Ajker Patrika

ছুরিকাঘাতে যুবককে হত্যা, অভিযুক্ত যুবক আটক

রাজশাহী প্রতিনিধি
আপডেট : ০১ জুন ২০২২, ১৪: ০৫
ছুরিকাঘাতে যুবককে হত্যা, অভিযুক্ত  যুবক আটক

রাজশাহীতে ছুরিকাঘাতে মো. রাব্বি (২৪) নামের এক যুবককে হত্যা করা হয়েছে। গত সোমবার দিবাগত রাত ১টার দিকে নগরীর কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম নতুনপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে।

পরিবারের সদস্যরা বলছেন, টাকাপয়সা নিয়ে বিরোধের জেরে বাড়িতে ঢুকে ছুরি মেরে রাব্বিকে খুন করা হয়।

খুনের অভিযোগে মো. ইমন (২৩) নামের এক যুবককে আটক করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। তাঁর বাড়ি নগরীর রায়পাড়া রেললাইনের ধারে।

কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদ পারভেজ জানান, রাত ১টার দিকে রাব্বির বাড়ি গিয়ে তাঁর বুকে ও পেটে ছুরি মারেন ইমন। এতে ঘটনাস্থলেই রাব্বির মৃত্যু হয়। এ সময় ধস্তাধস্তিতে ইমনও কিছুটা আহত হয়েছিলেন। তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে চিকিৎসাধীন অবস্থায় তাঁকে আটক করা হয়েছে। পুলিশের হেফাজতে হাসপাতালে চিকিৎসা চলছে তাঁর।

ওসি আরও জানান, টাকাপয়সা-সংক্রান্ত ঝামেলা নিয়ে এই খুনের ঘটনা ঘটেছে। রাতেই রাব্বির মরদেহ বাড়ি থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা করার প্রস্তুতি নিচ্ছেন রাব্বির মা। মামলা হলে ইমনকে গ্রেপ্তার দেখানো হবে। চিকিৎসায় সুস্থ হওয়ার পর তাঁকে আদালতে তোলা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত