রাজবাড়ী প্রতিনিধি
মহাসড়কে অবৈধ যানবাহন বন্ধের দাবিতে রাজবাড়ীতে চলছে পরিবহন ধর্মঘট। গণপরিবহন বন্ধ থাকায় সাধারণ মানুষের ভরসা এখন তিন চাকার অবৈধ যানবাহন। ভোগান্তির সঙ্গে দ্বিগুণ ভাড়া দিয়ে গন্তব্যে যেতে হচ্ছে যাত্রীদের।
সরেজমিন গতকাল শুক্রবার সকাল থেকে শহরের মুরগির ফার্ম, বড়পুল, শ্রীপুর বাস টার্মিনালে গিয়ে দেখা গেছে, বাস চলাচল বন্ধ থাকায় বাসগুলো এক জায়গায় রাখা হয়েছে। মহাসড়কে অবৈধ যানবাহন বন্ধের দাবিতে পরিবহন ধর্মঘট চললেও সকাল থেকেই রাজবাড়ীর মহাসড়কে চলাচল করছে রিকশা, অটোরিকশা, মাহিন্দ্রাসহ তিন চাকার বিভিন্ন যান। এসব যানবাহনই সাধারণ মানুষের গন্তব্যে যাওয়ার একমাত্র ভরসা। অবৈধ এসব যান মহাসড়কে চলাচল করলেও নেই প্রশাসনের কোনো তৎপরতা।
যাত্রী কামরুননাহার বলেন, ‘সাধারণ মানুষ চরম ভোগান্তিতে রয়েছে বাস বন্ধ থাকায়। ভেঙে ভেঙে দ্বিগুণ ভাড়া বেশি দিয়ে যাতায়াত করতে হচ্ছে। যে কারণে ধর্মঘট চলছে, সেই তিন চাকার যানবাহনই আমাদের মতো সাধারণ মানুষের ভরসা।’
আরেক যাত্রী মোস্তফা বলেন, ‘ঢাকায় যেতে হবে খুবই জরুরি কাজে। বাড়ি থেকে বের হয়ে জানতে পারি বাস চলছে না। তাই বাধ্য হয়ে ইঞ্জিনচালিত মাহিন্দ্রায় রাজবাড়ী পর্যন্ত এসেছি। এখন আবার মাহিন্দ্রাতেই গোয়ালন্দ ঘাটে যেতে হবে। নদী পার হয়ে যদি বাস পাই, সেই আশায় যাচ্ছি।’
অটোচালক ইসলাম মোল্লা বলেন, ‘মহাসড়কে দুর্ঘটনা শুধু তিন চাকার যানবাহনের জন্যই হয়, বিষয়টা তা নয়। বাস-ট্রাক ও মোটরসাইকেলের বেপরোয়া গতির কারণেও দুর্ঘটনা ঘটে। অথচ যত দোষ আমাদের।’
আরেক অটোচালক নাজমুল বলেন, ভাড়া দ্বিগুণ নিচ্ছি না। ৫-১০ টাকা বেশি নিচ্ছি। অপর প্রশ্নের জবাবে বলেন, মহাসড়কে অটো চালাতে ভয় লাগে। কিন্তু তারপরও পেটের দায়ে চালাতে হয়।
বাইপাস সড়ক তো নেই যে সেখানে চালাব।
জানা গেছে, ৭ নভেম্বর ঢাকা বিভাগীয় কমিশনার বরাবর চিঠি দিয়ে মহাসড়কে সব ধরনের অবৈধ থ্রি-হুইলার চলাচল বন্ধের বিষয়ে দাবি জানায় ফরিদপুর বাস মালিক শ্রমিক ঐক্য পরিষদ। ১০ নভেম্বরের মধ্যে দাবি মানা না হলে পরদিন সকাল ছয়টা থেকে ১২ নভেম্বর রাত আটটা পর্যন্ত সব ধরনের বাস চলাচল বন্ধ রাখা হবে। ফরিদপুর বাস মালিক শ্রমিক ঐক্য পরিষদের দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করে রাজবাড়ী বাস মালিক সমিতি।
জেলা বাস মালিক সমিতির সাধারণত সম্পাদক মুরাদ হাসান বলেন, মহাসড়কে অবৈধ যানবাহন চলাচলে মাঝেমধ্যেই দুর্ঘটনা ঘটে। এতে অনেক মানুষের প্রাণহানির ঘটনা ঘটে। দুর্ঘটনা রোধে ও নিরাপদ সড়ক রাখতে অবৈধ যানবাহন বন্ধের জন্য এই ধর্মঘট ডাকা হয়েছে।
মহাসড়কে অবৈধ যানবাহন বন্ধের দাবিতে রাজবাড়ীতে চলছে পরিবহন ধর্মঘট। গণপরিবহন বন্ধ থাকায় সাধারণ মানুষের ভরসা এখন তিন চাকার অবৈধ যানবাহন। ভোগান্তির সঙ্গে দ্বিগুণ ভাড়া দিয়ে গন্তব্যে যেতে হচ্ছে যাত্রীদের।
সরেজমিন গতকাল শুক্রবার সকাল থেকে শহরের মুরগির ফার্ম, বড়পুল, শ্রীপুর বাস টার্মিনালে গিয়ে দেখা গেছে, বাস চলাচল বন্ধ থাকায় বাসগুলো এক জায়গায় রাখা হয়েছে। মহাসড়কে অবৈধ যানবাহন বন্ধের দাবিতে পরিবহন ধর্মঘট চললেও সকাল থেকেই রাজবাড়ীর মহাসড়কে চলাচল করছে রিকশা, অটোরিকশা, মাহিন্দ্রাসহ তিন চাকার বিভিন্ন যান। এসব যানবাহনই সাধারণ মানুষের গন্তব্যে যাওয়ার একমাত্র ভরসা। অবৈধ এসব যান মহাসড়কে চলাচল করলেও নেই প্রশাসনের কোনো তৎপরতা।
যাত্রী কামরুননাহার বলেন, ‘সাধারণ মানুষ চরম ভোগান্তিতে রয়েছে বাস বন্ধ থাকায়। ভেঙে ভেঙে দ্বিগুণ ভাড়া বেশি দিয়ে যাতায়াত করতে হচ্ছে। যে কারণে ধর্মঘট চলছে, সেই তিন চাকার যানবাহনই আমাদের মতো সাধারণ মানুষের ভরসা।’
আরেক যাত্রী মোস্তফা বলেন, ‘ঢাকায় যেতে হবে খুবই জরুরি কাজে। বাড়ি থেকে বের হয়ে জানতে পারি বাস চলছে না। তাই বাধ্য হয়ে ইঞ্জিনচালিত মাহিন্দ্রায় রাজবাড়ী পর্যন্ত এসেছি। এখন আবার মাহিন্দ্রাতেই গোয়ালন্দ ঘাটে যেতে হবে। নদী পার হয়ে যদি বাস পাই, সেই আশায় যাচ্ছি।’
অটোচালক ইসলাম মোল্লা বলেন, ‘মহাসড়কে দুর্ঘটনা শুধু তিন চাকার যানবাহনের জন্যই হয়, বিষয়টা তা নয়। বাস-ট্রাক ও মোটরসাইকেলের বেপরোয়া গতির কারণেও দুর্ঘটনা ঘটে। অথচ যত দোষ আমাদের।’
আরেক অটোচালক নাজমুল বলেন, ভাড়া দ্বিগুণ নিচ্ছি না। ৫-১০ টাকা বেশি নিচ্ছি। অপর প্রশ্নের জবাবে বলেন, মহাসড়কে অটো চালাতে ভয় লাগে। কিন্তু তারপরও পেটের দায়ে চালাতে হয়।
বাইপাস সড়ক তো নেই যে সেখানে চালাব।
জানা গেছে, ৭ নভেম্বর ঢাকা বিভাগীয় কমিশনার বরাবর চিঠি দিয়ে মহাসড়কে সব ধরনের অবৈধ থ্রি-হুইলার চলাচল বন্ধের বিষয়ে দাবি জানায় ফরিদপুর বাস মালিক শ্রমিক ঐক্য পরিষদ। ১০ নভেম্বরের মধ্যে দাবি মানা না হলে পরদিন সকাল ছয়টা থেকে ১২ নভেম্বর রাত আটটা পর্যন্ত সব ধরনের বাস চলাচল বন্ধ রাখা হবে। ফরিদপুর বাস মালিক শ্রমিক ঐক্য পরিষদের দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করে রাজবাড়ী বাস মালিক সমিতি।
জেলা বাস মালিক সমিতির সাধারণত সম্পাদক মুরাদ হাসান বলেন, মহাসড়কে অবৈধ যানবাহন চলাচলে মাঝেমধ্যেই দুর্ঘটনা ঘটে। এতে অনেক মানুষের প্রাণহানির ঘটনা ঘটে। দুর্ঘটনা রোধে ও নিরাপদ সড়ক রাখতে অবৈধ যানবাহন বন্ধের জন্য এই ধর্মঘট ডাকা হয়েছে।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
৩ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪