বিনোদন প্রতিবেদক, ঢাকা
এক যুগের বেশি সময় ধরে ছোট পর্দায় অভিনয় করছেন মেহজাবীন চৌধুরী। ওপার বাংলাতেও জনপ্রিয়তা আছে তাঁর। এবার মেহজাবীনের অভিনয়ের প্রশংসা করলেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা রঞ্জিত মল্লিক ও তাঁর স্ত্রী দীপা মল্লিক। এক ভিডিও বার্তায় দীপা মল্লিক বলেন, ‘মেহজাবীন, আমি তোমাকে ভীষণ ভীষণ ভালোবাসি। তোমার আর অপূর্বর সব কটা নাটক আমার দেখা হয়ে গেছে।
গতকাল রাতেও আমার হাজবেন্ড রঞ্জিত মল্লিককে তোমার “খেয়ালী আমি, হেয়ালী তুমি’’ নাটকটি দেখালাম। তা ছাড়া “বড় ছেলে’’ বলে যে নাটকটা, সেটায় তুমি অসাধারণ ভালো অভিনয় করেছ। আমি ভাবছি, আমার মেয়ে আছে কোয়েল মল্লিক, তাকেও তোমার সব কটি নাটক দেখাব। তোমার জন্য অনেক অনেক শুভকামনা।’
দীপা মল্লিকের সঙ্গে সুর মিলিয়ে রঞ্জিত মল্লিক বলেন, ‘এক্সিলেন্ট পারফরম্যান্স, উইশ ইউ অল দ্য বেস্ট।’ তাঁদের এই ভিডিও বার্তা ফেসবুকে শেয়ার করেছেন মেহজাবীন। ক্যাপশনে লিখেছেন, ‘সবার প্রিয় রঞ্জিত মল্লিক স্যার এবং তাঁর স্ত্রী দীপা মল্লিকের কাছ থেকে পাওয়া এমন চমৎকার কথাগুলো আমাকে সত্যিই বিস্মিত করেছে। আপনার এমন চমৎকার কথা এবং আমার কলকাতার ভক্তদের ভালোবাসায় আমি অনেক আপ্লুত।’
নাটক দিয়ে জনপ্রিয়তা পেলেও ওটিটিতে ব্যস্ত হওয়ার পর নাটকে অনিয়মিত হয়ে পড়েছেন মেহজাবীন। সবশেষ গত বছর প্রকাশ পেয়েছিল তাঁর ‘অনন্যা’ নাটকটি। এবার ঈদুল আজহা উপলক্ষে ‘তিথিডোর’ নামের নতুন একটি টেলিফিল্মের শুটিং করেছেন তিনি। জাহান সুলতানার লেখা টেলিফিল্মটি পরিচালনা করেছেন ভিকি জাহেদ। প্রচারিত হবে ঈদের দ্বিতীয় দিন বেলা ২টা ৩০ মিনিটে চ্যানেল আইয়ে।
টেলিফিল্মটি নিয়ে মেহজাবীন বলেন, ‘আত্মহত্যার প্রবণতায় ভুগছেন এমন একজন মানুষ নিশাতকে ঘিরেই এই নাটকের গল্প। গল্পটা এই সময়ের জন্য উপযোগী একটি গল্প। আত্মহত্যা করার প্রবণতা যাদের মধ্যে থাকে, তাদের কারণে সমাজে এবং পরিবারের ওপর যে প্রভাব পড়ে, তা তুলে ধরার চেষ্টা করা হয়েছে।’
এক যুগের বেশি সময় ধরে ছোট পর্দায় অভিনয় করছেন মেহজাবীন চৌধুরী। ওপার বাংলাতেও জনপ্রিয়তা আছে তাঁর। এবার মেহজাবীনের অভিনয়ের প্রশংসা করলেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা রঞ্জিত মল্লিক ও তাঁর স্ত্রী দীপা মল্লিক। এক ভিডিও বার্তায় দীপা মল্লিক বলেন, ‘মেহজাবীন, আমি তোমাকে ভীষণ ভীষণ ভালোবাসি। তোমার আর অপূর্বর সব কটা নাটক আমার দেখা হয়ে গেছে।
গতকাল রাতেও আমার হাজবেন্ড রঞ্জিত মল্লিককে তোমার “খেয়ালী আমি, হেয়ালী তুমি’’ নাটকটি দেখালাম। তা ছাড়া “বড় ছেলে’’ বলে যে নাটকটা, সেটায় তুমি অসাধারণ ভালো অভিনয় করেছ। আমি ভাবছি, আমার মেয়ে আছে কোয়েল মল্লিক, তাকেও তোমার সব কটি নাটক দেখাব। তোমার জন্য অনেক অনেক শুভকামনা।’
দীপা মল্লিকের সঙ্গে সুর মিলিয়ে রঞ্জিত মল্লিক বলেন, ‘এক্সিলেন্ট পারফরম্যান্স, উইশ ইউ অল দ্য বেস্ট।’ তাঁদের এই ভিডিও বার্তা ফেসবুকে শেয়ার করেছেন মেহজাবীন। ক্যাপশনে লিখেছেন, ‘সবার প্রিয় রঞ্জিত মল্লিক স্যার এবং তাঁর স্ত্রী দীপা মল্লিকের কাছ থেকে পাওয়া এমন চমৎকার কথাগুলো আমাকে সত্যিই বিস্মিত করেছে। আপনার এমন চমৎকার কথা এবং আমার কলকাতার ভক্তদের ভালোবাসায় আমি অনেক আপ্লুত।’
নাটক দিয়ে জনপ্রিয়তা পেলেও ওটিটিতে ব্যস্ত হওয়ার পর নাটকে অনিয়মিত হয়ে পড়েছেন মেহজাবীন। সবশেষ গত বছর প্রকাশ পেয়েছিল তাঁর ‘অনন্যা’ নাটকটি। এবার ঈদুল আজহা উপলক্ষে ‘তিথিডোর’ নামের নতুন একটি টেলিফিল্মের শুটিং করেছেন তিনি। জাহান সুলতানার লেখা টেলিফিল্মটি পরিচালনা করেছেন ভিকি জাহেদ। প্রচারিত হবে ঈদের দ্বিতীয় দিন বেলা ২টা ৩০ মিনিটে চ্যানেল আইয়ে।
টেলিফিল্মটি নিয়ে মেহজাবীন বলেন, ‘আত্মহত্যার প্রবণতায় ভুগছেন এমন একজন মানুষ নিশাতকে ঘিরেই এই নাটকের গল্প। গল্পটা এই সময়ের জন্য উপযোগী একটি গল্প। আত্মহত্যা করার প্রবণতা যাদের মধ্যে থাকে, তাদের কারণে সমাজে এবং পরিবারের ওপর যে প্রভাব পড়ে, তা তুলে ধরার চেষ্টা করা হয়েছে।’
পর্দার নায়িকারা নিজেদের বয়স আড়ালে রাখা পছন্দ করেন। এ ক্ষেত্রে ব্যতিক্রম আজমেরী হক বাঁধন। প্রতিবছর নিজের জন্মদিনে জানান দেন তাঁর বয়স। গতকাল ছিল বাঁধনের ৪১তম জন্মদিন। সোশ্যাল মিডিয়ায় নিজেই জানালেন এই তথ্য।
২ দিন আগে১০ বছরের বেশি সময় ধরে শোবিজে কাজ করছেন অভিনেত্রী শবনম ফারিয়া। নাটকের পাশাপাশি ওটিটিতে দেখা গেছে তাঁকে। সরকারি অনুদানের ‘দেবী’ নামের একটি সিনেমায়ও অভিনয় করেছেন। প্রশংসিত হলেও সিনেমায় আর দেখা মেলেনি তাঁর। ছোট পর্দাতেও অনেক দিন ধরে অনিয়মিত তিনি। এবার শবনম ফারিয়া হাজির হচ্ছেন নতুন পরিচয়ে। কমেডি রিয়েলিটি
২ দিন আগেআমাদের লোকসংস্কৃতির অন্যতম ঐতিহ্য যাত্রাপালা। গণমানুষের সংস্কৃতি হিসেবে বিবেচিত এই যাত্রাপালা নিয়ে শিল্পকলা একাডেমি আয়োজন করছে ‘যাত্রা উৎসব-২০২৪’। আগামী ১ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চে শুরু হবে ৭ দিনব্যাপী এই উৎসব।
২ দিন আগে‘বঙ্গবন্ধু’ পদবি বিলীন হবে না। হতে পারে না। যেমনটি ‘দেশবন্ধু’ চিত্তরঞ্জন দাশের পদবি বিলীন হয়নি। ইতিহাসে এসব পদবি অম্লান ও অক্ষয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যক্তিত্ব ছিল অনন্যসাধারণ। আপনজনকে তো অবশ্যই, শত্রুপক্ষের লোকেরাও ব্যক্তিগত পর্যায়ে তাঁর প্রতি আকৃষ্ট হতেন। পাকিস্তানি সেনাবাহিনীর উচ্চপদের
২ দিন আগে