রাজশাহী প্রতিনিধি
রাজশাহীতে গভীর শোক আর শ্রদ্ধায় জাতীয় চার নেতাকে স্মরণ করা হয়েছে। ইতিহাসের কলঙ্কময় জেলহত্যা দিবস উপলক্ষে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতির এসব শ্রেষ্ঠ সন্তানকে স্মরণ করা হয়েছে। গতকাল বুধবার দিনভর রাজশাহী জেলা ও মহানগর আওয়ামী লীগ, বিভিন্ন সহযোগী সংগঠন এবং বিভিন্ন সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানের উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়।
এর মধ্যে সকালে নগরীর কুমারপাড়ায় দলীয় কার্যালয়ের পাশে স্বাধীনতা চত্বরে বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। পরে দলীয় কার্যালয় থেকে বিশাল একটি শোকযাত্রা বের করা হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে এটি নগরীর কাদিরগঞ্জে জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ এইচ এম কামারুজ্জামানের সমাধিস্থলে গিয়ে শেষ হয়। সেখানে শহীদ কামারুজ্জামানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এসব কর্মসূচিতে নেতৃত্ব দেন শহীদের সন্তান, নগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। শ্রদ্ধা নিবেদন শেষে সেখানে মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা, কোরআনখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সাধারণ সম্পাদক ডাবলু সরকারসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। দিবসটি উপলক্ষে নগর আওয়ামী লীগ নগরীর বিভিন্ন পয়েন্টে সাড়ে ছয় হাজার প্যাকেট খাবার বিতরণ করে। এ ছাড়া ৩০টি মাদ্রাসায় খাবার দেওয়া হয়।
এদিকে দিবসটি উপলক্ষে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকেও শহীদ কামারুজ্জামানের সমাধিতে পুষ্পস্তবক দেওয়া হয়েছে। নগরীর অলোকার মোড়ে দলীয় কার্যালয়ের সামনে থেকে শোকযাত্রা বের করে নেতা-কর্মীরা সমাধিস্থলে যান। শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অনিল কুমার সরকার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লায়েব উদ্দিন লাভলু, সহসভাপতি আমানুল হক দুদু প্রমুখ।
রাজশাহীতে গভীর শোক আর শ্রদ্ধায় জাতীয় চার নেতাকে স্মরণ করা হয়েছে। ইতিহাসের কলঙ্কময় জেলহত্যা দিবস উপলক্ষে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতির এসব শ্রেষ্ঠ সন্তানকে স্মরণ করা হয়েছে। গতকাল বুধবার দিনভর রাজশাহী জেলা ও মহানগর আওয়ামী লীগ, বিভিন্ন সহযোগী সংগঠন এবং বিভিন্ন সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানের উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়।
এর মধ্যে সকালে নগরীর কুমারপাড়ায় দলীয় কার্যালয়ের পাশে স্বাধীনতা চত্বরে বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। পরে দলীয় কার্যালয় থেকে বিশাল একটি শোকযাত্রা বের করা হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে এটি নগরীর কাদিরগঞ্জে জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ এইচ এম কামারুজ্জামানের সমাধিস্থলে গিয়ে শেষ হয়। সেখানে শহীদ কামারুজ্জামানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এসব কর্মসূচিতে নেতৃত্ব দেন শহীদের সন্তান, নগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। শ্রদ্ধা নিবেদন শেষে সেখানে মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা, কোরআনখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সাধারণ সম্পাদক ডাবলু সরকারসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। দিবসটি উপলক্ষে নগর আওয়ামী লীগ নগরীর বিভিন্ন পয়েন্টে সাড়ে ছয় হাজার প্যাকেট খাবার বিতরণ করে। এ ছাড়া ৩০টি মাদ্রাসায় খাবার দেওয়া হয়।
এদিকে দিবসটি উপলক্ষে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকেও শহীদ কামারুজ্জামানের সমাধিতে পুষ্পস্তবক দেওয়া হয়েছে। নগরীর অলোকার মোড়ে দলীয় কার্যালয়ের সামনে থেকে শোকযাত্রা বের করে নেতা-কর্মীরা সমাধিস্থলে যান। শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অনিল কুমার সরকার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লায়েব উদ্দিন লাভলু, সহসভাপতি আমানুল হক দুদু প্রমুখ।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
৫ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৯ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৯ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৯ দিন আগে