২০ বছরে সাত হাজার বৃদ্ধ মা-বাবার সেবা

রাতুল মণ্ডল, শ্রীপুর (গাজীপুর) 
আপডেট : ০৯ মে ২০২২, ১১: ৪৯
Thumbnail image

২০ বছর মায়ের সেবা করে ধীরে ধীরে লেগে পড়েন নিজ গ্রামের স্থানীয় বয়স্ক মা-বাবার সেবায়। গ্রামের বিভিন্ন বাড়িতে বয়স্ক মা-বাবার সেবা করা, তাঁদের পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, গোসল করানোসহ সব ধরনের সেবায় নিজেকে নিয়োজিত করেন মোহাম্মদ নজরুল ইসলাম।

পর্যায়ক্রমে নিজের ইউনিয়ন, উপজেলা এবং সবশেষে সারা দেশের বৃদ্ধ মা-বাবার সেবায় নিজেকে আত্মনিয়োগ করেন নজরুল। বর্তমানে তিনি ‘মা-বাবার সেবাকেন্দ্র’ নামে একটি প্রতিষ্ঠান চালু করেছেন। এই সেবাকেন্দ্রে বর্তমানে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছেন প্রায় ৫ হাজার মানুষ। ২০ বছরে নজরুল ইসলাম ৭ হাজার বৃদ্ধ মা-বাবার সেবা করেছেন বলে জানান।

গতকাল রোববার বিশ্ব মা দিবস উপলক্ষে গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের নান্দিয়া সাঙ্গুন গ্রামের ভূঁইয়া বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৫ শতাধিক নারী-পুরুষ ও শিশুদের চিকিৎসা দেন নজরুল। এতে সহযোগিতা করে উপজেলার আলহেরা হাসপাতাল।

নজরুল ইসলাম শ্রীপুর উপজেলার নান্দিয়া সাঙ্গুন গ্রামের রহিম ভূঁইয়ার ছেলে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা জীবন শেষ করে নিজেকে এ কাজে নিয়োজিত করেন তিনি।

নজরুল ইসলাম বলেন, ‘২০০১ সালে আমার মা আয়েশা সিদ্দিকা খানম অসুস্থ হয়ে পড়েন। এরপর থেকে মায়ের সেবা করা শুরু করি। ২০১৭ সালে মা মারা যান। এরপর নিজেকে আত্মনিয়োগ করি বাকি বৃদ্ধ মা-বাবার সেবায়। যেখানেই জানতে পারি অসুস্থ বৃদ্ধ মা-বাবা বিছানায় পড়ে গেছেন, সেখানেই ছুটে যাওয়ার চেষ্টা করি।’

নজরুল আরও বলেন, ‘প্রথমে টাঙ্গাইলের মধুপুরের দীন ইসলাম ও হাজেরা খাতুনকে সঙ্গে নিয়ে শুরু করি বৃদ্ধ মা-বাবার সেবা। পরে নান্দিয়া সাঙ্গুন গ্রামের সখিনা, বাপ্তা গ্রামের ওহেদ আলী, বরনলের নূরুল ইসলাম, নোয়াখালীর ইব্রাহিম, বরিশালের আলতাফ হোসেন, শেরপুরের আব্দুর রহিমসহ অসংখ্য বৃদ্ধ মা-বাবার সেবা করার চেষ্টা করেছি।’ তিনি আরও জানান, তাঁর এই সেবা দেখে অনেক সন্তান তাঁর মা-বাবার প্রতি দায়িত্ব পালন করতে শুরু করেছেন। সবাই নিজের দায়িত্ব এভাবে পালন করলে দেশের বয়স্ক পুনর্বাসন কেন্দ্রগুলোতে মা-বাবার সংখ্যা কমে আসবে।

কাওরাইদ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল আজিজ বলেন, ‘নজরুল ইসলাম বহু বছর ধরে বৃদ্ধ নারী-পুরুষের সেবা করে আসছেন। তাঁর এই কাজ সমাজের পরিবর্তন বয়ে নিয়ে আসবে। এই সেবা পরিচালনার জন্য ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সব রকম সহযোগিতা করা হবে।’

আলহেরা হাসপাতালের পরিচালক ডা. আবুল হোসেন বলেন, ‘মা-বাবার প্রতি ভালোবাসার একটি দৃষ্টান্ত নজরুল ইসলাম। তাঁর এই সেবা আরও বেশি ছড়িয়ে দেওয়ার জন্য বিশ্ব মা দিবস উপলক্ষে বিনা মূল্যে সেবাদানের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এদিন ছয়জন বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে পাঁচ শতাধিক রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।’

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরিকুল ইসলাম বলেন, ‘নজরুল ইসলাম যে কাজ করছেন, নিঃসন্দেহে তা বর্তমান প্রজন্মের জন্য অনুকরণীয়। তাঁর এ ধরনের কাজ যাতে ভবিষ্যতেও অব্যাহত থাকে, তাঁর ব্যবস্থা করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত