ভোটের প্রচার মাইকে অতিষ্ঠ পরীক্ষার্থীরা

অভয়নগর প্রতিনিধি
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২১, ০৮: ৩২
আপডেট : ২১ ডিসেম্বর ২০২১, ১২: ২৮

যশোরের অভয়নগরে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রচার মাইকে অতিষ্ঠ এইচএসসি পরীক্ষার্থীরা। উপজেলার ৮ ইউপিতে আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ভোট। এখন শেষ সময়ে এসে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত নির্বাচনী এলাকায় মাইকে উচ্চশব্দে প্রচার চালাচ্ছেন প্রার্থীরা। তাঁদের এই প্রচারে পড়াশোনায় ব্যাঘাত ঘটছে চলমান এইচএসসি পরীক্ষার্থীদের। ভুক্তভোগী পরীক্ষার্থী ও অভিভাবকেরা মাইকে প্রচার বন্ধ বা সীমিত করার দাবি জানিয়েছেন।

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ২৬ ডিসেম্বর অভয়নগরে ৮টি ইউনিয়ন পরিষদের ভোট অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪০ জন, সাধারণ সদস্য পদে ২৭১ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

প্রার্থীরা রিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশায় মাইক লাগিয়ে ভোট চেয়ে প্রচার চালাচ্ছেন।

পায়রা ইউনিয়নের বারান্দি গ্রামের এক পরীক্ষার্থীর অভিভাবক জসীম উদ্দীন বলেন, ‘রাত সাড়ে ৮ টা-৯টা পর্যন্ত মাইকে প্রচারণা চলতে থাকেন। তীব্র শব্দের কারণে ছেলে–মেয়েরা পড়াশোনায় মন বসাতে পারছে না।’

অভয়নগর উপজেলা নির্বাচন কর্মকর্তা এস এম হাবিবুর রহমান বলেন, ‘প্রার্থীরা যেন আচরণবিধি মেনে মাইকে প্রচার করেন, সে ব্যাপারে সতর্ক করা হয়েছে। প্রার্থীদের প্রতি আহ্বান থাকবে, তাঁরা যেন পরীক্ষার্থীদের কথা বিবেচনায় রেখে মাইকের মাধ্যমে প্রচার কম চালান কিংবা না চালান।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত