গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
গৌরনদী বন্দর দুর্গা মন্দিরের আশপাশে এক কিলোমিটার জুড়ে জমে উঠেছে গ্রামীণ মেলা। পুজোর সময়ের এই মেলা স্থায়ী হয় চার-পাঁচ দিন। তবে মেলার কাঠের আসবার পত্র পাওয়া যায় ১৫ দিনে। সনাতন ধর্মাবলম্বীদের পাশাপাশি সব ধর্ম-বর্ণের মানুষ হাজির হন মেলায়।
প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন বয়সী মানুষের উপস্থিতিতে মুখরিত হয়ে উঠছে মেলা। সব বয়সের মানুষ এলেও নারী ও শিশুদের উপস্থিতি বেশি। দুর্গাপূজার প্রথম দিন থেকে মেলা শুরু হয়েছে।
বন্ধুদের নিয়ে এসেছেন বাবু সরদার। তিনি বলেন, প্রতিবছরই আসি। বৈশাখী মেলা আর দুর্গাপূজার মেলা ছাড়া এমন আমেজ তো পাওয়া যায় না।
প্রবেশ দ্বার থেকে পুরো সড়কের দুই ধারে বাহারি পণ্য সাজিয়ে রাখা হয়েছে স্টলগুলোতে। গৌরনদী বন্দরের কয়েকজন প্রবীণ ব্যক্তি জানান, প্রতিবছর হিন্দু সম্প্রদায়ের দুর্গা পূজা উপলক্ষে অনুষ্ঠিত হয়ে আসছে বন্দরের ঐতিহ্যবাহী মেলা। পূজাকে কেন্দ্র করে যুগ যুগ ধরে মেলা বসছে। দেশের বিভিন্ন জেলা থেকে ব্যবসায়ীরা এসে মালামাল নিয়ে দোকান সাজিয়েছেন। গ্রামীণ সংস্কৃতির নানা উপকরণ রয়েছে এ মেলায়। গৃহস্থলীর প্রয়োজনীয় জিনিসপত্রের পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা।
গতকাল শুক্রবার মেলা ঘুরে দেখা যায়, প্রায় এক কিলোমিটার জায়গা জুড়ে দোকানপাট দিয়ে বসেছেন ব্যবসায়ীরা। তবে মেলায় কাঠের ফার্নিচারের দোকান সবচেয়ে বেশি। গৌরনদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পৌরসভার মাঠসহ আশপাশের সব জায়গা কাঠের ফার্নিচারে পরিপূর্ণ। এ মেলায় খাট, সুকেশ, সোফা, আলমারি, আলমারিসহ সব ধরনের আসবারপত্র পাওয়া যায়। এ ছাড়াও বাচ্চাদের বিভিন্ন খেলনা, কসমেটিকস, দা, কাঁচি, বটি, জিলাপি, পাপর ভাজা, বাতাসা, নকুল দানাসহ নানান কিছু মেলে।
মেলায় আসা নান্টু চন্দ্র দাস বলেন, বাচ্চাদের জন্য খেলনা কিনতে মেলায় এসেছি।
মেলায় আসা আসবাবপত্র ক্রেতা জলিলুর রহমান (৪৪), রাবেয়া বেগমসহ (৪০) কয়েকজন জানান, তারা এই মেলার জন্য অনেকেই অপেক্ষা থাকেন। কারণ মেলা থেকে কমদামে কাঠের আসবাবপত্র কিনতে পারেন। মাহিলাড়ার খোকন মোল্লা বলেন, মেলায় একটি খাট, সুকেশ কেনার জন্য এসেছি। যেখানে পছন্দ হবে সেখান থেকে কিনে নেব।
সাতক্ষীরা থেকে আসা আসবাব ব্যবসায়ী আমজাদ হোসেন বলেন, প্রতি বছর এ মেলায় আসবাবপত্র নিয়ে আসি। কারণ এখানে বেচাবিক্রি ভালো হওয়ায়, মুনাফা বেশি হয়। কিন্তু এ বছর বেচাকেনা একটু কম, তাই সামান্য লাভ হলেই জিনিসপত্র বিক্রি করে দিচ্ছি।
গৌরনদী বন্দর দুর্গা মন্দিরের আশপাশে এক কিলোমিটার জুড়ে জমে উঠেছে গ্রামীণ মেলা। পুজোর সময়ের এই মেলা স্থায়ী হয় চার-পাঁচ দিন। তবে মেলার কাঠের আসবার পত্র পাওয়া যায় ১৫ দিনে। সনাতন ধর্মাবলম্বীদের পাশাপাশি সব ধর্ম-বর্ণের মানুষ হাজির হন মেলায়।
প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন বয়সী মানুষের উপস্থিতিতে মুখরিত হয়ে উঠছে মেলা। সব বয়সের মানুষ এলেও নারী ও শিশুদের উপস্থিতি বেশি। দুর্গাপূজার প্রথম দিন থেকে মেলা শুরু হয়েছে।
বন্ধুদের নিয়ে এসেছেন বাবু সরদার। তিনি বলেন, প্রতিবছরই আসি। বৈশাখী মেলা আর দুর্গাপূজার মেলা ছাড়া এমন আমেজ তো পাওয়া যায় না।
প্রবেশ দ্বার থেকে পুরো সড়কের দুই ধারে বাহারি পণ্য সাজিয়ে রাখা হয়েছে স্টলগুলোতে। গৌরনদী বন্দরের কয়েকজন প্রবীণ ব্যক্তি জানান, প্রতিবছর হিন্দু সম্প্রদায়ের দুর্গা পূজা উপলক্ষে অনুষ্ঠিত হয়ে আসছে বন্দরের ঐতিহ্যবাহী মেলা। পূজাকে কেন্দ্র করে যুগ যুগ ধরে মেলা বসছে। দেশের বিভিন্ন জেলা থেকে ব্যবসায়ীরা এসে মালামাল নিয়ে দোকান সাজিয়েছেন। গ্রামীণ সংস্কৃতির নানা উপকরণ রয়েছে এ মেলায়। গৃহস্থলীর প্রয়োজনীয় জিনিসপত্রের পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা।
গতকাল শুক্রবার মেলা ঘুরে দেখা যায়, প্রায় এক কিলোমিটার জায়গা জুড়ে দোকানপাট দিয়ে বসেছেন ব্যবসায়ীরা। তবে মেলায় কাঠের ফার্নিচারের দোকান সবচেয়ে বেশি। গৌরনদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পৌরসভার মাঠসহ আশপাশের সব জায়গা কাঠের ফার্নিচারে পরিপূর্ণ। এ মেলায় খাট, সুকেশ, সোফা, আলমারি, আলমারিসহ সব ধরনের আসবারপত্র পাওয়া যায়। এ ছাড়াও বাচ্চাদের বিভিন্ন খেলনা, কসমেটিকস, দা, কাঁচি, বটি, জিলাপি, পাপর ভাজা, বাতাসা, নকুল দানাসহ নানান কিছু মেলে।
মেলায় আসা নান্টু চন্দ্র দাস বলেন, বাচ্চাদের জন্য খেলনা কিনতে মেলায় এসেছি।
মেলায় আসা আসবাবপত্র ক্রেতা জলিলুর রহমান (৪৪), রাবেয়া বেগমসহ (৪০) কয়েকজন জানান, তারা এই মেলার জন্য অনেকেই অপেক্ষা থাকেন। কারণ মেলা থেকে কমদামে কাঠের আসবাবপত্র কিনতে পারেন। মাহিলাড়ার খোকন মোল্লা বলেন, মেলায় একটি খাট, সুকেশ কেনার জন্য এসেছি। যেখানে পছন্দ হবে সেখান থেকে কিনে নেব।
সাতক্ষীরা থেকে আসা আসবাব ব্যবসায়ী আমজাদ হোসেন বলেন, প্রতি বছর এ মেলায় আসবাবপত্র নিয়ে আসি। কারণ এখানে বেচাবিক্রি ভালো হওয়ায়, মুনাফা বেশি হয়। কিন্তু এ বছর বেচাকেনা একটু কম, তাই সামান্য লাভ হলেই জিনিসপত্র বিক্রি করে দিচ্ছি।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
৩ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৭ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৭ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৭ দিন আগে