সব প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২১, ০৯: ১৪
আপডেট : ৩০ নভেম্বর ২০২১, ১৪: ০৩

খাগড়াছড়ির রামগড় উপজেলায় দুই ইউপি নির্বাচনে সব প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা উপজেলা নির্বাচন কমিশন। যাচাই-বাছাই শেষে গতকাল সোমবার চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য পদে সব প্রার্থীকে বৈধ ঘোষণা করা হয়। এ দিকে উপজেলার ২ নম্বর পাতাছড়া ইউপির ৯ নম্বর ওয়ার্ডে একক প্রার্থী আমান উল্ল্যাহর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন তিনি।

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে,২টি ইউপিতে ১০০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। চেয়ারম্যান পদে ১৩ জন, সাধারণ সদস্য পদে ৬৫ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ২২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।

১ নম্বর রামগড় ইউপিতে চেয়ারম্যান পদে ৯ জন, মহিলা সদস্য পদে ৯ জন ও সাধারণ ইউপি সদস্য পদে ৩৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।

অন্যদিকে ২ নম্বর পাতাছড়া ইউপিতে চেয়ারম্যান পদে ৪ জন, সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্য পদে ১৩ ও সাধারণ সদস্য পদে ২৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।

গতকাল সোমবার বেলা ১১টা থেকে উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাচনে দাখিলকৃত মনোনয়নপত্র বাছাই করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা দেবাশীষ দাস। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) উম্মে হাবিবা মজুমদার, রামগড় থানার (ওসি) মোহাম্মদ সামসুজ্জামান।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী-চতুর্থ দাপের নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই ২৯ নভেম্বর, বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর থেকে, আপিল নিষ্পত্তি ৩-৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহার ৬ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ৭ ডিসেম্বর এবং ভোটগ্রহণ ২৬ ডিসেম্বর।

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ১ নম্বর রামগড় ইউপিতে মোট ভোটার সংখ্যা ১০ হাজার ৫১৫ জন এর মধ্যে পুরুষ ৫ হাজার ৪২৪ এবং মহিলা ৫ হাজার ৯১ জন ভোটার রয়েছে। অপরদিকে ২ নম্বর পাতাছড়া ইউপিতে মোট ভোটার সংখ্যা ১০ হাজার ১৭০ জন এর মধ্যে পুরুষ ৫ হাজার ৮৫ জন মহিলা ৫ হাজার ৮৫ জন। দুই ইউপিতে ১৮টি ভোট কেন্দ্রে ৫৮টি ভোটকক্ষে ভোট গ্রহণ করা হবে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত