মীর মো. মহিব্বুল্লাহ, পটুয়াখালী
লাগামহীনভাবে বাড়ছে রড ও স্টিলবারের দাম। ইতিহাসের সব রেকর্ড ভেঙে পটুয়াখালীর বাজারে এখন টনপ্রতি ৯৬ হাজার টাকা দরে রড বিক্রি হচ্ছে। প্রতিষ্ঠানভেদে প্রতি কেজিতে দু-তিন টাকা দামের ব্যবধান লক্ষ করা যাচ্ছে। এমন পরিস্থিতিতে অনেকেই ব্যক্তিগত নির্মাণকাজ বন্ধ করে দিয়েছেন। আর ঠিকাদারেরা ক্ষতির মুখে পড়বেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন।
তবে রড ব্যবসায়ীরা বলছেন, স্থানীয় পর্যায়ে কিছুই করার নেই। প্রতিষ্ঠানগুলো যে দাম নির্ধারণ করছে, সে দামেই বিক্রি হচ্ছে। এ ছাড়া স্থানীয় বাজারে সংকট দেখা দিয়েছে। তবে দাম আরও বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন তাঁরা।
গতকাল শনিবার সকালে পটুয়াখালী শহরের স্বনির্ভর সড়ক, নতুন বাজার ও টিনপট্টিতে নির্মাণসামগ্রীর দোকান ঘুরে দেখা গেছে, দাম বৃদ্ধির খবর পেয়ে দোকানে ভিড় করছেন ক্রেতারা। ব্যবসায়ীরা বলছেন, রডের দাম বৃদ্ধি ও আমদানি না থাকায় দেখা দিয়েছে সংকট।
জানা গেছে, দোকানে গত বছর বিএসআরএম প্রতিষ্ঠানের রড বিক্রি হয়েছে ৬৮-৭০ টাকা কেজি, কিন্তু এখন হচ্ছে ৯৬ টাকা। জিপিএইচর রড গত বছর বিক্রি হয় ৭৪ টাকা, এবার হচ্ছে ৯৫ টাকা। পিএইচপির রড গত বছর ছিল ৭২ টাকা, এবার ৯৪ টাকা। এ ছাড়া কেএসআরএম, সিএসআরএম, একেএস ও বিএসআই—এসব প্রতিষ্ঠানের রড কেজিপ্রতি ২২-২৫ ও টনপ্রতি ২০-২৫ হাজার টাকা বেড়েছে।
এ বিষয়ে শহরের স্বনির্ভর সড়কের বিক্রেতা সাজিদ এন্টারপ্রাইজের মালিক সেলিম খান বলেন, ‘ইতিহাসের সব রেকর্ড ভেঙে এবার সর্বোচ্চ দাম বেড়েছে রডের। এত দাম আগে কখনই ছিল না। আমরা বাধ্য হয়েই এখন বিক্রি করছি। তবে রডের দাম বেড়েছে শুনে ক্রেতারা বেশি পরিমাণ কিনতে চাইলেও আমরা দিতে পারি না, কারণ ইতিমধ্যে পণ্যটির সংকট দেখা দিয়েছে। কোম্পানিগুলো বলছে, রাশিয়া, ইউক্রেন থেকে কাঁচামাল আসে; সেখান থেকে সাপ্লাই বন্ধ হওয়ায় দাম বৃদ্ধি ও সংকট দেখা দিয়েছে।’
নতুন বাজারের মেসার্স সিরাজুল এন্টারপ্রাইজের মালিক সিরাজুল হক বলেন, ‘ঘরে কোনো মাল নেই, রড সংকট। দাম বাড়ল, সংকটও দেখা দিল, ব্যবসায়ীরা পথে বসবে। সরকারের এই বিষয়টি এখনই আমলে নেওয়া উচিত’
পৌর এলাকার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মাহাবুব গাজী বলেন, ‘নতুন বাসার কাজ শুরু করেছি। এর মধ্যেই রড-সিমেন্টের দাম অস্বাভাবিক বেড়েছে। এখন কাজ বন্ধ করে দিয়েছি।’
পটুয়াখালী শহরের প্রথম শ্রেণির ঠিকাদার হাফিজুর রহমান বলেন, ‘রডের দাম যে হারে বেড়েছে, তাতে আমাদের ঘুম হারাম হয়ে গেছে। আমরা মারাত্মক ক্ষতির মুখে পড়ছি। সরকারি কাজ না করেও উপায় নেই। সরকার রডের দাম না কমালে আমাদের জায়গা-জমি বিক্রি করে পথে বসা ছাড়া উপায় নেই।’
এ প্রসঙ্গে পটুয়াখালী পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জসিম উদ্দিন আরজু বলেন, ‘রডের দাম বাড়ায় সরকারি কাজে ব্যাঘাত ঘটছে। ঠিকাদারেরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, কাজ করতে চাচ্ছেন না। ইতিমধ্যে অনেক কাজ বন্ধ হয়ে গেছে। এভাবে চলতে থাকলে চলমান সরকারি কাজ করা আমাদের জন্য চ্যালেঞ্জিং হবে। এ ব্যাপারে সরকারের ভাবা দরকার।’
লাগামহীনভাবে বাড়ছে রড ও স্টিলবারের দাম। ইতিহাসের সব রেকর্ড ভেঙে পটুয়াখালীর বাজারে এখন টনপ্রতি ৯৬ হাজার টাকা দরে রড বিক্রি হচ্ছে। প্রতিষ্ঠানভেদে প্রতি কেজিতে দু-তিন টাকা দামের ব্যবধান লক্ষ করা যাচ্ছে। এমন পরিস্থিতিতে অনেকেই ব্যক্তিগত নির্মাণকাজ বন্ধ করে দিয়েছেন। আর ঠিকাদারেরা ক্ষতির মুখে পড়বেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন।
তবে রড ব্যবসায়ীরা বলছেন, স্থানীয় পর্যায়ে কিছুই করার নেই। প্রতিষ্ঠানগুলো যে দাম নির্ধারণ করছে, সে দামেই বিক্রি হচ্ছে। এ ছাড়া স্থানীয় বাজারে সংকট দেখা দিয়েছে। তবে দাম আরও বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন তাঁরা।
গতকাল শনিবার সকালে পটুয়াখালী শহরের স্বনির্ভর সড়ক, নতুন বাজার ও টিনপট্টিতে নির্মাণসামগ্রীর দোকান ঘুরে দেখা গেছে, দাম বৃদ্ধির খবর পেয়ে দোকানে ভিড় করছেন ক্রেতারা। ব্যবসায়ীরা বলছেন, রডের দাম বৃদ্ধি ও আমদানি না থাকায় দেখা দিয়েছে সংকট।
জানা গেছে, দোকানে গত বছর বিএসআরএম প্রতিষ্ঠানের রড বিক্রি হয়েছে ৬৮-৭০ টাকা কেজি, কিন্তু এখন হচ্ছে ৯৬ টাকা। জিপিএইচর রড গত বছর বিক্রি হয় ৭৪ টাকা, এবার হচ্ছে ৯৫ টাকা। পিএইচপির রড গত বছর ছিল ৭২ টাকা, এবার ৯৪ টাকা। এ ছাড়া কেএসআরএম, সিএসআরএম, একেএস ও বিএসআই—এসব প্রতিষ্ঠানের রড কেজিপ্রতি ২২-২৫ ও টনপ্রতি ২০-২৫ হাজার টাকা বেড়েছে।
এ বিষয়ে শহরের স্বনির্ভর সড়কের বিক্রেতা সাজিদ এন্টারপ্রাইজের মালিক সেলিম খান বলেন, ‘ইতিহাসের সব রেকর্ড ভেঙে এবার সর্বোচ্চ দাম বেড়েছে রডের। এত দাম আগে কখনই ছিল না। আমরা বাধ্য হয়েই এখন বিক্রি করছি। তবে রডের দাম বেড়েছে শুনে ক্রেতারা বেশি পরিমাণ কিনতে চাইলেও আমরা দিতে পারি না, কারণ ইতিমধ্যে পণ্যটির সংকট দেখা দিয়েছে। কোম্পানিগুলো বলছে, রাশিয়া, ইউক্রেন থেকে কাঁচামাল আসে; সেখান থেকে সাপ্লাই বন্ধ হওয়ায় দাম বৃদ্ধি ও সংকট দেখা দিয়েছে।’
নতুন বাজারের মেসার্স সিরাজুল এন্টারপ্রাইজের মালিক সিরাজুল হক বলেন, ‘ঘরে কোনো মাল নেই, রড সংকট। দাম বাড়ল, সংকটও দেখা দিল, ব্যবসায়ীরা পথে বসবে। সরকারের এই বিষয়টি এখনই আমলে নেওয়া উচিত’
পৌর এলাকার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মাহাবুব গাজী বলেন, ‘নতুন বাসার কাজ শুরু করেছি। এর মধ্যেই রড-সিমেন্টের দাম অস্বাভাবিক বেড়েছে। এখন কাজ বন্ধ করে দিয়েছি।’
পটুয়াখালী শহরের প্রথম শ্রেণির ঠিকাদার হাফিজুর রহমান বলেন, ‘রডের দাম যে হারে বেড়েছে, তাতে আমাদের ঘুম হারাম হয়ে গেছে। আমরা মারাত্মক ক্ষতির মুখে পড়ছি। সরকারি কাজ না করেও উপায় নেই। সরকার রডের দাম না কমালে আমাদের জায়গা-জমি বিক্রি করে পথে বসা ছাড়া উপায় নেই।’
এ প্রসঙ্গে পটুয়াখালী পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জসিম উদ্দিন আরজু বলেন, ‘রডের দাম বাড়ায় সরকারি কাজে ব্যাঘাত ঘটছে। ঠিকাদারেরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, কাজ করতে চাচ্ছেন না। ইতিমধ্যে অনেক কাজ বন্ধ হয়ে গেছে। এভাবে চলতে থাকলে চলমান সরকারি কাজ করা আমাদের জন্য চ্যালেঞ্জিং হবে। এ ব্যাপারে সরকারের ভাবা দরকার।’
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
৩ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪