ময়মনসিংহ-৬: বাবার সঙ্গে মেয়ের লড়াই

ইলিয়াস আহমেদ, ময়মনসিংহ
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৩, ০৯: ৪৫

ফুলবাড়িয়া উপজেলা নিয়ে গঠিত সংসদীয় আসন ময়মনসিংহ-৬। এটি আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। আসনটি থেকে মোট পাঁচবার আওয়ামী লীগের প্রার্থী হিসেবে বিজয়ী হয়েছেন বর্তমান সংসদ সদস্য (এমপি) অ্যাডভোকেট মোসলেম উদ্দিন।

এবারও নৌকা প্রতীক নিয়ে রয়েছেন নির্বাচনী মাঠে। তবে প্রবীণ এই নেতাকে এবার ভোটযুদ্ধে লড়তে হচ্ছে খোদ নিজের মেয়ে ঈগল প্রতীকের প্রার্থী সেলিমা বেগম সালমার সঙ্গে। রয়েছেন আরও চার প্রতিদ্বন্দ্বী। এতে সাধারণ ভোটাররা পড়েছেন কিছুটা দ্বিধাদ্বন্দ্বে।

প্রার্থীরা সকাল থেকে মধ্যরাত পর্যন্ত পাল্লা দিয়ে প্রচার চালাচ্ছেন প্রার্থীরা। দিচ্ছেন ভোটারদের নানা উন্নয়নের প্রতিশ্রুতি। আওয়ামী লীগের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচনে অংশ নেওয়ায় প্রচারণায় দুই ভাগ হয়ে অংশ নিচ্ছেন দলীয় নেতারা।

ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, ৮৫ বছর বয়সী প্রবীণ রাজনীতিবিদ অ্যাডভোকেট মোসলেম উদ্দিনকে এবার জয় পেতে বেশ বেগ পোহাতে হবে। মূলত তাঁর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হবে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সদ্য পদত্যাগী উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মালেক সরকার (ট্রাক) এবং নিজের মেয়ে সাবেক ছাত্রলীগ নেত্রী ও অস্ট্রেলিয়া প্রবাসী সেলিমা বেগম সালমার (ঈগল) সঙ্গে। এ ছাড়া আসনটিতে গণসংযোগ করে যাচ্ছেন জাতীয় পার্টির (রওশন) জ্যেষ্ঠ নেতা কেটলী প্রতীকের খন্দকার রফিকুল ইসলাম, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী মাহফিজুর রহমান বাবুল, গামছা প্রতীক নিয়ে কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী এম আব্দুর রশিদ।

ফুলবাড়িয়া শহরের মুদিদোকানি শফিকুল ইসলাম বলেন, ‘কাকে ভোট দেব, তা এখন সিদ্ধান্ত নিতে পারিনি।’

জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও ফুলবাড়িয়া উপজেলা কমিটির জ্যেষ্ঠ সদস্য আব্দুর রাজ্জাক বলেন, ‘নির্বাচনে বাবার সঙ্গে মেয়ের প্রতিযোগিতা সে বিষয়টি সাধারণ ভোটাররা খুব ভালোভাবে নেননি।’

ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামছুন নাহার হলের ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সেলিমা বেগম সালমা বলেন, ‘কারও পক্ষে লড়তে কোনো বাধা নেই। আমি আমার বাবাকে শ্রদ্ধা, সম্মান করি।’

নৌকার প্রার্থী মোসলেম উদ্দিন বলেন, ‘আমার মেয়েটা অস্ট্রেলিয়ায় ছিল। সে অত্যন্ত মেধাবী। এবার দেশে এসে পাগলামি শুরু করেছে। ’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ধর্ম অবমাননা: একই স্ট্যাটাসের জন্য দ্বিতীয়বার অভিযুক্ত হৃদয়

আমিরাতে অবৈধদের সাধারণ ক্ষমা পাওয়ার সুযোগ আর মাত্র দুদিন

৫ আগস্ট সশস্ত্র সংগ্রামের ভিডিও বার্তা দিয়ে রেখেছিলাম: উপদেষ্টা নাহিদ

ইসরায়েলের সঙ্গে উত্তেজনার মধ্যে ইরানের সামরিক বাজেট তিনগুণ

রাজধানীতে চাঁদা আদায়ের প্রতিবাদ করায় লেগুনা চালককে ছুরিকাঘাতে হত্যা

আরও
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত