নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
পরিকল্পিতভাবে চালের দাম বাড়িয়ে দেশের একটি ‘শিল্পগ্রুপ সিন্ডিকেট’ সরকারকে বেকায়দায় ফেলার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন। তিনি আরও বলেন, চাল নিয়ে এই ষড়যন্ত্র বন্ধ না করলে জনগণকে সঙ্গে নিয়ে এসব শিল্পগ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠান ঘেরাও করা হবে।
গতকাল শনিবার সকালে নগরীর পাহাড়তলী বাজারে গিয়ে পাহাড়তলী বণিক সমিতির নেতা ও ব্যবসায়ীদের সঙ্গে বৈঠককালে খোরশেদ আলম সুজন এ কথা বলেন।
বৈঠকে ব্যবসায়ীরা উত্তরবঙ্গের মোকাম থেকে চাল বিক্রি সীমিত করে ফেলায় দাম বাড়ছে বলে সুজনকে জানান। তারা আরও অভিযোগ করেন, বড় বড় মিল মালিকের পাশাপাশি কয়েকটি শিল্পগ্রুপ চাল কিনে গুদামে মজুত করে রেখেছে। ফলে ৫০ কেজি চালের বস্তা দুই দিনের ব্যবধানে প্রায় ৩০০ টাকা বেড়েছে। এ ছাড়া চালের সংকট তৈরি হবে-বাজারে এমন গুজবও ছড়ানো হয়েছে বলে তারা জানান।
নগর আওয়ামী লীগের সহসভাপতি খোরশেদ আলম সুজন পরে বলেন, ‘পরিকল্পিতভাবে সরকারকে বেকায়দায় ফেলার ষড়যন্ত্র করছে শিল্পগ্রুপ সিন্ডিকেট। এদের মধ্যে কিছু শিল্পগ্রুপ অতীতে স্বাধীনতাবিরোধী চক্রের রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত ছিল। তারা কৌশলে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়। এরা দেশের শত্রু, জাতির শত্রু। বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে এদের কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।’
বৈঠক থেকে খোরশেদ আলম সুজন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানের সঙ্গে টেলিফোনে কথা বলে চালের বাজার নিয়ন্ত্রণে পদক্ষেপ নেওয়ার কথা বলেন। জেলা প্রশাসক আগামী বৃহস্পতিবার এ বিষয়ে সমন্বয় সভা করার প্রতিশ্রুতি দিয়েছেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এ সময় অন্যান্যের মধ্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের সরাইপাড়া ওয়ার্ডের কাউন্সিলর নুরুল আমিন, পাহাড়তলী বণিক সমিতির সভাপতি আবদুস সাত্তার ও সাধারণ সম্পাদক এস এম নিজাম উদ্দিন, নাগরিক উদ্যোগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজী মো. ইলিয়াছ, আব্দুর রহমান মিয়া, ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম-আহবায়ক এম শওকত আলী, বণিক সমিতির সহসভাপতি রহমত উল্ল্যা, জাফর আলম, যুগ্ম-সাধারণ সম্পাদক এস এম সোহেল, কোষাধ্যক্ষ দিদারুল হক উপস্থিত ছিলেন।
পরিকল্পিতভাবে চালের দাম বাড়িয়ে দেশের একটি ‘শিল্পগ্রুপ সিন্ডিকেট’ সরকারকে বেকায়দায় ফেলার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন। তিনি আরও বলেন, চাল নিয়ে এই ষড়যন্ত্র বন্ধ না করলে জনগণকে সঙ্গে নিয়ে এসব শিল্পগ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠান ঘেরাও করা হবে।
গতকাল শনিবার সকালে নগরীর পাহাড়তলী বাজারে গিয়ে পাহাড়তলী বণিক সমিতির নেতা ও ব্যবসায়ীদের সঙ্গে বৈঠককালে খোরশেদ আলম সুজন এ কথা বলেন।
বৈঠকে ব্যবসায়ীরা উত্তরবঙ্গের মোকাম থেকে চাল বিক্রি সীমিত করে ফেলায় দাম বাড়ছে বলে সুজনকে জানান। তারা আরও অভিযোগ করেন, বড় বড় মিল মালিকের পাশাপাশি কয়েকটি শিল্পগ্রুপ চাল কিনে গুদামে মজুত করে রেখেছে। ফলে ৫০ কেজি চালের বস্তা দুই দিনের ব্যবধানে প্রায় ৩০০ টাকা বেড়েছে। এ ছাড়া চালের সংকট তৈরি হবে-বাজারে এমন গুজবও ছড়ানো হয়েছে বলে তারা জানান।
নগর আওয়ামী লীগের সহসভাপতি খোরশেদ আলম সুজন পরে বলেন, ‘পরিকল্পিতভাবে সরকারকে বেকায়দায় ফেলার ষড়যন্ত্র করছে শিল্পগ্রুপ সিন্ডিকেট। এদের মধ্যে কিছু শিল্পগ্রুপ অতীতে স্বাধীনতাবিরোধী চক্রের রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত ছিল। তারা কৌশলে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়। এরা দেশের শত্রু, জাতির শত্রু। বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে এদের কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।’
বৈঠক থেকে খোরশেদ আলম সুজন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানের সঙ্গে টেলিফোনে কথা বলে চালের বাজার নিয়ন্ত্রণে পদক্ষেপ নেওয়ার কথা বলেন। জেলা প্রশাসক আগামী বৃহস্পতিবার এ বিষয়ে সমন্বয় সভা করার প্রতিশ্রুতি দিয়েছেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এ সময় অন্যান্যের মধ্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের সরাইপাড়া ওয়ার্ডের কাউন্সিলর নুরুল আমিন, পাহাড়তলী বণিক সমিতির সভাপতি আবদুস সাত্তার ও সাধারণ সম্পাদক এস এম নিজাম উদ্দিন, নাগরিক উদ্যোগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজী মো. ইলিয়াছ, আব্দুর রহমান মিয়া, ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম-আহবায়ক এম শওকত আলী, বণিক সমিতির সহসভাপতি রহমত উল্ল্যা, জাফর আলম, যুগ্ম-সাধারণ সম্পাদক এস এম সোহেল, কোষাধ্যক্ষ দিদারুল হক উপস্থিত ছিলেন।
পর্দার নায়িকারা নিজেদের বয়স আড়ালে রাখা পছন্দ করেন। এ ক্ষেত্রে ব্যতিক্রম আজমেরী হক বাঁধন। প্রতিবছর নিজের জন্মদিনে জানান দেন তাঁর বয়স। গতকাল ছিল বাঁধনের ৪১তম জন্মদিন। সোশ্যাল মিডিয়ায় নিজেই জানালেন এই তথ্য।
২ দিন আগে১০ বছরের বেশি সময় ধরে শোবিজে কাজ করছেন অভিনেত্রী শবনম ফারিয়া। নাটকের পাশাপাশি ওটিটিতে দেখা গেছে তাঁকে। সরকারি অনুদানের ‘দেবী’ নামের একটি সিনেমায়ও অভিনয় করেছেন। প্রশংসিত হলেও সিনেমায় আর দেখা মেলেনি তাঁর। ছোট পর্দাতেও অনেক দিন ধরে অনিয়মিত তিনি। এবার শবনম ফারিয়া হাজির হচ্ছেন নতুন পরিচয়ে। কমেডি রিয়েলিটি
২ দিন আগেআমাদের লোকসংস্কৃতির অন্যতম ঐতিহ্য যাত্রাপালা। গণমানুষের সংস্কৃতি হিসেবে বিবেচিত এই যাত্রাপালা নিয়ে শিল্পকলা একাডেমি আয়োজন করছে ‘যাত্রা উৎসব-২০২৪’। আগামী ১ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চে শুরু হবে ৭ দিনব্যাপী এই উৎসব।
২ দিন আগে‘বঙ্গবন্ধু’ পদবি বিলীন হবে না। হতে পারে না। যেমনটি ‘দেশবন্ধু’ চিত্তরঞ্জন দাশের পদবি বিলীন হয়নি। ইতিহাসে এসব পদবি অম্লান ও অক্ষয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যক্তিত্ব ছিল অনন্যসাধারণ। আপনজনকে তো অবশ্যই, শত্রুপক্ষের লোকেরাও ব্যক্তিগত পর্যায়ে তাঁর প্রতি আকৃষ্ট হতেন। পাকিস্তানি সেনাবাহিনীর উচ্চপদের
২ দিন আগে