চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে তৃতীয় ধাপের প্রাথমিক ভর্তি কার্যক্রম শেষ হয়েছে। এরপরও দেশের অন্যতম গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়টির সব আসন পূর্ণ হয়নি। চারটি ইউনিট ও দুটি উপ-ইউনিটে ৪ হাজার ৯২৬টি আসনের বিপরীতে এখনো ৬৭২টি আসন খালি রয়েছে। যা মোট আসনের প্রায় ১৪ শতাংশ। এ ছাড়া অনেক শিক্ষার্থী ভর্তি বাতিল করে অন্য বিশ্ববিদ্যালয়ে চলে যাচ্ছেন।
বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ খাইরুল ইসলাম বলেন, ‘তৃতীয় পর্যায়ের প্রাথমিক ভর্তি কার্যক্রম শেষে বিভিন্ন ডিন অফিস থেকে পাঠানো তথ্য অনুযায়ী এখনো পর্যন্ত ৬৭২টি আসন খালি রয়েছে। আশা করছি চতুর্থ পর্যায়ের ভর্তি কার্যক্রমে সব আসন পূর্ণ হবে।’
আইসিটি সেল সূত্রে জানা গেছে, ‘এ’ ইউনিটে ১ হাজার ২১২টি আসনের বিপরীতে খালি রয়েছে ২১৮টি আসন। যা শতকরা ১৮ শতাংশ। ‘বি’ ইউনিটে ১ হাজার ২২১টি আসনের বিপরীতে খালি ২৩৮টি আসন। মোট আসন অনুপাতে যা ১৯ শতাংশ। ‘সি’ ইউনিটে ৪৪১টি আসনের মধ্যে খালি রয়েছে ৩৬ টি। এই ইউনিটের ৮ শতাংশ আসন খালি। ‘ডি’ ইউনিটে ১ হাজার ১৬০টি আসনের বিপরীতে ১৫৩টি এখনো খালি। মোট আসনের যা ১৩ শতাংশ।
এ ছাড়া দুইটি উপ-ইউনিটের মধ্যে ‘বি১’ ইউনিটে ১২৫টি আসনের বিপরীতে খালি ২৫টি আসন। শতকরা হিসেবে এই হার ২০ শতাংশ। তবে ‘ডি১’ উপ ইউনিটে ৩০টি আসনই পূর্ণ।
এ দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে অনীহার অন্যতম কারণ হিসেবে সেশনজট, রাজনৈতিক সংঘাত, শহর থেকে অবস্থানগত দূরত্বকে দায়ী করেছেন শিক্ষার্থীরা। বিভিন্ন বিভাগে ভর্তি হয়েও ভর্তি বাতিল করা একাধিক শিক্ষার্থী জানান, টিভির পর্দায় ও সংবাদপত্রে প্রায়শই ক্যাম্পাসে সংঘাত-সংঘর্ষের খবর পাওয়া যায়। এতে অভিভাবকেরা তাঁদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত। ফলে এখানে পড়তে দিতে চাইছেন না।
বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. এস এম সালামত উল্যা ভূঁইয়া বলেন, ‘আমার মনে হচ্ছে, এবার করোনার কারণে শিক্ষার্থীদের মনস্তাত্ত্বিক জগতে বড় পরিবর্তন এসেছে। যে কারণে তাঁরা কাছাকাছি বিশ্ববিদ্যালয়ের দিকে ঝুঁকছেন। এ কারণে হয়তো আসন খালি থেকে যাচ্ছে।’
বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক বেণু কুমার দে বলেন, গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম এখনো শেষ হয়নি। গুচ্ছ একটি বিস্তৃত এলাকা। সেখানে অনেকগুলো বিশ্ববিদ্যালয় সংযুক্ত। গুচ্ছের জন্য শিক্ষার্থীরা ইতস্তত করছেন। যে কারণে তাঁরা বিষয় পছন্দক্রম পূরণ করছেন না।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে তৃতীয় ধাপের প্রাথমিক ভর্তি কার্যক্রম শেষ হয়েছে। এরপরও দেশের অন্যতম গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়টির সব আসন পূর্ণ হয়নি। চারটি ইউনিট ও দুটি উপ-ইউনিটে ৪ হাজার ৯২৬টি আসনের বিপরীতে এখনো ৬৭২টি আসন খালি রয়েছে। যা মোট আসনের প্রায় ১৪ শতাংশ। এ ছাড়া অনেক শিক্ষার্থী ভর্তি বাতিল করে অন্য বিশ্ববিদ্যালয়ে চলে যাচ্ছেন।
বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ খাইরুল ইসলাম বলেন, ‘তৃতীয় পর্যায়ের প্রাথমিক ভর্তি কার্যক্রম শেষে বিভিন্ন ডিন অফিস থেকে পাঠানো তথ্য অনুযায়ী এখনো পর্যন্ত ৬৭২টি আসন খালি রয়েছে। আশা করছি চতুর্থ পর্যায়ের ভর্তি কার্যক্রমে সব আসন পূর্ণ হবে।’
আইসিটি সেল সূত্রে জানা গেছে, ‘এ’ ইউনিটে ১ হাজার ২১২টি আসনের বিপরীতে খালি রয়েছে ২১৮টি আসন। যা শতকরা ১৮ শতাংশ। ‘বি’ ইউনিটে ১ হাজার ২২১টি আসনের বিপরীতে খালি ২৩৮টি আসন। মোট আসন অনুপাতে যা ১৯ শতাংশ। ‘সি’ ইউনিটে ৪৪১টি আসনের মধ্যে খালি রয়েছে ৩৬ টি। এই ইউনিটের ৮ শতাংশ আসন খালি। ‘ডি’ ইউনিটে ১ হাজার ১৬০টি আসনের বিপরীতে ১৫৩টি এখনো খালি। মোট আসনের যা ১৩ শতাংশ।
এ ছাড়া দুইটি উপ-ইউনিটের মধ্যে ‘বি১’ ইউনিটে ১২৫টি আসনের বিপরীতে খালি ২৫টি আসন। শতকরা হিসেবে এই হার ২০ শতাংশ। তবে ‘ডি১’ উপ ইউনিটে ৩০টি আসনই পূর্ণ।
এ দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে অনীহার অন্যতম কারণ হিসেবে সেশনজট, রাজনৈতিক সংঘাত, শহর থেকে অবস্থানগত দূরত্বকে দায়ী করেছেন শিক্ষার্থীরা। বিভিন্ন বিভাগে ভর্তি হয়েও ভর্তি বাতিল করা একাধিক শিক্ষার্থী জানান, টিভির পর্দায় ও সংবাদপত্রে প্রায়শই ক্যাম্পাসে সংঘাত-সংঘর্ষের খবর পাওয়া যায়। এতে অভিভাবকেরা তাঁদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত। ফলে এখানে পড়তে দিতে চাইছেন না।
বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. এস এম সালামত উল্যা ভূঁইয়া বলেন, ‘আমার মনে হচ্ছে, এবার করোনার কারণে শিক্ষার্থীদের মনস্তাত্ত্বিক জগতে বড় পরিবর্তন এসেছে। যে কারণে তাঁরা কাছাকাছি বিশ্ববিদ্যালয়ের দিকে ঝুঁকছেন। এ কারণে হয়তো আসন খালি থেকে যাচ্ছে।’
বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক বেণু কুমার দে বলেন, গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম এখনো শেষ হয়নি। গুচ্ছ একটি বিস্তৃত এলাকা। সেখানে অনেকগুলো বিশ্ববিদ্যালয় সংযুক্ত। গুচ্ছের জন্য শিক্ষার্থীরা ইতস্তত করছেন। যে কারণে তাঁরা বিষয় পছন্দক্রম পূরণ করছেন না।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৬ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৬ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৬ দিন আগে