চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের চকরিয়া উপজেলা ও পৌরসভা ছাত্রলীগের আট মাস ধরে কমিটি নেই। গত বছরের ৮ জুলাই সাংগঠনিক স্থবিরতা, গঠনতন্ত্র ও দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড এবং মেয়াদোত্তীর্ণ হওয়ায় এ দুই কমিটি বিলুপ্ত করা হয়। এরপর থেকে ঝিমিয়ে পড়েছে সাংগঠনিক কার্যক্রম। এরই মধ্যে নেতা-কর্মীদের মধ্যে তৈরি হয়েছে একাধিক গ্রুপ।
এদিকে প্রায় ১১ বছর ধরে উপজেলা ও পৌরসভা ছাত্রলীগের তিনটি কমিটি হলেও একটিও পূর্ণাঙ্গ হয়নি। অনেকে দীর্ঘদিন ধরে ছাত্রলীগ করেও দলীয় পরিচয় পাচ্ছেন না। সাবেক কমিটির নেতারাও নিরাশ হয়ে রাজনীতির হাল ছেড়ে দিচ্ছেন।
উপজেলা ও পৌরসভা ছাত্রলীগ সূত্রে জানা গেছে, উপজেলার ১১টি ইউনিয়নের মধ্যে ৪টিতে কমিটি নেই। যে ৭টি ইউনিয়নে কমিটি রয়েছে, সেগুলোর মধ্যে কোনো ইউনিয়ন এক বছর বা তারও আগে মেয়াদোত্তীর্ণ হয়েছে। পৌরসভার ৯টি ওয়ার্ডে একটি কমিটিরও মেয়াদ নেই।
সবশেষ উপজেলা ছাত্রলীগের সভাপতি ছিলেন মোহাম্মদ মারুফ ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকিত হোসেন সজীব। অন্যদিকে পৌরসভা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক সোহেল রানা পারভেজ।
২০২১ সালের ৮ জুলাই উপজেলা ও পৌরসভা কমিটি বিলুপ্ত করার পর কক্সবাজার জেলা ছাত্রলীগ ১০ কার্যদিবসের মধ্যে জেলা কমিটির সভাপতি ও সম্পাদকের কাছে পদপ্রত্যাশীদের জীবনবৃত্তান্ত জমা দেওয়ার জন্য আহ্বান করেন। ৮ মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত ছাত্রলীগের দুই ইউনিটের কমিটি গঠিত হয়নি।
ছাত্রলীগ নেতারা জানান, ২০০৬ থেকে ২০১৩ সাল পর্যন্ত উপজেলা ছাত্রলীগের সভাপতি হায়দার আলী ও সাধারণ সম্পাদক ছিলেন কাউছার উদ্দিন কছির। সর্বশেষ ২০১০ সালে ওই কমিটি পূর্ণাঙ্গ করা হয়। এরপর গত ১১ বছরে ছাত্রলীগের আরও তিনটি কমিটি গঠিত হয়।
উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হায়দার আলী বলেন, ‘যথাসময়ে কমিটি করা না হলে নতুন নেতৃত্ব সৃষ্টি হবে না। অচিরেই উপজেলা ও পৌরসভা কমিটি ঘোষণা করা হোক।’
জানতে চাইলে জেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম বলেন, ‘৮ মাস ধরে কমিটি নেই তা ঠিক। তবে আমরা জেলা কমিটি চাইছি আগে কমিটি পূর্ণাঙ্গ করে অন্য কমিটিগুলো করব।’
সাদ্দাম হোসাইন আরও বলেন, ‘যাঁরা মনেপ্রাণে ছাত্রলীগ করেন, তাঁরা বিমুখ হবেন না। যাঁরা বিমুখ হয়ে পড়েছেন, প্রকৃতপক্ষে তাঁরা ছাত্রলীগের রাজনীতিই করেন না।’
কক্সবাজারের চকরিয়া উপজেলা ও পৌরসভা ছাত্রলীগের আট মাস ধরে কমিটি নেই। গত বছরের ৮ জুলাই সাংগঠনিক স্থবিরতা, গঠনতন্ত্র ও দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড এবং মেয়াদোত্তীর্ণ হওয়ায় এ দুই কমিটি বিলুপ্ত করা হয়। এরপর থেকে ঝিমিয়ে পড়েছে সাংগঠনিক কার্যক্রম। এরই মধ্যে নেতা-কর্মীদের মধ্যে তৈরি হয়েছে একাধিক গ্রুপ।
এদিকে প্রায় ১১ বছর ধরে উপজেলা ও পৌরসভা ছাত্রলীগের তিনটি কমিটি হলেও একটিও পূর্ণাঙ্গ হয়নি। অনেকে দীর্ঘদিন ধরে ছাত্রলীগ করেও দলীয় পরিচয় পাচ্ছেন না। সাবেক কমিটির নেতারাও নিরাশ হয়ে রাজনীতির হাল ছেড়ে দিচ্ছেন।
উপজেলা ও পৌরসভা ছাত্রলীগ সূত্রে জানা গেছে, উপজেলার ১১টি ইউনিয়নের মধ্যে ৪টিতে কমিটি নেই। যে ৭টি ইউনিয়নে কমিটি রয়েছে, সেগুলোর মধ্যে কোনো ইউনিয়ন এক বছর বা তারও আগে মেয়াদোত্তীর্ণ হয়েছে। পৌরসভার ৯টি ওয়ার্ডে একটি কমিটিরও মেয়াদ নেই।
সবশেষ উপজেলা ছাত্রলীগের সভাপতি ছিলেন মোহাম্মদ মারুফ ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকিত হোসেন সজীব। অন্যদিকে পৌরসভা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক সোহেল রানা পারভেজ।
২০২১ সালের ৮ জুলাই উপজেলা ও পৌরসভা কমিটি বিলুপ্ত করার পর কক্সবাজার জেলা ছাত্রলীগ ১০ কার্যদিবসের মধ্যে জেলা কমিটির সভাপতি ও সম্পাদকের কাছে পদপ্রত্যাশীদের জীবনবৃত্তান্ত জমা দেওয়ার জন্য আহ্বান করেন। ৮ মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত ছাত্রলীগের দুই ইউনিটের কমিটি গঠিত হয়নি।
ছাত্রলীগ নেতারা জানান, ২০০৬ থেকে ২০১৩ সাল পর্যন্ত উপজেলা ছাত্রলীগের সভাপতি হায়দার আলী ও সাধারণ সম্পাদক ছিলেন কাউছার উদ্দিন কছির। সর্বশেষ ২০১০ সালে ওই কমিটি পূর্ণাঙ্গ করা হয়। এরপর গত ১১ বছরে ছাত্রলীগের আরও তিনটি কমিটি গঠিত হয়।
উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হায়দার আলী বলেন, ‘যথাসময়ে কমিটি করা না হলে নতুন নেতৃত্ব সৃষ্টি হবে না। অচিরেই উপজেলা ও পৌরসভা কমিটি ঘোষণা করা হোক।’
জানতে চাইলে জেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম বলেন, ‘৮ মাস ধরে কমিটি নেই তা ঠিক। তবে আমরা জেলা কমিটি চাইছি আগে কমিটি পূর্ণাঙ্গ করে অন্য কমিটিগুলো করব।’
সাদ্দাম হোসাইন আরও বলেন, ‘যাঁরা মনেপ্রাণে ছাত্রলীগ করেন, তাঁরা বিমুখ হবেন না। যাঁরা বিমুখ হয়ে পড়েছেন, প্রকৃতপক্ষে তাঁরা ছাত্রলীগের রাজনীতিই করেন না।’
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
৩ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৭ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৭ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৭ দিন আগে