Ajker Patrika

চুয়াডাঙ্গাকে প্রথম রাজধানীর স্বীকৃতি দাবিতে মানববন্ধন

চুয়াডাঙ্গা প্রতিনিধি
আপডেট : ১১ এপ্রিল ২০২২, ১২: ৪২
চুয়াডাঙ্গাকে প্রথম রাজধানীর  স্বীকৃতি দাবিতে মানববন্ধন

চুয়াডাঙ্গাকে প্রথম রাজধানীর স্বীকৃতির দাবিতে মানববন্ধন করেছে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। গতকাল রোববার বেলা ১১টায় স্থানীয় শহীদ হাসান চত্বরে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশ প্রগতি লেখক সংঘ চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সাধারণ সম্পাদক কাজল মাহমুদ, সুন্দরম মিডিয়ার পরিচালক আসাদুজ্জামান শিমুল, এম এ মতিন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি শাওন কুমার রায়, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী চুয়াডাঙ্গা জেলা শাখার সম্পাদক মণ্ডলীর সদস্য শেখ ফরিদ প্রমুখ।

বক্তারা বলেন, ‘দক্ষিণ-পশ্চিম রণাঙ্গনের সদর দপ্তর ও মুক্তিযুদ্ধের সূতিকাগার চুয়াডাঙ্গাকে অস্থায়ী রাজধানী করে তৎকালীন আনসার মুজাহিদ, ইপিআর ও পুলিশ নিয়ে যৌথবাহিনী গঠন করে মুক্তিযুদ্ধ পরিচালনা করা হতো। বাংলাদেশ মুক্তিযুদ্ধের এ অস্থায়ী রাজধানীতে প্রথম যুদ্ধে যাওয়ার শপথ গ্রহণ করেন ৪৭ জন আনসার ও মুজাহিদ। এঁদের অনেকেই এখনো জীবিত আছেন, যাঁরা একক এবং যৌথভাবে মুক্তিযুদ্ধে সম্মুখ সমরে অংশ নেন। এ কারণে মুক্তিযুদ্ধকালীন সরকার গঠন, শপথ গ্রহণ এবং প্রথম রাজধানী হিসেবে চুয়াডাঙ্গাকে বেছে নেওয়া হয়। পাকিস্তানি বাহিনী বিষয়টি টের পেয়ে হামলা চালালে সব প্রস্তুতি ভেস্তে যায়। বাংলাদেশ সরকারের রাষ্ট্রীয় মনোগ্রাম ও সিলমোহর তৈরি করা হয়েছে এ চুয়াডাঙ্গা থেকেই। তবে কেন আজ আমাদের চুয়াডাঙ্গাকে প্রথম রাজধানীর রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হবে না।’

মানববন্ধনে জেলা ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন।

মুক্তিযুদ্ধে নানান ইতিহাসের সাক্ষী চুয়াডাঙ্গার সর্বস্তরের জনগণ জেলাকে অস্থায়ী রাজধানীর স্বীকৃতি চেয়ে প্রতিবছর ১০ এপ্রিল মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত