Ajker Patrika

হাজারি হাটে বিলুপ্তির মুখে কালীবাড়ি মন্দির

রেজা মাহমুদ, সৈয়দপুর (নীলফামারী)
আপডেট : ২৭ ডিসেম্বর ২০২১, ১২: ৪৬
হাজারি হাটে বিলুপ্তির মুখে কালীবাড়ি মন্দির

নীলফামারীর সৈয়দপুরে হাজারি হাট কালিবাড়ীর মন্দিরটি অযত্ন-অবহেলায় বিলুপ্ত হতে বসেছে। ইতিহাসের সাক্ষী এ মন্দির সংস্কারে কোনো উদ্যোগ নেই প্রশাসনের।

তবে, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের রংপুর বগুড়া অঞ্চলের পরিচালক নাহিদ সুলতানা আজকের পত্রিকাকে জানান, খুব শিগগির মন্দিটি পরিদর্শন করা হবে। যদি ক্যাটাগরিতে পড়ে তাহলে এটি পুরাকীর্তি নিদর্শন হিসেবে তালিকাভুক্ত করে সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।

জানা যায়, বর্তমানে এলাকার হিন্দু সম্প্রদায় মন্দিরটিতে মূর্তি বসিয়ে পূজা অর্চনা করেন। তাঁদের কারওই এর ইতিহাস জানা নেই। তবে অনেকের মতে, প্রায় তিন শ বছর আগে ১৬৮৫ সালে ১৮ শতক জমির ওপর এটি নির্মাণ করা হয়।

তৎকালীন এ অঞ্চলের হিন্দু জমিদার তাঁর স্ত্রীকে নিয়ে এখানে বেড়াতে এসেছিলেন। তাঁর ইচ্ছানুসারে বর্তমান হাজারি হাটের কালীবাড়িতে মন্দিরটি নির্মাণ করা হয়।

সরেজমিনে দেখা যায়, জরাজীর্ণ অবস্থায় রয়েছে মন্দিরটি। সামনে বাঁশঝাড় থাকায় বোঝার উপায় নেই ভেতরে মন্দির। মন্দিরের চারপাশে ঘন জঙ্গল। দেয়ালে জন্মেছে বড় বড় আগাছা। ভেঙে নিশ্চিহ্ন হতে বসেছে দেয়াল। মাথা উঁচু করে নিজের অস্তিত্বের জানান দিচ্ছে পশ্চিমাংশের চূড়াটি।

মন্দিরের সেবায়েত জগদিশ হাজরা (৬৮) বলেন, ‘পাশের ইউনিয়ন খাতামধুপুরের ডাঙ্গাপাড়ার বেবোক নামে এক পুরোহিত এখানে এসে পূজা করেন। এখনো মন্দিরের নামে ১৮ শতাংশ জমি রয়েছে। এর বেশির ভাগ জমিই বেদখল হয়ে গেছে।’

তিনি আরও বলেন, ‘বর্তমান এটির অবস্থা খুবই শোচনীয়। দ্রুত সংস্কার করা না হলে এর অস্তিত্ব আর থাকবে না।’

কাশিরাম বেলপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) নুরুন্নবী সরকার জানান, আমি চেয়ারম্যান হিসেবে স্বল্প দিন হলো দায়িত্ব নিয়েছি। এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে লিখিতভাবে জানানো হলেও আজও মন্দিরটি সংস্কার করা হয়নি। এটিকে প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে তালিকাভুক্তির দাবি জানান তিনি।

উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখছেদুল মোমিন আজকের পত্রিকাকে বলেন, কালীবাড়ি মন্দিরটি এই অঞ্চলের ইতিহাস-ঐতিহ্য বহন করে। খুব দ্রুতই উপজেলা পরিষদের পক্ষ থেকে মন্দিরটি সংস্করণের উদ্যোগ গ্রহণ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত