চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সিন্ডিকেটে ভারসাম্যহীন পরিস্থিতি বিরাজ করছে জানিয়েছে উপাচার্যকে চিঠি দিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। একই সঙ্গে চিঠিতে আগামী সিন্ডিকেট সভায় শিক্ষকদের স্বার্থবিরোধী কোনো আলোচ্যসূচি না রাখতে বলা হয়েছে। অন্যথায় কঠোর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।
গত বৃহস্পতিবার শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক আব্দুল হক স্বাক্ষরিত চিঠি উপাচার্যের কাছে পাঠানো হয়। এর আগে এক মাসের মধ্যে সিন্ডিকেটে শিক্ষক প্রতিনিধি নির্বাচন দিতে গত মাসে উপাচার্যকে চিঠি দিয়েছিলেন তাঁরা।
চিঠিতে উল্লেখ করা হয়, সিন্ডিকেটে উপ-উপাচার্য (একাডেমিক) ছাড়া শিক্ষকদের মোট ১৪টি সদস্য পদ রয়েছে। এর মধ্যে সিন্ডিকেটে নির্বাচিত বিভিন্ন ক্যাটাগরির ছয়জন শিক্ষক প্রতিনিধির পদসহ আটটি পদ দীর্ঘদিন আগে মেয়াদোত্তীর্ণ হয়।
জানতে চাইলে চবি শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক আবদুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘দীর্ঘদিন সিন্ডিকেটে শিক্ষকদের নির্বাচিত কোনো প্রতিনিধি নেই। ভারসাম্যহীন এই সিন্ডিকেটে নানা বিতর্কিত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এতে শিক্ষকসহ বিশ্ববিদ্যালয়ের সার্বিক স্বার্থ ক্ষুণ্ন হচ্ছে। আমরা শিক্ষক প্রতিনিধি নির্বাচন ছাড়া সিন্ডিকেট সভা না করার জন্য উপাচার্যকে জানিয়েছি।যদি দাবি মানা না হয়, তবে কার্যকরী কমিটি অথবা সাধারণ সভা করে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।’
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামকে বলা হয় ‘সিন্ডিকেট’। বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সিন্ডিকেটের মাধ্যমে নেওয়া হয়। সিন্ডিকেটে ছয়টি পদে শিক্ষকদের ভোটে নির্বাচিত সদস্যরা প্রতিনিধিত্ব করেন। তবে দীর্ঘদিন নির্বাচন না হওয়ায় এসব পদ শূন্য রয়েছে।
সর্বশেষ গত ১৪ নভেম্বর সিন্ডিকেটে শিক্ষক প্রতিনিধি ছাড়া আর কোনো সভা না করতে উপাচার্যকে চিঠি দিয়েছিল আওয়ামী ও বামপন্থী শিক্ষকদের সংগঠন হলুদ দল। একই সঙ্গে চিঠিতে ৩০ নভেম্বরের মধ্যে সিন্ডিকেটে শিক্ষক প্রতিনিধি নির্বাচনের তফসিল ঘোষণা করতে বলা হয়।
এর আগে গত মাসের ৩ নভেম্বর অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষক ক্যাটাগরিতে নির্বাচন দিতে উপাচার্যের কাছে চিঠি দেয় বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। চিঠিতে নির্বাচন অনুষ্ঠানের জন্য এক মাস সময় বেঁধে দেওয়া হয়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সিন্ডিকেটে ভারসাম্যহীন পরিস্থিতি বিরাজ করছে জানিয়েছে উপাচার্যকে চিঠি দিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। একই সঙ্গে চিঠিতে আগামী সিন্ডিকেট সভায় শিক্ষকদের স্বার্থবিরোধী কোনো আলোচ্যসূচি না রাখতে বলা হয়েছে। অন্যথায় কঠোর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।
গত বৃহস্পতিবার শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক আব্দুল হক স্বাক্ষরিত চিঠি উপাচার্যের কাছে পাঠানো হয়। এর আগে এক মাসের মধ্যে সিন্ডিকেটে শিক্ষক প্রতিনিধি নির্বাচন দিতে গত মাসে উপাচার্যকে চিঠি দিয়েছিলেন তাঁরা।
চিঠিতে উল্লেখ করা হয়, সিন্ডিকেটে উপ-উপাচার্য (একাডেমিক) ছাড়া শিক্ষকদের মোট ১৪টি সদস্য পদ রয়েছে। এর মধ্যে সিন্ডিকেটে নির্বাচিত বিভিন্ন ক্যাটাগরির ছয়জন শিক্ষক প্রতিনিধির পদসহ আটটি পদ দীর্ঘদিন আগে মেয়াদোত্তীর্ণ হয়।
জানতে চাইলে চবি শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক আবদুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘দীর্ঘদিন সিন্ডিকেটে শিক্ষকদের নির্বাচিত কোনো প্রতিনিধি নেই। ভারসাম্যহীন এই সিন্ডিকেটে নানা বিতর্কিত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এতে শিক্ষকসহ বিশ্ববিদ্যালয়ের সার্বিক স্বার্থ ক্ষুণ্ন হচ্ছে। আমরা শিক্ষক প্রতিনিধি নির্বাচন ছাড়া সিন্ডিকেট সভা না করার জন্য উপাচার্যকে জানিয়েছি।যদি দাবি মানা না হয়, তবে কার্যকরী কমিটি অথবা সাধারণ সভা করে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।’
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামকে বলা হয় ‘সিন্ডিকেট’। বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সিন্ডিকেটের মাধ্যমে নেওয়া হয়। সিন্ডিকেটে ছয়টি পদে শিক্ষকদের ভোটে নির্বাচিত সদস্যরা প্রতিনিধিত্ব করেন। তবে দীর্ঘদিন নির্বাচন না হওয়ায় এসব পদ শূন্য রয়েছে।
সর্বশেষ গত ১৪ নভেম্বর সিন্ডিকেটে শিক্ষক প্রতিনিধি ছাড়া আর কোনো সভা না করতে উপাচার্যকে চিঠি দিয়েছিল আওয়ামী ও বামপন্থী শিক্ষকদের সংগঠন হলুদ দল। একই সঙ্গে চিঠিতে ৩০ নভেম্বরের মধ্যে সিন্ডিকেটে শিক্ষক প্রতিনিধি নির্বাচনের তফসিল ঘোষণা করতে বলা হয়।
এর আগে গত মাসের ৩ নভেম্বর অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষক ক্যাটাগরিতে নির্বাচন দিতে উপাচার্যের কাছে চিঠি দেয় বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। চিঠিতে নির্বাচন অনুষ্ঠানের জন্য এক মাস সময় বেঁধে দেওয়া হয়।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
৩ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪