রাজশাহী প্রতিনিধি
সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলির আদেশ স্থগিত করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। গত বুধবার এ-সংক্রান্ত একটি পরিপত্র জারি করা হয়েছে। এর আগে ৮ মার্চ সারা দেশের ৪৮৩ জন শিক্ষককে বদলির আদেশ জারি করা হয়েছিল।
এর মধ্যে রাজশাহী মহানগর এলাকার ২৭ জন এবং সারা উত্তরাঞ্চলের ১৪৩ জন জ্যেষ্ঠ শিক্ষক ছিলেন। বান্দরবান, ভোলা, নোয়াখালী, রাজবাড়ীসহ দূরবর্তী জেলায় তাঁদের বদলি করা হয়। এসব শিক্ষকের অনেকেই ছিলেন অসুস্থ। কারও কারও চাকরি ছিল আর মাত্র দু-এক বছর।
শিক্ষকেরা বলছিলেন, নতুন নিয়োগ পাওয়া শিক্ষকদের জেলা সদরের ভালো স্কুলগুলোতে পদায়ন করা হয়েছিল। ফলে কোথাও কোথাও বিষয়ভিত্তিক শিক্ষকের সংখ্যা বেড়ে যায়। আর তাই পুরোনো শিক্ষকদের বদলি করা হয়। অথচ নতুন শিক্ষকদের প্রথমে উপজেলা পর্যায়ের স্কুলে পদায়ন করার কথা। তা না করে পুরোনো শিক্ষকদেরই দূরবর্তী জেলায় বদলি করায় তাঁদের মধ্যে চরম হতাশা বিরাজ করছিল। কেউ কেউ স্বেচ্ছায় অবসরে যেতে চাচ্ছিলেন। অনেক বুঝিয়ে তাঁদের এ সিদ্ধান্ত থেকে ফেরানো হয়। আদেশ অনুযায়ী ১২ মার্চের মধ্যে তাঁরা ছাড়পত্র নিয়ে নতুন প্রতিষ্ঠানে যোগ দেন।
তবে এই বদলির আদেশ বাতিল করার দাবিতে রাজশাহী মহানগরের ছয়টি সরকারি স্কুলের শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি চালিয়ে আসছিল।
গত বুধবারও শিক্ষার্থীরা জেলা প্রশাসককে স্মারকলিপি দেয়। পরে রাতেই শিক্ষকদের বদলির আদেশ স্থগিতের খবর আসে। বিষয়টি নিশ্চিত করে রাজশাহীর সরকারি পিএন বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক তৌহিদ আরা বলেন, বদলি স্থগিত করে নতুন পরিপত্র জারি করা হয়েছে। ফলে যেসব শিক্ষক ছাড়পত্র নিয়েছিলেন, তাঁদের ছাড়পত্র অকার্যকর হয়ে গেছে। তাঁরা আগের নিজ নিজ প্রতিষ্ঠানেই থাকবেন। এতে শিক্ষকদের স্বস্তি ফিরে এসেছে।
সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলির আদেশ স্থগিত করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। গত বুধবার এ-সংক্রান্ত একটি পরিপত্র জারি করা হয়েছে। এর আগে ৮ মার্চ সারা দেশের ৪৮৩ জন শিক্ষককে বদলির আদেশ জারি করা হয়েছিল।
এর মধ্যে রাজশাহী মহানগর এলাকার ২৭ জন এবং সারা উত্তরাঞ্চলের ১৪৩ জন জ্যেষ্ঠ শিক্ষক ছিলেন। বান্দরবান, ভোলা, নোয়াখালী, রাজবাড়ীসহ দূরবর্তী জেলায় তাঁদের বদলি করা হয়। এসব শিক্ষকের অনেকেই ছিলেন অসুস্থ। কারও কারও চাকরি ছিল আর মাত্র দু-এক বছর।
শিক্ষকেরা বলছিলেন, নতুন নিয়োগ পাওয়া শিক্ষকদের জেলা সদরের ভালো স্কুলগুলোতে পদায়ন করা হয়েছিল। ফলে কোথাও কোথাও বিষয়ভিত্তিক শিক্ষকের সংখ্যা বেড়ে যায়। আর তাই পুরোনো শিক্ষকদের বদলি করা হয়। অথচ নতুন শিক্ষকদের প্রথমে উপজেলা পর্যায়ের স্কুলে পদায়ন করার কথা। তা না করে পুরোনো শিক্ষকদেরই দূরবর্তী জেলায় বদলি করায় তাঁদের মধ্যে চরম হতাশা বিরাজ করছিল। কেউ কেউ স্বেচ্ছায় অবসরে যেতে চাচ্ছিলেন। অনেক বুঝিয়ে তাঁদের এ সিদ্ধান্ত থেকে ফেরানো হয়। আদেশ অনুযায়ী ১২ মার্চের মধ্যে তাঁরা ছাড়পত্র নিয়ে নতুন প্রতিষ্ঠানে যোগ দেন।
তবে এই বদলির আদেশ বাতিল করার দাবিতে রাজশাহী মহানগরের ছয়টি সরকারি স্কুলের শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি চালিয়ে আসছিল।
গত বুধবারও শিক্ষার্থীরা জেলা প্রশাসককে স্মারকলিপি দেয়। পরে রাতেই শিক্ষকদের বদলির আদেশ স্থগিতের খবর আসে। বিষয়টি নিশ্চিত করে রাজশাহীর সরকারি পিএন বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক তৌহিদ আরা বলেন, বদলি স্থগিত করে নতুন পরিপত্র জারি করা হয়েছে। ফলে যেসব শিক্ষক ছাড়পত্র নিয়েছিলেন, তাঁদের ছাড়পত্র অকার্যকর হয়ে গেছে। তাঁরা আগের নিজ নিজ প্রতিষ্ঠানেই থাকবেন। এতে শিক্ষকদের স্বস্তি ফিরে এসেছে।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
১ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৫ দিন আগে