নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
পরিকল্পিতভাবে চালের দাম বাড়িয়ে দেশের একটি ‘শিল্পগ্রুপ সিন্ডিকেট’ সরকারকে বেকায়দায় ফেলার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন। তিনি আরও বলেন, চাল নিয়ে এই ষড়যন্ত্র বন্ধ না করলে জনগণকে সঙ্গে নিয়ে এসব শিল্পগ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠান ঘেরাও করা হবে।
গতকাল শনিবার সকালে নগরীর পাহাড়তলী বাজারে গিয়ে পাহাড়তলী বণিক সমিতির নেতা ও ব্যবসায়ীদের সঙ্গে বৈঠককালে খোরশেদ আলম সুজন এ কথা বলেন।
বৈঠকে ব্যবসায়ীরা উত্তরবঙ্গের মোকাম থেকে চাল বিক্রি সীমিত করে ফেলায় দাম বাড়ছে বলে সুজনকে জানান। তারা আরও অভিযোগ করেন, বড় বড় মিল মালিকের পাশাপাশি কয়েকটি শিল্পগ্রুপ চাল কিনে গুদামে মজুত করে রেখেছে। ফলে ৫০ কেজি চালের বস্তা দুই দিনের ব্যবধানে প্রায় ৩০০ টাকা বেড়েছে। এ ছাড়া চালের সংকট তৈরি হবে-বাজারে এমন গুজবও ছড়ানো হয়েছে বলে তারা জানান।
নগর আওয়ামী লীগের সহসভাপতি খোরশেদ আলম সুজন পরে বলেন, ‘পরিকল্পিতভাবে সরকারকে বেকায়দায় ফেলার ষড়যন্ত্র করছে শিল্পগ্রুপ সিন্ডিকেট। এদের মধ্যে কিছু শিল্পগ্রুপ অতীতে স্বাধীনতাবিরোধী চক্রের রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত ছিল। তারা কৌশলে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়। এরা দেশের শত্রু, জাতির শত্রু। বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে এদের কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।’
বৈঠক থেকে খোরশেদ আলম সুজন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানের সঙ্গে টেলিফোনে কথা বলে চালের বাজার নিয়ন্ত্রণে পদক্ষেপ নেওয়ার কথা বলেন। জেলা প্রশাসক আগামী বৃহস্পতিবার এ বিষয়ে সমন্বয় সভা করার প্রতিশ্রুতি দিয়েছেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এ সময় অন্যান্যের মধ্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের সরাইপাড়া ওয়ার্ডের কাউন্সিলর নুরুল আমিন, পাহাড়তলী বণিক সমিতির সভাপতি আবদুস সাত্তার ও সাধারণ সম্পাদক এস এম নিজাম উদ্দিন, নাগরিক উদ্যোগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজী মো. ইলিয়াছ, আব্দুর রহমান মিয়া, ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম-আহবায়ক এম শওকত আলী, বণিক সমিতির সহসভাপতি রহমত উল্ল্যা, জাফর আলম, যুগ্ম-সাধারণ সম্পাদক এস এম সোহেল, কোষাধ্যক্ষ দিদারুল হক উপস্থিত ছিলেন।
পরিকল্পিতভাবে চালের দাম বাড়িয়ে দেশের একটি ‘শিল্পগ্রুপ সিন্ডিকেট’ সরকারকে বেকায়দায় ফেলার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন। তিনি আরও বলেন, চাল নিয়ে এই ষড়যন্ত্র বন্ধ না করলে জনগণকে সঙ্গে নিয়ে এসব শিল্পগ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠান ঘেরাও করা হবে।
গতকাল শনিবার সকালে নগরীর পাহাড়তলী বাজারে গিয়ে পাহাড়তলী বণিক সমিতির নেতা ও ব্যবসায়ীদের সঙ্গে বৈঠককালে খোরশেদ আলম সুজন এ কথা বলেন।
বৈঠকে ব্যবসায়ীরা উত্তরবঙ্গের মোকাম থেকে চাল বিক্রি সীমিত করে ফেলায় দাম বাড়ছে বলে সুজনকে জানান। তারা আরও অভিযোগ করেন, বড় বড় মিল মালিকের পাশাপাশি কয়েকটি শিল্পগ্রুপ চাল কিনে গুদামে মজুত করে রেখেছে। ফলে ৫০ কেজি চালের বস্তা দুই দিনের ব্যবধানে প্রায় ৩০০ টাকা বেড়েছে। এ ছাড়া চালের সংকট তৈরি হবে-বাজারে এমন গুজবও ছড়ানো হয়েছে বলে তারা জানান।
নগর আওয়ামী লীগের সহসভাপতি খোরশেদ আলম সুজন পরে বলেন, ‘পরিকল্পিতভাবে সরকারকে বেকায়দায় ফেলার ষড়যন্ত্র করছে শিল্পগ্রুপ সিন্ডিকেট। এদের মধ্যে কিছু শিল্পগ্রুপ অতীতে স্বাধীনতাবিরোধী চক্রের রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত ছিল। তারা কৌশলে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়। এরা দেশের শত্রু, জাতির শত্রু। বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে এদের কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।’
বৈঠক থেকে খোরশেদ আলম সুজন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানের সঙ্গে টেলিফোনে কথা বলে চালের বাজার নিয়ন্ত্রণে পদক্ষেপ নেওয়ার কথা বলেন। জেলা প্রশাসক আগামী বৃহস্পতিবার এ বিষয়ে সমন্বয় সভা করার প্রতিশ্রুতি দিয়েছেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এ সময় অন্যান্যের মধ্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের সরাইপাড়া ওয়ার্ডের কাউন্সিলর নুরুল আমিন, পাহাড়তলী বণিক সমিতির সভাপতি আবদুস সাত্তার ও সাধারণ সম্পাদক এস এম নিজাম উদ্দিন, নাগরিক উদ্যোগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজী মো. ইলিয়াছ, আব্দুর রহমান মিয়া, ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম-আহবায়ক এম শওকত আলী, বণিক সমিতির সহসভাপতি রহমত উল্ল্যা, জাফর আলম, যুগ্ম-সাধারণ সম্পাদক এস এম সোহেল, কোষাধ্যক্ষ দিদারুল হক উপস্থিত ছিলেন।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে