোগীদের ভিড় দেখা গেছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফার্মাসিস্ট আতিকুর রহমান বলেন, ঠান্ডাজনিত রোগের ওষুধের চাহিদা গত এক সপ্তাহে কয়েক গুণ বেড়েছে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আশিকুর রহমান বলেন, তীব্র শীতে ঠান্ডাজনিত রোগ বাড়ছে। এর সঙ্গে করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করছে। এই পরিস্থিতিতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। উপসর্গ দেখা দিলে করোনার নমুনা পরীক্ষা করতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জামায়াতে যোগ দিলেন বিএনপি থেকে পাঁচবার বহিষ্কৃত আখতারুজ্জামান

হাদির অবস্থা আশঙ্কাজনক, মস্তিষ্ক মারাত্মক ক্ষতিগ্রস্ত, ফুসফুসেও আঘাত: মেডিকেল বোর্ড

মেসিকে কলকাতায় আনার মূল উদ্যোক্তা আটক

অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ অবিলম্বে চালু হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

৫ ফুট উচ্চতার সুড়ঙ্গ খুঁড়ে বেলারুশ থেকে পোল্যান্ডে ১৮০ অভিবাসী, চাঞ্চল্যকর ভিডিও প্রকাশ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ